সরকারি বিজ্ঞান কলেজ
![]() | |
প্রাক্তন নাম | টেকনিক্যাল হাই স্কুল, ইন্টারমেডিয়েট টেকনিক্যাল কলেজ |
---|---|
নীতিবাক্য |
|
ধরন | সরকারি |
স্থাপিত | ১৯৫৪ |
অধিভুক্তি | ঢাকা শিক্ষা বোর্ড |
অধ্যক্ষ | আইয়ুব আলী ভূঁইয়া |
উপাধ্যক্ষ | তানজিনা ফেরদৌস |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ৭ |
প্রশাসনিক ব্যক্তিবর্গ | ৫০+ |
শিক্ষার্থী | ~২৫০০ |
অবস্থান | |
পোশাকের রঙ | আকাশী নীল হালকা ধূসর |
সংক্ষিপ্ত নাম | সবিক |
ক্রীড়া | ফুটবল, ক্রিকেট |
ওয়েবসাইট | www.gsctd.edu.bd |
![]() |
সরকারি বিজ্ঞান কলেজ, তেজগাঁও, ঢাকা বাংলাদেশের ঢাকার ফার্মগেট এলাকায় অবস্থিত একটি সরকারি উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান। এই কলেজের নাম প্রথমে ইন্টারমেডিয়েট টেকনিক্যাল কলেজ ছিল। ৯ একর ভূমির উপর এই কলেজ স্থাপিত। ১৯৫৪ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত এই কলেজে কেবল উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান বিভাগে অধ্যয়নের সুযোগ রয়েছে।[১][২][৩]
ইতিহাস[সম্পাদনা]
কলেজটি ১৯৫৪ খ্রিস্টাব্দে টেকনিক্যাল হাই স্কুল নামে যাত্রা শুরু করে। ১৯৬২ খ্রিস্টাব্দে ইন্টারমেডিয়েট টেকনিক্যাল কলেজ হিসেবে পুন:নামকরন করা হয়। ১৯৮৫ খ্রিস্টাব্দে বি.এসসি কোর্স চালুর মাধ্যমে সরকারি বিজ্ঞান কলেজ হিসেবে কার্যক্রম শুরু করে।[৪][৫]
বিভাগ সমূহ[সম্পাদনা]
- বিজ্ঞান বিভাগ
পঠিত বিষয় সমূহঃ বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, জীববিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।
ভর্তি ও বেতন[সম্পাদনা]
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক জারীকৃত নীতিমালা অনুযায়ী ভর্তি করা হয়ে থাকে কলেজে। সরকার কর্তৃক নির্ধারিত বেতন ও ফি নেয়া হয় ।
শ্রেণি ও শাখা[সম্পাদনা]
আটটি শাখায় ১৬৫ জন করে ছাত্র এখানে পড়াশোনার সুযোগ পেয়ে থাকে। শাখাগুলোর নাম যথাক্রমে A, B, C, D, E, F, G, H। ভর্তির ক্রমানুসারে শিক্ষার্থীদের শাখাগুলোয় বিভক্ত করা হয়।
পোশাক[সম্পাদনা]
আকাশী নীল শার্ট, বাদামি রঙের প্যান্ট, কালো মোজা, কালো জুতা, আর শীতের সময়ে নীল সোয়েটার।[৬]
আবাসন ব্যবস্থা[সম্পাদনা]
কলেজের দুটি ছাত্রাবাস রয়েছে, একটির নাম কাজী নজরুল ইসলাম ছাত্রাবাস, অপরটি ড. কুদরত ই খুদা ছাত্রাবাস। একটিতে একাদশ এবং অপরটিতে দ্বাদশ শ্রেণির ছাত্ররা থাকেন। একটি দুই হল এ সর্বমোট আসন সংখ্যা প্রায় ৩০০। ছাত্রাবাসের বর্তমান তত্ত্বাবধায়ক হিসেবে আছেন মোঃ সালাহ্উদ্দিন (সহকারী অধ্যাপক, গণিত বিভাগ)।
কাজী নজরুল ইসলাম হল এর ম্যানেজার মোঃ অলিউল্লাহ এবং ড. কুদরত-ই খুদা হল এর ম্যানেজার মোঃ জামাল মিয়া।
যাতায়াত[সম্পাদনা]
শিক্ষার্থীদের যাতায়াতের জন্য দুটি বাস আছে। ১.স্পন্দন-১ ২.স্পন্দন-২ চলাচলের রুটঃ ফার্মগেট থেকে মিরপুর ১০, ফার্মগেট থেকে যাত্রাবাড়ী
সহশিক্ষা কার্যক্রম[সম্পাদনা]
ছাত্রদের পড়াশোনার পাশাপাশি নৈতিক উন্নয়ন ও তাদের মাঝে নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষে চালু আছে সরকারি বিজ্ঞান কলেজ বিএনসিসি প্লাটুন। এছাড়া ছাত্রদের সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসাবে কলেজের নিজস্ব বিতর্ক ক্লাব 'সরকারী বিজ্ঞান কলেজ বিতর্ক ক্লাব', সরকারী বিজ্ঞান কলেজ বিজ্ঞান ক্লাব, ফটোগ্রাফি ক্লাব, ক্রীড়া ক্লাব, তথ্য প্রযুক্তি ক্লাব ও সাংস্কৃতিক ক্লাব রয়েছে। এছাড়াও রয়েছে চেতনা পরিষদ এর একটি শাখা। নির্দিষ্ট কর্মসূচীর সাথে পালন করা হয়ে থাকে।[তথ্যসূত্র প্রয়োজন]
উল্লেখযোগ্য প্রাক্তন শিক্ষার্থী[সম্পাদনা]
- আ ন ম এহসানুল হক মিলন -প্রতিমন্ত্রী, বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় (প্রাক্তন
- জাহিদ আহসান রাসেল-প্রতিমন্ত্রী, বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
- আনিসুল হক (রাজনীতিবিদ) - প্রয়াত মেয়র, ঢাকা উত্তর সিটি করপোরেশন।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "সরকারি বিজ্ঞান কলেজ, তেজগাঁও, ঢাকা"। gsctd.edu.bd। ২০২০-০৫-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-৩০।
- ↑ "নামেই বিজ্ঞান কলেজ!"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-৩০।
- ↑ "সমস্যার পাহাড়ে ধুঁকছে ঢাকার ঐতিহ্যবাহী ১০ সরকারী কলেজ || প্রথম পাতা"। জনকন্ঠ। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-৩০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "GSC"। govtsciencecollege.com। ৯ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০১১।
- ↑ নিজামুল, হক (১৪ জুন ২০১৪)। "সরকারি বিজ্ঞান কলেজে দ্বিগুণ শিক্ষক"। ইত্তেফাক। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ "সরকারি বিজ্ঞান কলেজ, তেজগাঁও, ঢাকা"। gsctd.edu.bd। ২০২০-০৭-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০২-১৫।
![]() |
বাংলাদেশের শিক্ষা বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |