উত্তরা পশ্চিম থানা
উত্তরা পশ্চিম থানা বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের উত্তরায় অবস্থিত একটি থানা। এটি উত্তরা উপশহরের ১১ নং সেক্টরে অবস্থিত।[১]
এই থানা ৪ সেপ্টেম্বর, ২০১২ সালে উত্তরা পূর্ব থানার (পূর্ববর্তী নাম উত্তরা থানা) দায়িত্বভার কমাতে প্রতিষ্ঠা করা হয়।[২]
এই থানার আয়তন ৮ বর্গকিলোমিটার (৩.১ মা২)। থানাটি আব্দুল্লাহপুর, বাউনিয়া, কামারপাড়া, বাটুলিয়া, রসদিয়া এবং উত্তরার ৩, ৫, ৭, ৯, ১০, ১১, ১২, ১৩ ও ১৪ নং সেক্টর নিয়ে গঠিত।[৩]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "উত্তরা পশ্চিম থানার যাত্রা শুরু"। বিডি নিউজ টোয়েন্টিফোর। ২২ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০২১।
- ↑ "Uttara gets new police station"। দ্যা ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)।
- ↑ "উত্তরায় এখন দুই থানা"। কালের কণ্ঠ।