রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ
![]() | |
সংস্থার রূপরেখা | |
---|---|
গঠিত | ৩০ এপ্রিল ১৯৮৭ |
পূর্ব সংস্থা |
|
পরিবর্তিত সংস্থা |
|
সদর দপ্তর | রাজউক ভবন, রাজউক অ্যাভিনিউ, মতিঝিল, ঢাকা-১০০০ |
সংস্থা নির্বাহী |
|
মূল সংস্থা | বাংলাদেশ সরকার |
ওয়েবসাইট | www |
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজউক বাংলাদেশের গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে একটি সরকারি সংস্থা যা রাজধানী ঢাকার উন্নয়ন প্রকল্পসমূহের পরিকল্পনা ও বাস্তবায়ন করে থাকে। এর পূর্বনাম ছিল ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট (ডিআইটি)।[১]
ইতিহাস[সম্পাদনা]
১৯৪৭ সালে ভারত বিভক্তির পর ঢাকা পূর্ব পাকিস্তানের প্রাদেশিক আসনে পরিণত হয়। ১৯৫১ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত জনসংখ্যা ০.২৮ মিলিয়ন থেকে বেড়ে ১.২ মিলিয়ন হয়। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পরে ঢাকা বাংলাদেশের রাজধানী হিসেবে আত্বপ্রকাশ করে। দ্রুত বর্ধনশীল শহরগুলোর মধ্যে ঢাকা অন্যতম। বর্তমানে জনসংখ্যা ১০ মিলিয়ন ছাড়িয়ে গেছে। যদিও অতীত পরিকল্পনায় জেলা শহর থেকে বিশ্বের বড় শহরগুলোর একটিতে পরিনত করার চেষ্টা করা হয়, অধিকাংশ-ই ব্যর্থ হয়। ফলে খুব দ্রুত জীবনযাত্রার মানের অবনতি ঘটে । সামাজিক এবং বাহ্যিক অবকাঠামো ভেঙ্গে পরে । এ শহরের পরবর্তী সকল উন্নয়নে শৃংখলা বজায় রাখতে তড়িৎ পদক্ষেপ নেয়া প্রয়োজন। এর প্রেক্ষিতে রাজউক গঠিত হয়।
রাজউক প্রকল্প[সম্পাদনা]
- উত্তরা এপার্টমেন্ট প্রকল্প
- পূর্বাচল নতুন শহর প্রকল্প
- ঝিলমিল আবাসিক প্রকল্প
- আরবান রেজিলিয়েন্স প্রজেক্ট
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ"। বাংলাপিডিয়া। এশিয়াটিক সোসাইটি। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৯।