বিষয়বস্তুতে চলুন

সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ

স্থানাঙ্ক: ২৩°৪৬′০১″ উত্তর ৯০°২২′০৫″ পূর্ব / ২৩.৭৬৭০° উত্তর ৯০.৩৬৮০° পূর্ব / 23.7670; 90.3680
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ
ঠিকানা
মানচিত্র
গজনবী রোড


,
স্থানাঙ্ক২৩°৪৬′০১″ উত্তর ৯০°২২′০৫″ পূর্ব / ২৩.৭৬৭০° উত্তর ৯০.৩৬৮০° পূর্ব / 23.7670; 90.3680
তথ্য
ধরনপাবলিক বিদ্যালয় ও কলেজ
নীতিবাক্যশিক্ষা, শৃঙ্খলা, নৈতিকতা, দেশপ্রেম
প্রতিষ্ঠাকাল২০০৪ (2004)
ইআইআইএন১০৮২৬৪ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
অধ্যক্ষলেফটেন্যান্ট কর্ণেল কামাল আকবর, এফডব্লিউসি, পিএসসি (বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট)[]
শিক্ষকমণ্ডলী১০৫
শ্রেণি১২
লিঙ্গবালক-বালিকা
বয়সসীমা৭–১৮
ভর্তি৩,৭৪৬ ১ ফেব্রুয়ারি ২০১৮ (2018-02-01)-এর হিসাব অনুযায়ী[]
ভাষাবাংলা
শিক্ষায়তন২.৫ একর
ক্যাম্পাসের ধরনশহুরে
ক্রীড়াফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, ভলিবল, ব্যাডমিন্টন
ইআইআইএন108264[][]
অফিস কর্মচারী৩০
ওয়েবসাইটwww.mmsc.edu.bd

সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশের ঢাকাতে অবস্থিত একটি সরকারি উচ্চমাধ্যমিক বিদ্যালয় (তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত)। এটি একটি সহশিক্ষা প্রতিষ্ঠান। এর শিক্ষার্থী ধারণক্ষমতা ৩,৯৬০ জন এবং এখানে বর্তমানে ৩,৫০০ এর অধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে।

ইতিহাস

[সম্পাদনা]
জিএমএমএসসি ক্যাম্পাস

সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পশ্চিমে এবং মিরপুর রোডের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের কলেজ গেইট বাস স্ট্যান্ডের কাছে গজনবী রোডে অবস্থিত একটি সহ-শিক্ষামূলক বাংলাদেশী শিক্ষাপ্রতিষ্ঠান (তৃতীয়-দ্বাদশ শ্রেণি পর্যন্ত)। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের ২০০৪ সালে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিল। এর দুটি ভবন রয়েছে যার প্রতিটিতে ছয় তলা এবং আরও দুটি প্রশস্ত ভবন রয়েছে যার প্রতিটিতে সাত তলা রয়েছে। এটিতে একটি কম্পিউটার ল্যাব, বিজ্ঞান অনুষদের জন্য বিভিন্ন স্বতন্ত্র গবেষণাগার রয়েছে। এটিতে ছেলে এবং মেয়েদের জন্য দুটি পৃথক এবং প্রশস্ত মাঠ রয়েছে। এখানে শিক্ষা মন্ত্রণালয়ের সরাসরি নিয়োগপ্রাপ্ত প্রভাষকরা শিক্ষার্থীদের অত্যন্ত স্নেহ ও যত্নের সাথে শিক্ষা দেন। এই প্রতিষ্ঠানের মাননীয় অধ্যক্ষ লেঃ কর্নেল কামাল আকবর, এএফডব্লিউসি, পিএসসি, ইনফ, বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেধাবী সেনা কর্মকর্তা। বার্ষিক ক্রীড়া, বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, বহির্মুখী বক্তৃতা প্রতিযোগিতা, বিতর্ক, স্কাউটিং, বিএনসিসি ইত্যাদি সহ সহ-পাঠ্যক্রমিক কর্মকাণ্ডগুলো দুর্দান্ত আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের সাথে পালন করা হয়। বিদ্যালয়টি স্বাধীনতা দিবস, বিজয় দিবস উদ্‌যাপন করে এবং পহেলা বৈশাখ উপভোগ করে। কলেজ প্রাঙ্গণে বৈশাখী মেলাও অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থী

[সম্পাদনা]

প্রতিষ্ঠানটি ছেলে ও মেয়ে উভয়ের জন্য প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা দেয়॥একটি প্রবেশিকা পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার উপর ভিত্তি করে ভর্তি নেয়া হয়। সাধারণত শিক্ষার্থীরা তৃতীয়, ষষ্ঠ, নবম বা একাদশ শ্রেণিতে প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে।

সু্যোগ - সুবিধা

[সম্পাদনা]

এখানে সাততলা বিশিষ্ট ভবন, একটি গ্রন্থাগার, বিজ্ঞান ল্যাব ও একটি কম্পিউটার ল্যাব এবং ছেলে ও মেয়েদের জন্য আলাদা খেলার মাঠ রয়েছে। ক্যাম্পাসটি সিসিটিভি-সুরক্ষিত; এখানে রাজনীতি এবং ধূমপান নিষিদ্ধ।

পাঠক্রম বহির্ভূত কার্যক্রম

[সম্পাদনা]

সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং একটি বহির্মুখী ভাষণ প্রতিযোগিতা রয়েছে। অনেকগুলো সক্রিয় ক্লাবে আছে এই প্রতিষ্ঠানে। ক্লাবগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো GMMSC Career & Soft Skills Development Club যা কলেজ পর্যায়ে এই কলেজেই প্রথম চালু হয়। মডারেটর জহিরুল ইসলাম স্যারের নেতৃত্বে এইচইসসি ২২ ব্যাচ হতে প্রেসিডেন্ট মোহাম্মদ মাশরুফ, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সাখাওয়াত কামাল ও জেনারেল সেক্রেটারি তাহরিম জিম এবং একদল এক্সিকিউটিভ পায়োনার টিম নিয়ে এর অগ্রযাত্রা শুরু হয়। এছাড়া রয়েছে বিজ্ঞান, বিতর্ক, ভাষা, স্কাউটিং এবং বিএনসিসি অন্তর্ভুক্ত রয়েছে[]

আরো দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Message from Principal, Govt. Mohammadpur Model School & College, retrieved 2018-07-10.
  2. About MMSC, Govt. Mohammadpur Model School & College, retrieved 2018-07-10.
  3. List of schools, Board of Intermediate and Secondary Education, Dhaka, retrieved 2018-07-10.
  4. About MMSC ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৯ আগস্ট ২০২০ তারিখে, Govt. Mohammadpur Model School & College, retrieved 2018-07-10.

বহিঃসংযোগ

[সম্পাদনা]