শর্শদি ইউনিয়ন
শর্শদি | |
---|---|
ইউনিয়ন | |
১নং শর্শদি ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে শর্শদি ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°২′৫৮″ উত্তর ৯১°২০′১৯″ পূর্ব / ২৩.০৪৯৪৪° উত্তর ৯১.৩৩৮৬১° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | ফেনী জেলা |
উপজেলা | ফেনী সদর উপজেলা |
আয়তন | |
• মোট | ২২.১৮ বর্গকিমি (৮.৫৬ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৩৯,০৮৭ |
• জনঘনত্ব | ১,৮০০/বর্গকিমি (৪,৬০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫৮.০% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৯০২ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
শর্শদি বাংলাদেশের ফেনী জেলার অন্তর্গত ফেনী সদর উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]শর্শদি ইউনিয়নের আয়তন ২২.১৮ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী শর্শদি ইউনিয়নের জনসংখ্যা ৩৯,০৮৭ জন।
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]ফেনী সদর উপজেলার উত্তর-পশ্চিমাংশে শর্শদি ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পূর্বে ধর্মপুর ইউনিয়ন, দক্ষিণ-পূর্বে ফেনী পৌরসভা, দক্ষিণে পাঁচগাছিয়া ইউনিয়ন, পশ্চিমে দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়ন এবং উত্তরে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]শর্শদি ইউনিয়ন ফেনী সদর উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম ফেনী সদর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৬নং নির্বাচনী এলাকা ফেনী-২ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- জেরকাছাড়
- চোছনা
- দক্ষিণ আবুপুর
- দক্ষিণ খানেবাড়ি
- দাড়িপত্তি
- দারখী
- দেবীপুর
- ফতেহপুর
- গজারিয়া কান্দি
- ঘাগড়া
- জাহানপুর
- কুমিরা
- নোয়াবাদ
- নতুন খানেবাড়ি
- রামপুর
- রাস্তারখীল
- সফিয়াবাদ
- শর্শদি
- সিন্দুয়া
- সুন্দরপুর
- উত্তর খানেবাড়ি
- আবুপুর
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী শর্শদি ইউনিয়নের স্বাক্ষরতার হার ৫৮.০%।[১] এ ইউনিয়নে ৪টি মাধ্যমিক বিদ্যালয় এবং ১৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]প্রাথমিক বিদ্যালয়[২]
- [[শর্শদি ইসলামিয়া দারুল উলুম মাদরাসা]]
- সানিডেল প্রিপারেটরী এন্ড হাই স্কুল
- উত্তর খানেবাড়ী রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- জেরকাছাড় রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- শর্শদি হাসমত আরা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- নোয়াবাদ রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- রাস্তারখীল তৈয়াবের নেছা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- আবুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মোহাম্মদ আলী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জেরকাছাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ঘাগরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শর্শদি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ফতেহপুর ইসলামিয়া মাদরাসা।
উল্লেখযোগ্য ব্যক্তি
[সম্পাদনা]সাবেক ঢাকা সংবাদদাতা, ভয়েস অফ আমেরিকা।
সাবেক বিচারপতি, আপিল বিভাগ, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
কবি
সঙ্গীত শিল্পী
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে বাস, ট্যাক্সি, মোটর সাইকেল ও রিক্সা যোগে শর্শদি যাতায়াত করা যায়।
খাল ও নদী
[সম্পাদনা]খাল ও নদীর তালিকা[৩]
- বুড়িরদোনা খাল
- সূর্যমূখী খাল
- মার্টিন খাল
হাট-বাজার
[সম্পাদনা]হাট-বাজারের তালিকা[৪]
- মোহাম্মদ আলী বাজার
- শর্শদি বাজার
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- শর্শদি শাহী মসজিদ
- মোহাম্মদ আলী চৌধুরী মসজিদ
- শর্শদি পরীর দীঘি
জনপ্রতিনিধি
[সম্পাদনা]১।জনাব জানে আলম ভূইঁয়া, চেয়ারম্যান ২।জনাব গিয়াস উদ্দিন সাগর, মেম্বার। ৩।জনাব মোঃ খোকন, ইউনিয়ন কর
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "কমিউনিটি সিরিজ (ফেনী), বিবিএস" (পিডিএফ)। bbs.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-১০-০১।
- ↑ "প্রাথমিক বিদ্যালয়সমূহ, শর্শদি ইউনিয়ন"। dpe.gov.bd। ২০২২-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১০-০১।
- ↑ "খাল ও নদী, শর্শদি ইউনিয়ন"। amishaparaup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-১০-০১।
- ↑ "হাট-বাজারের তালিকা, শর্শদি ইউনিয়ন"। sarishadiup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-১০-০১।
বহিঃসংযোগ
[সম্পাদনা]বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |