আলী রেজা রাজু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আলী রেজা রাজু
যশোর-৩ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
জুন ১৯৯৬ – অক্টোবর ২০০১
পূর্বসূরীতরিকুল ইসলাম
উত্তরসূরীতরিকুল ইসলাম
ব্যক্তিগত বিবরণ
জন্ম১ জানুয়ারি ১৯৪৫
যশোর, ব্রিটিশ ভারত
(বর্তমান বাংলাদেশ)
মৃত্যু১৫ জুলাই ২০১৬
ইউনাইটেড হাসপাতাল, ঢাকা
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
অন্যান্য
রাজনৈতিক দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
দাম্পত্য সঙ্গীফিরোজা রেজা
সন্তানদুই ছেলে, দুই মেয়ে

আলী রেজা রাজু (১ জানুয়ারি ১৯৪৫-১৫ জুলাই ২০১৬) বাংলাদেশের যশোর জেলার রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধাযশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য[১]

জন্ম ও প্রাথমিক জীবন[সম্পাদনা]

আলী রেজা রাজু ১ জানুয়ারি ১৯৪৫ সালে যশোর সদর উপজেলার কাশিমপুর গ্রামে জন্ম গ্রহণ করেন।[২]

রাজনৈতিক জীবন[সম্পাদনা]

আলী রেজা রাজু ষাটের দশকে ছাত্র রাজনীতির মাধ্যমে রাজনীতিতে আসেন। তিনি কাশিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, সাবেক পৌর কমিশনার, যশোর পৌরসভার সাবেক চেয়ারম্যান, যশোর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ছিলেন। জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে যশোর-৩ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।[১][৩][৪]

যশোর জেলা বিএনপির সভাপতি হিসেবে তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করে জুন ১৯৯৬ সালে আওয়ামী লীগে যোগ দিয়ে জাতীয় পরিষদের সদস্য নিয়োজিত হয়েছিলেন।[৩][৫] তিনি ২০০৪-২০১৫ সাল পর্যন্ত যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।[৩] ২০০১ সালের অষ্টম জাতীয় নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত প্রার্থী হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তরিকুল ইসলামের কাছে পরাজিত হয়েছিলেন।[১]

তিনি ‘প্রভাতফেরী’ নামে যশোর থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকার সম্পাদক মণ্ডলীর সভাপতি ছিলেন। পত্রিকাটির প্রকাশক তার স্ত্রী ফিরোজা রেজা।[৬] তার জামাতা প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা ও বর্তমান সংসদ সদস্য চিত্র নায়ক ফেরদৌস আহমেদ।

মৃত্যু[সম্পাদনা]

আলী রেজা রাজু ১৫ জুলাই ২০১৬ ঢাকার ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন।[৭]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "আলী রেজা রাজু, আসন নং: ৮৭, যশোর-৩"প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২০ 
  2. "যশোরের সাবেক এমপি আলী রেজা রাজু আর নেই"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১৫ জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২০ 
  3. "যশোরের সাবেক এমপি আলী রেজা রাজুর ইন্তেকাল"এনটিভি অনলাইন। ১৫ জুলাই ২০১৬। ২৬ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২০ 
  4. "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২০ 
  5. "যশোরের আ. লীগ নেতা আলী রেজা রাজু আর নেই"বাংলা ট্রিবিউন। ১৫ জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. "বর্ষিয়ান রাজনীতিবিদ আলী রেজা রাজু'র ইন্তেকাল"দৈনিক ইনকিলাব। ১৬ জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  7. "সাবেক সাংসদ আলী রেজা রাজু আর নেই"দৈনিক প্রথম আলো। ১৫ জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]