বিষয়বস্তুতে চলুন

মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ
অবস্থান
মানচিত্র

,
ঢাকা–১২১৬

তথ্য
বিদ্যালয়ের ধরনবেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
প্রতিষ্ঠাকাল১৯৬৯
প্রতিষ্ঠাতাহাজী নূর মোহাম্মদ
অবস্থাসক্রিয়
বিদ্যালয় বোর্ডমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা
বিদ্যালয় জেলাঢাকা
সেশনজানুয়ারি
ইআইআইএন১০৮১৮১
বিদ্যালয়ের প্রধানআখলাক আহম্মদ
কর্মকর্তা১৫০
শিক্ষকমণ্ডলী৫০০ জন
শ্রেণিপ্রথম - দ্বাদশ (বাংলা)
প্রথম - দ্বাদশ (ইংরেজি)
লিঙ্গছেলে, মেয়ে
শিক্ষার্থী সংখ্যা৩০০০০ জন[]
ভাষাবাংলা, ইংরেজি
সময়সূচির ধরনমাধ্যমিক ও উচ্চমাধ্যমিক
বিদ্যালয়ের কার্যসময়৫ ঘণ্টা
ক্যাম্পাসের ধরনউপশহর
ক্রীড়াফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, ভলিবল, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, হ্যান্ডবল
যোগাযোগ০২-৯০০০২৭৯
ওয়েবসাইটmubc.edu.bd

মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুরে একটি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ। এটি বাংলাদেশের বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম একটি শিক্ষাপ্রতিষ্ঠান। বর্তমানে প্রতিষ্ঠানে বাংলা মাধ্যম ও ইংরেজি মাধ্যম ও উচ্চ মাধ্যমিক শাখায় প্রায় ৩৫ হাজার ছাত্র-ছাত্রী অধ্যয়ন করছে।

ইতিহাস

[সম্পাদনা]

১৯৬৯ সালে নগন্য সংখ্যক ছাত্র- ছাত্রী নিয়ে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। যাত্রাকালে বিদ্যালয়ের জমির পরিমাণ ছিল ১৭ দশমিক ৫ শতাংশ, শিক্ষার্থীর সংখ্যা ছিল ৪৫ জন আর শিক্ষক-শিক্ষিকার সংখ্যা ছিল ১৩। ১৯৭৮ সালে প্রতিষ্ঠানটি উচ্চ বিদ্যালয়ে রুপান্তরিত হয়। ২০১০ সালে প্রতিষ্ঠানটি কলেজে উন্নীত করা হয়। ২০১১ সালে ইংরেজি মাধ্যম চালু করা হয়।

শাখা ১

অবস্থান

[সম্পাদনা]

ঢাকা মহানগরীর মিরপুর থানার ১৩নং ওয়ার্ডের অন্তর্গত বিভিন্ন এলাকায়। যথাঃ

  • মূল বিদ্যালয় (বালিকা শাখা), মনিপুর
  • মূল বিদ্যালয় (বালক শাখা), মনিপুর
  • ব্রাঞ্চ-১ (বালক ও বালিকা শাখা), রুপনগর
  • ব্রাঞ্চ-২ (বালক ও বালিকা শাখা), ইব্রাহিমপুর
  • ব্রাঞ্চ-৩ (বালক, বালিকা ও কলেজ শাখা), শেওড়াপাড়া
  • কলেজ ভবন (বালক ও বালিকা শাখা), রূপনগর

ছাত্র-ছাত্রী

[সম্পাদনা]
ক্যাম্পাসপ্রভাতিদিবা
মূল (বালিকা)৩৬৬৯৩৫২৯
মূল (বালক)৩৬৫১৩৪৭৪
ব্রাঞ্চ-১৩৬৩৩৩৫৩৫
ব্রাঞ্চ-২২৩১২২১৬৯
ব্রাঞ্চ-৩৪০৬৩৩৫০৮
কলেজ ভবন৭৬৩৫১২
ইংরেজি মাধ্যম৩৬৯৫২৬

ছাত্র-ছাত্রী

[সম্পাদনা]
ক্যাম্পাসপ্রভাতিদিবা
মূল (বালিকা)৩৬৬৯৩৫২৯
মূল (বালক)৩৬৫১৩৪৭৪
ব্রাঞ্চ-১৩৬৩৩৩৫৩৫
ব্রাঞ্চ-২২৩১২২১৬৯
ব্রাঞ্চ-৩৪০৬৩৩৫০৮
কলেজ ভবন৭৬৩৫১২
ইংরেজি মাধ্যম৩৬৯৫২৬

