গাজী আব্দুল হাই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গাজী আব্দুল হাই
যশোর-৩ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
১৯৮৮ – ১৯৯১
পূর্বসূরীখালেদুর রহমান চৌধুরী
উত্তরসূরীরওশন আলী
ব্যক্তিগত বিবরণ
জন্ম২ মার্চ ১৯৫১
মৃত্যু১৭ জানুয়ারী ২০১২
স্কয়ার হাসপাতাল, ঢাকা
নাগরিকত্ববাংলাদেশ
রাজনৈতিক দলজাতীয় সমাজতান্ত্রিক দল (রব)
অন্যান্য
রাজনৈতিক দল
বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল

গাজী আব্দুল হাই (২ মার্চ ১৯৫১-১৭ জানুয়ারি ২০১২) বাংলাদেশের যশোর জেলার রাজনীতিবিদ, ব্যবসায়ী, মুক্তিযোদ্ধাযশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য[১]

জন্ম ও প্রাথমিক জীবন[সম্পাদনা]

গাজী আব্দুল হাই ২ মার্চ ১৯৫১ সালে জন্ম গ্রহণ করেন। মৃত ওমেদ আলী গাজীর দ্বিতীয় পুত্র তিনি।[২]

জীবনী[সম্পাদনা]

গাজী আব্দুল হাই জাতীয় সমাজতান্ত্রিক দল (রব) এর কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। ১৯৭২ সালের পর জাসদে যোগদানের পর ৪ বছর কারাভোগ করেন। তিনি ব্যবসায়ীও ছিলেন। ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় সমাজতান্ত্রিক দলের মনোনয়ন নিয়ে যশোর-৩ (যশোর সদর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[১] ১৯৯৩ সালে আওয়ামী লীগে যোগদেন। তিনি ১৯৯৭ সালে যশোর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নির্বাচিত হন। পরবর্তীতে তিনি বিএনপিতে যোগদান করেন। বিএনপি থেকে পদত্যাগ করে তিনি জাসদে (রব) যোগ দেন। মৃত্যুর আগদিন পর্যন্ত তিনি জাসদের (রব) কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।[২]

মৃত্যু[সম্পাদনা]

গাজী আব্দুল হাই ১৭ জানুয়ারি ২০১২ সালে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "৪র্থ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  2. "গাজী আব্দুল হাই / Gazi Abdul Hai (1951 - 2012)"যশোর ইনফো। ২০২০-০৩-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৯