বাড়িউড়া প্রাচীন পুল
বাড়িউড়া প্রাচীন পুল | |
---|---|
স্থানাঙ্ক | ২৪°০৩′১৫″ উত্তর ৯১°০৯′০২″ পূর্ব / ২৪.০৫৪২৪° উত্তর ৯১.১৫০৫৯৯৮° পূর্ব |
স্থান | বাড়িউড়া, সরাইল উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ |
দাপ্তরিক নাম | বাড়িউড়া প্রাচীন পুল |
অন্য নাম | হাতিরপুল |
মালিক | বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর |
ঐতিহ্যের অবস্থা | প্রত্নতত্ত্ব |
আইডি নম্বর | BD-B-04-4 |
বৈশিষ্ট্য | |
নকশা | মুঘল স্থাপত্য |
উপাদান | ইট ও চুন-সুর্কি |
ইতিহাস | |
নির্মাণ শেষ | ১৬শ শতাব্দী |
অবস্থান | |
বাড়িউড়া প্রাচীন পুল, যেটি হাতিরপুল নামেই পরিচিত,[১] বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি প্রাচীন পুল বা সেতু। এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক প্রত্নতত্ত্ব হিসাবে সংরক্ষিত।[২]
অবস্থান ও নির্মাণ
[সম্পাদনা]পুলটি চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া জেলা হতে ১৫ কিলোমিটার (৯.৩ মা) উত্তরে সরাইল উপজেলায় অবস্থিত। মোঘল আমলে বাড়িউড়া নামক স্থানে,[৩] বর্তমান ঢাকা-সিলেট মহাসড়কের পাশেই এটি নির্মিত হয়। সরাইল ও শাহবাজপুরকে যুক্ত করার জন্য ইট ও চুন-সুর্কি ব্যবহার করে ১৬শ শতাব্দীতে প্রাচীন এ পুলটি নির্মিত হয়।
ইতিহাস
[সম্পাদনা]সরাইল অঞ্চলটি ছিলো সমতট জনপদের অংশ।[৪] ঈসা খাঁ এখানে তার অস্থায়ী রাজধানী স্থাপন করার পর,[৫] তৎকালীন দেওয়ান শাহবাজ খান দেওয়ানি লাভের পর বর্তমান শাহবাজপুরে তার কাচারি নির্মাণ করেন। তার নিবাস সরাইলে হবার কারণে শাহবাজপুরে যাতায়াতের জন্য সরাইল থেকে শাহবাজপুর পর্যন্ত আনুমানিক ১৬৫০ সালে তিনি একটি রাস্তা নির্মাণ করেছলিেন। বর্তমানে পরিত্যক্ত রাস্তাটি কুট্টাপাড়ার মোড় হতে শাহবাজপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যেটি স্থানীয়দের কাছে জাঙ্গাল নামে পরিচিত। এই রাস্তায়ই ১৬৫০ সালে শাহবাজ খান পুলটি নির্মাণ করেন। মূলত তখনকার দেওয়ানগণ এই পথে হাতির পিঠে করে চলাচল করতেন এবং পুলটির গোড়ায় হাতি সমেত প্রায়শই বিশ্রাম গ্রহণ করতেন বলে এটিকে হাতিরপুল নামে পরিচিতি লাভ করে।[৬]
বাড়িউড়া প্রাচীন পুলটি বহুদিন যাবৎ পরিত্যক্ত অবস্থায় এবং ঝুপে বেষ্টিত ছিল। বর্তমানে, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (বি.আর.টি.সি.) কর্তৃক খালের স্রোত, দক্ষিণ পাশে একটি আধুনিক পুল নির্মাণ করে এর নিচ দিয়ে ঘুড়িয়ে নেওয়া হয়েছে যাতে প্রাচীন নিদর্শনটিকে রক্ষা করা যায়।
গ্যালারি
[সম্পাদনা]আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ শেখ মোহাম্মদ সাঈদুল্লাহ লিটু (২০১২)। "ব্রাহ্মণবাড়ীয়া জেলা"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ "স্মৃতিস্তম্ভের তালিকা ২" (পিডিএফ)। archaeology.portal.gov.bd। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ মো. আজাদ উদ্দিন ঠাকুর (২০১২)। "সরাইল উপজেলা"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৯ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১৬।
- ↑ "ব্রাহ্মণবাড়ীয়া জেলা পরিচিতি" (পিডিএফ)। greatercomilla.org। গ্রেটার কুমিল্লা সমিতি, অস্ট্রেলিয়া। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "হাতিরপুল"। sarail.brahmanbaria.gov.bd। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০১৯।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- "হাতিরপুল"। sarail.brahmanbaria.gov.bd। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৩ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২২।