মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ
অবস্থান
মানচিত্র

,
ঢাকা–১২১৬

তথ্য
বিদ্যালয়ের ধরনবেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
প্রতিষ্ঠাকাল১৯৬৯
প্রতিষ্ঠাতাহাজী নূর মোহাম্মদ
অবস্থাসক্রিয়
বিদ্যালয় বোর্ডমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা
বিদ্যালয় জেলাঢাকা
সেশনজানুয়ারি
ইআইআইএন১০৮১৮১
বিদ্যালয়ের প্রধানজাকির হোসেন
কর্মকর্তা১৫০
শিক্ষকমণ্ডলী৫০০ জন
শ্রেণীপ্রথম - দ্বাদশ (বাংলা)
প্রথম - পঞ্চম (ইংরেজি)
লিঙ্গছেলে, মেয়ে
শিক্ষার্থী সংখ্যা৩০০০০ জন[১]
ভাষাবাংলা, ইংরেজি
সময়সূচির ধরনমাধ্যমিক ও উচ্চমাধ্যমিক
বিদ্যালয়ের কার্যসময়৫ ঘণ্টা
ক্যাম্পাসের ধরনউপশহর
ক্রীড়াফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, ভলিবল, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, হ্যান্ডবল
যোগাযোগ০২-৯০০০২৭৯
ওয়েবসাইটmubc.edu.bd

মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুরে একটি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ। এটি বাংলাদেশের বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম একটি শিক্ষাপ্রতিষ্ঠান। বর্তমানে প্রতিষ্ঠানে বাংলা মাধ্যম ও ইংরেজি মাধ্যম ও উচ্চ মাধ্যমিক শাখায় প্রায় ৩৫ হাজার ছাত্র-ছাত্রী অধ্যয়ন করছে।

ইতিহাস[সম্পাদনা]

১৯৬৯ সালে নগন্য সংখ্যক ছাত্র- ছাত্রী নিয়ে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। যাত্রাকালে বিদ্যালয়ের জমির পরিমাণ ছিল ১৭ দশমিক ৫ শতাংশ, শিক্ষার্থীর সংখ্যা ছিল ৪৫ জন আর শিক্ষক-শিক্ষিকার সংখ্যা ছিল ১৩। ১৯৭৮ সালে প্রতিষ্ঠানটি উচ্চ বিদ্যালয়ে রুপান্তরিত হয়। ২০১০ সালে প্রতিষ্ঠানটি কলেজে উন্নীত করা হয়। ২০১১ সালে ইংরেজি মাধ্যম চালু করা হয়।

শাখা ১

অবস্থান[সম্পাদনা]

ঢাকা মহানগরীর মিরপুর থানার ১৩নং ওয়ার্ডের অন্তর্গত বিভিন্ন এলাকায় । যথাঃ

  • মূল বিদ্যালয় (বালিকা শাখা), মনিপুর
  • মূল বিদ্যালয় (বালক শাখা), মনিপুর
  • ব্রাঞ্চ-১ (বালক ও বালিকা শাখা), রুপনগর
  • ব্রাঞ্চ-২ (বালক ও বালিকা শাখা), ইব্রাহিমপুর
  • ব্রাঞ্চ-৩ (বালক, বালিকা ও কলেজ শাখা), শেওড়াপাড়া
  • কলেজ ভবন (বালক ও বালিকা শাখা), রূপনগর

ছাত্র-ছাত্রী[সম্পাদনা]

ক্যাম্পাস প্রভাতি দিবা
মূল (বালিকা) ৩৬৬৯ ৩৫২৯
মূল (বালক) ৩৬৫১ ৩৪৭৪
ব্রাঞ্চ-১ ৩৬৩৩ ৩৫৩৫
ব্রাঞ্চ-২ ২৩১২ ২১৬৯
ব্রাঞ্চ-৩ ৪০৬৩ ৩৫০৮
কলেজ ভবন ৭৬৩ ৫১২
ইংরেজি মাধ্যম ৩৬৯ ৫২৬

ছাত্র-ছাত্রী[সম্পাদনা]

ক্যাম্পাস প্রভাতি দিবা
মূল (বালিকা) ৩৬৬৯ ৩৫২৯
মূল (বালক) ৩৬৫১ ৩৪৭৪
ব্রাঞ্চ-১ ৩৬৩৩ ৩৫৩৫
ব্রাঞ্চ-২ ২৩১২ ২১৬৯
ব্রাঞ্চ-৩ ৪০৬৩ ৩৫০৮
কলেজ ভবন ৭৬৩ ৫১২
ইংরেজি মাধ্যম ৩৬৯ ৫২৬

শিফট[সম্পাদনা]

প্রতি ক্যাম্পাসে প্রভাতি ও দিবা ২টি করে মোট ১২ টি শিফট (প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত)

শিক্ষক সংখ্যা[সম্পাদনা]

মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ এ সকল শাখা মিলে বর্তমানে ৫০০ জন শিক্ষক রয়েছে ।

কর্মকর্তা-কর্মচারী সংখ্যা[সম্পাদনা]

মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ এ সকল শাখা মিলে বর্তমানে ১৫০ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছে ।

ক্লাসের সময়সূচি[সম্পাদনা]

৫ ক্যাম্পাসে মোট ১০টি শিফটে ক্লাস চলে ।

প্রভাতি শাখাঃ
সকাল ০৭:০০ মিনিট থেকে বেলা ১১:৪৫ মিনিট

দিবা শাখাঃ
দুপুর ১২:২০ মিনিট থেকে বিকাল ০৫:১০ মিনিট । (ঋতু ভেদে এ সময় সীমা খানিক টা পরিবর্তন হয়ে থাকে)

ফলাফল[সম্পাদনা]

২০০৭, ২০০৮ ও ২০০৯ সালে ঢাকা শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় স্কুলটি ৩য় স্থান অর্জন করে। এ পরীক্ষায় ২০০৮ ও ২০০৯ সালে যথাক্রমে ৬৫২ জন ও ৫৫৬ জন ছাত্রছাত্রীর এ+(জিপিএ ৫) অর্জন স্বাভাবিকভাবেই স্কুলটিকে জিপিএ ৫ প্রাপ্তির দিক থেকে বাংলাদেশের সেরা ৩য় স্কুলের সারিতে স্থান দেয়। ২০০৯ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে অনুষ্ঠিত অষ্টম শ্রেণীর মূল্যায়ন পরীক্ষায় ২য় স্থান অর্জন করে। ১৯৬৯ সালে স্থাপিত এ স্কুলটি এ পর্যন্ত দু’বার বাংলাদেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি লাভ করে।


এইচ.এস.সি

সন মোট পরীক্ষার্থী এ+ এ- এফ মোট পাস পাসের হার
২০১৫ ১১৬ ০৩ ১০৬ ০৪ -- ১১৬ ১০০
২০১৪ ৮০ ৪০ ৪০ -- -- ৮০ ১০০
২০১৩ ৯৮ ৪৫ ৫০ ০৩ -- ৯৮ ১০০
২০১২ ৮০ ৪০ ৪০ -- -- ৮০ ১০০

এস.এস.সি

সন মোট পরীক্ষার্থী এ+ এ- এফ মোট পাস পাসের হার
২০২১ ৩৭০৬ ২১৯১ -- -- -- ৩৭০৩ ৯৯.৯২
২০২০ ৩২৯০ ১৪৯৯ -- -- -- ৩২৬২ ৯৯.১৫
২০১৫ ১৬১৩ ৯২৯ -- -- -- ১৬১১ ৯৯.৮৮
২০১৪ ১৫৮০ ৪৬১ ১৮ -- -- ১৫৮০ ১০০
২০১৩ ১৩৬৪ ৮১২ ৪৮২ ৬৭ ০২ ১৩৬২ ৯৯.৮৫
২০১২ ১০৯৮ ৭৬৯ ৩১২ ০৮ ০১ ১০৯৭ ৯৯.৯০
২০১১ ৯০৪ ৬৯৫ ২০৬ ০১ ০২ ৯০২ ৯৯.৭৮
২০১০ ৯১৮ ৬৪৬ ২৬৬ ০৬ -- ৯১৮ ১০০

জে.এস.সি.

সন মোট পরীক্ষার্থী এ+ এ- এফ মোট পাশ পাশের হার মেধা+সাধাঃবৃত্তি
২০১৪ ২০৪৮ ১২৮৭ ৭৬১ -- -- ২০৪৮ ১০০ --
২০১৩ ১৮৫৪ ১৩৬১ ৪৮০ ১২ -- ১৮৫৪ ১০০ ২৯+৬২
২০১২ ১৭২০ ৫৭৩ ৮৮২ ২৬৫ -- ১৭২০ ১০০ ২২+৪৪
২০১১ ১৫৭৫ ৪৪২ ৮৬০ ২৭৩ -- ১৫৭৫ ১০০ ২৫+৫৪
২০১০ ১১৮৯ ১৭২ ৭৬৮ ২৪৭ ০২ ১১৮৭ ৯.৮৪ ১৬+৩৬

৫ম শ্রেণীর সমাপনী

সন মোট পরীক্ষার্থী এ+ এ- এফ মোট পাশ পাশের হার মেধা+সাধাঃবৃত্তি
২০১৪ ৩৩২২ ২৭৩৮ ৫৮৪ -- -- ৩৩২২ ১০০ --
২০১৩ ২৮৬০ ২৬২৬ ১৮০ -- -- ২৮৬০ ১০০ ১৩৫+০৫
২০১২ ২০৭০ ১৫৬৪ ৪৬৭ ৩৯ -- ২০৭০ ১০০ ১০৩+০৭
২০১১ ১৯৬৬ ১৪৫৪ ৪৬৮ ৪৩ -- ২০১১ ১০০ ১৬৫+০৮
২০১০ ১৪০১ ১৩৯২ ০৯ -- -- ১৪০১ ১০০ ১২২+০৮

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিসংযোগ[সম্পাদনা]