রাজউক উত্তরা মডেল কলেজ
![]() | এই নিবন্ধে একাধিক সমস্যা রয়েছে। অনুগ্রহ করে নিবন্ধটির মান উন্নয়ন করুন অথবা আলাপ পাতায় বিষয়গুলো নিয়ে আলোচনা করুন।
|
রাজউক উত্তরা মডেল কলেজ | |
---|---|
![]() রাজউক উত্তরা মডেল কলেজের লোগো | |
ঠিকানা | |
![]() | |
রাজউক কলেজ সড়ক, সেক্টর ৬ , | |
তথ্য | |
অন্য নাম | রাজউক কলেজ |
প্রাক্তন নাম | উত্তরা মডেল কলেজ |
নীতিবাক্য | মানুষ হওয়ার জন্য শিক্ষা |
প্রতিষ্ঠাকাল | ১৯৯৪ |
প্রতিষ্ঠাতা | বাংলাদেশ সরকার |
কর্তৃপক্ষ | পরিচালনা পর্ষদ, রাজউক উত্তরা মডেল কলেজ |
বিদ্যালয় কোড | ১০৮৫৭৩ |
ইআইআইএন | ১০৮৫৭৩ |
চেয়ারপারসন | সিদ্দীক জোবাইর |
অধ্যক্ষ | মোঃ এনামুল ইসলাম |
কর্মকর্তা | ১৩৫ |
শিক্ষকমণ্ডলী | ২৪১ |
শ্রেণি | ষষ্ঠ-দ্বাদশ |
বয়সসীমা | ১১-১৮ |
শিক্ষার্থী সংখ্যা | ৪৮৩২ |
ভাষা | বাংলা ও ইংরেজি |
বিদ্যালয়ের কার্যসময় | ১০ ঘণ্টা |
ক্যাম্পাস | ঢাকা |
শিক্ষায়তন | ৪.৫ একর (১৮,০০০ বর্গমিটার) |
ক্যাম্পাসের ধরন | স্থায়ী |
হাউস | ২ |
রং | বাংলা মাধ্যম-প্রভাতী শাখা: সাদা নেভী ব্লু ইংরেজি মাধ্যম-প্রভাতী শাখা: সাদা গাঢ় ধূসর |
ক্রীড়া | ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, ভলিবল, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, হ্যান্ডবল |
ডাকনাম | আরইউএমসি |
প্রকাশনা | অনুপ্রাণন |
প্রাক্তন শিক্ষার্থী | রাজউক কলেজ এক্স-স্টুডেন্টস' অ্যাসোসিয়েশন |
শিক্ষা বোর্ড | ঢাকা শিক্ষা বোর্ড |
ওয়েবসাইট | www |

রাজউক উত্তরা মডেল কলেজ বাংলাদেশের ঢাকা শহরের উত্তরা এলাকায় অবস্থিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান।
ইতিহাস
[সম্পাদনা]রাজউকের সহযোগিতায় শিক্ষা মন্ত্রণালয়ের সরাসরি নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনায় ১৯৯৪ সালে প্রায় সাড়ে ৪ একর জমির উপর কর্নেল নুরন নবী (অবসরপ্রাপ্ত) এর তত্ত্বাবধানে রাজধানীর উত্তরায় রাজউক উত্তরা মডেল কলেজ স্থাপিত হয়। ১৯৯৪ সালের প্রথম দিকে প্রধান একাডেমিক ভবনের নির্মাণ কাজ শেষ হয় এবং তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ১৯৯৪-৯৫ শিক্ষাবর্ষে কলেজ শাখার উদ্বোধন করেন।[১] অবকাঠামোগত সুযোগ সুবিধার স্বল্পতার কারণে ১৯৯৫ সালে আরেকটি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয় এবং ২০০১ সালে ক্যাম্পাসটি বর্তমান রূপধারণ করে।[২] একটি শাখা (প্রভাতী) নিয়ে রাজউক উত্তরা মডেল কলেজ যাত্রা শুরু করে কিন্তু অধিক শিক্ষার্থীর চাপ সামলানোর জন্য সরকারের পরামর্শ অনুযায়ী পরবর্তীতে ২০০৩ সালে বিদ্যালয়টিতে দিবা শাখা চালু করা হয়।
শিক্ষা কার্যক্রম
[সম্পাদনা]রাজউক উত্তরা মডেল কলেজ জাতীয় শিক্ষাক্রমের অধীনে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে বাংলা এবং ইংরেজি উভয় মাধ্যমেই শিক্ষাদান করে থাকে। প্রায় ৮,০০০ জন শিক্ষার্থী এই বিদ্যালয়ে অধ্যয়ন করে থাকে।[৩][৪] রাজউক উত্তরা মডেল কলেজে প্রায় ১৫,০০০ বই সমৃদ্ধ পাঠাগার এবং পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান ও কম্পিউটার পরীক্ষাগার রয়েছে।
শিক্ষাক্রম
[সম্পাদনা]রাজউক উত্তরা মডেল কলেজ জাতীয় শিক্ষাক্রম অনুসরণ করে থাকে। এছাড়া ৬ষ্ঠ-৮ম শ্রেণীর শিক্ষার্থীরা সঙ্গীত শিক্ষা, চারু ও কারুকলা এবং বাদ্যযন্ত্র বাজানো শেখার ক্লাসেও অংশ নিতে পারে।
সহশিক্ষা কার্যক্রম
[সম্পাদনা]- বিজ্ঞান ক্লাব: এই ক্লাব প্রতি বছর বিজ্ঞান উৎসব আয়োজন করে থাকে।
- বিতর্ক প্রতিযোগিতা: ২০০৮ সালের জাতীয় বিতর্ক উৎসবে রাজউক উত্তরা মডেল কলেজকে শ্রেষ্ঠ বিদ্যালয় পুরস্কার দেওয়া হয়।[৫]
- ফটোগ্রাফি ক্লাব: রাজউক কলেজের বিভিন্ন অনুষ্ঠানে এই ক্লাব ছবি উঠায়
চিত্রশালা
[সম্পাদনা]-
রাজউক উত্তরা মডেল কলেজের প্রধান একাডেমিক ভবন
-
ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ইংরেজি মাধ্যম বাংলা মাধ্যম প্রভাতী ও দিবা শাখার শিক্ষার্থীরা ভবনটি ব্যবহার করে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ অনুপ্রাণন ২০০৪, কলেজের এর বার্ষিক প্রকাশনা
- ↑ http://rajukcollege.org/index.php?about=1 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১০-০৬-২২ তারিখে
- ↑ অনুপ্রাণন ২০০৮, কলেজের এর বার্ষিক প্রকাশনা
- ↑ http://rajukcollege.org/index.php?faculty_mem=1 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৭ জুলাই ২০১১ তারিখে
- ↑ http://www.thedailystar.net/campus/2008/11/02/feature_ndf.htm
