জে. কে. এম. এ. আজিজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জে. কে. এম. এ. আজিজ
যশোর-৩ আসন আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
১৯৭৩ – ১৯৭৫
পূর্বসূরীআসন প্রতিষ্ঠিত
উত্তরসূরীমোহাম্মদ এবাদত হোসেন মন্ডল
ব্যক্তিগত বিবরণ
মৃত্যু১৬ ডিসেম্বর ২০১৪
জাতীয়তাবাংলাদেশি
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
পেশারাজনীতিবিদ

জে. কে. এম. এ. আজিজ একজন বাংলাদেশি রাজনীতিবিদ ছিলেন। তিনি যশোর-৩ আসনের সাংসদ ছিলেন।

জীবনী[সম্পাদনা]

জে. কে. এম. এ. আজিজ তিনি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলনবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। তিনি ১৯৭০ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পাকিস্তান গণপরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। ১৯৭৩ সালে তিনি যশোর-৩ আসনের সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন।[১] তিনি বাকশাল গঠিত হবার পর ঝিনাইদহ জেলার গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছিলেন। শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পর তাকে এক বছরের জন্য জেলখানায় বন্দী করে রাখা হয়েছিল।[২]

জে. কে. এম. এ. আজিজ ২০১৪ সালের ১৬ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।[৩][৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "১ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  2. "Ex-MP JKMA Aziz passes away"ডেইলি সান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১৯ 
  3. "Ex-MP JKMA Aziz dies"ডেইলি অবজারভার (ইংরেজি ভাষায়)। ১৬ ডিসেম্বর ২০১৪। ২৪ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০১৯ 
  4. "Obituary"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১৭ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১৯