প্রতি ক্যাম্পাসে প্রভাতি ও দিবা ২টি করে মোট ১২ টি শিফট (প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত)

শিক্ষক সংখ্যা

[সম্পাদনা]

মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ এ সকল শাখা মিলে বর্তমানে ৫০০ জন শিক্ষক রয়েছে।

কর্মকর্তা-কর্মচারী সংখ্যা

[সম্পাদনা]

মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ এ সকল শাখা মিলে বর্তমানে ১৫০ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছে।

ক্লাসের সময়সূচি

[সম্পাদনা]

৫ ক্যাম্পাসে মোট ১০টি শিফটে ক্লাস চলে।

প্রভাতি শাখাঃ
সকাল ০৭:০০ মিনিট থেকে বেলা ১১:৪৫ মিনিট

দিবা শাখাঃ
দুপুর ১২:২৫ মিনিট থেকে বিকাল ০৫:১০ মিনিট। (ঋতু ভেদে এ সময় সীমা খানিক টা পরিবর্তন হয়ে থাকে)

ফলাফল

[সম্পাদনা]

২০০৭, ২০০৮ ও ২০০৯ সালে ঢাকা শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় স্কুলটি ৩য় স্থান অর্জন করে। এ পরীক্ষায় ২০০৮ ও ২০০৯ সালে যথাক্রমে ৬৫২ জন ও ৫৫৬ জন ছাত্রছাত্রীর এ+(জিপিএ ৫) অর্জন স্বাভাবিকভাবেই স্কুলটিকে জিপিএ ৫ প্রাপ্তির দিক থেকে বাংলাদেশের সেরা ৩য় স্কুলের সারিতে স্থান দেয়। ২০০৯ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে অনুষ্ঠিত অষ্টম শ্রেণীর মূল্যায়ন পরীক্ষায় ২য় স্থান অর্জন করে। ১৯৬৯ সালে স্থাপিত এ স্কুলটি এ পর্যন্ত দু’বার বাংলাদেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি লাভ করে।


এইচ.এস.সি

সনমোট পরীক্ষার্থীএ+এ-এফমোট পাসপাসের হার
২০১৫১১৬০৩১০৬০৪--১১৬১০০
২০১৪৮০৪০৪০----৮০১০০
২০১৩৯৮৪৫৫০০৩--৯৮১০০
২০১২৮০৪০৪০----৮০১০০

এস.এস.সি

সনমোট পরীক্ষার্থীএ+এ-এফমোট পাসপাসের হার
২০২১৩৭০৬২১৯১------৩৭০৩৯৯.৯২
২০২০৩২৯০১৪৯৯------৩২৬২৯৯.১৫
২০১৫১৬১৩৯২৯------১৬১১৯৯.৮৮
২০১৪১৫৮০৪৬১১৮----১৫৮০১০০
২০১৩১৩৬৪৮১২৪৮২৬৭০২১৩৬২৯৯.৮৫
২০১২১০৯৮৭৬৯৩১২০৮০১১০৯৭৯৯.৯০
২০১১৯০৪৬৯৫২০৬০১০২৯০২৯৯.৭৮
২০১০৯১৮৬৪৬২৬৬০৬--৯১৮১০০

জে.এস.সি.

সনমোট পরীক্ষার্থীএ+এ-এফমোট পাশপাশের হারমেধা+সাধাঃবৃত্তি
২০১৪২০৪৮১২৮৭৭৬১----২০৪৮১০০--
২০১৩১৮৫৪১৩৬১৪৮০১২--১৮৫৪১০০২৯+৬২
২০১২১৭২০৫৭৩৮৮২২৬৫--১৭২০১০০২২+৪৪
২০১১১৫৭৫৪৪২৮৬০২৭৩--১৫৭৫১০০২৫+৫৪
২০১০১১৮৯১৭২৭৬৮২৪৭০২১১৮৭৯৯.৮৪১৬+৩৬

৫ম শ্রেণীর সমাপনী

সনমোট পরীক্ষার্থীএ+এ-এফমোট পাশপাশের হারমেধা+সাধাঃবৃত্তি
২০১৪৩৩২২২৭৩৮৫৮৪----৩৩২২১০০--
২০১৩২৮৬০২৬২৬১৮০----২৮৬০১০০১৩৫+০৫
২০১২২০৭০১৫৬৪৪৬৭৩৯--২০৭০১০০১০৩+০৭
২০১১১৯৬৬১৪৫৪৪৬৮৪৩--২০১১১০০১৬৫+০৮
২০১০১৪০১১৩৯২০৯----১৪০১১০০১২২+০৮

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]