লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বাংলাদেশ)
লিবারেল ডেমোক্রেটিক পার্টি | |
---|---|
নেতা | অলি আহমেদ |
প্রেসিডেন্ট | অলি আহমেদ |
মহাসচিব | রেদোয়ান আহমেদ |
কার্যনির্বাহী প্রেসিডেন্ট | জাহানারা বেগম |
প্রতিষ্ঠা | ২৬ অক্টোবর ২০০৬ |
সদর দপ্তর | ২৯/বি, পূর্ব পান্থপথ, তেজগাঁও, ঢাকা-১২০৮ |
মতাদর্শ | উদারনীতিবাদ, সামাজিক উদারনীতিবাদ |
রাজনৈতিক অবস্থান | কেন্দ্রপন্থী |
জাতীয় অধিভুক্তি | বিশ দলীয় জোট (বর্তমান) মহাজোট |
আন্তর্জাতিক অধিভুক্তি | না |
আনুষ্ঠানিক রঙ | |
জাতীয় সংসদের আসন | ০ / ৩০০ |
নির্বাচনী প্রতীক | |
দলীয় পতাকা | |
![]() | |
ওয়েবসাইট | |
ldp-bangladesh | |
বাংলাদেশের রাজনীতি রাজনৈতিক দল নির্বাচন |
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি বা এলডিপি বাংলাদেশের একটি রাজনৈতিক দল যা বাংলাদেশের "জনপ্রতিনিধিত্ব আইন ২০০৮" বাংলাদেশ নির্বাচন কমিশনে নিবন্ধিত।[১] ২০০৬ সালের ২৬ অক্টোবর বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এ.কিউ,এম, বদরুদ্দোজা চৌধুরীর বিকল্প ধারার সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য কর্ণেল অলি আহমেদ ও বিএনপির অন্য ২৪ জন মন্ত্রী, সংসদ সদস্য একত্রিত হয়ে এই দল প্রতিষ্ঠা করেন।[২] তবে ২০০৭ সালে আদর্শগত কারণে বিকল্প ধারা, এলডিপি থেকে বের হয়ে যায়।
রাজনৈতিক জোট ও নির্বাচন[সম্পাদনা]
২০০৬ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত এলডিপি মহাজোটের সাথে অবস্থান করে। কিন্তু নবম জাতীয় সংসদ নির্বাচন, ২০০৮-এর পূর্বে এলডিপি মহাজোট থেকে বের হয়ে আসে এবং সতন্ত্রভাবে অংশগ্রহণ করে। এলডিপি উক্ত নির্বাচনে ১৮টি আসনে প্রার্থী দিয়ে ১টি আসনে জয়লাভ করে। দলের সভাপতি অলি আহমেদ চট্টগ্রাম-১৩ আসনে জয়লাভ করেন। ২০১২ সালে এলডিপি বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় ঐক্যজোটে প্রবেশ করে। ১৮ দলীয় ঐক্যজোট ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করলে সাথে সাথে এলডিপিও নির্বাচনটি বর্জন করে।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Bangladesh Election Commission - Home page"। ১৫ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৪।
- ↑ "Dissidents quit Bangladesh's ruling party, alleging corruption"। International Herald Tribune। অক্টোবর ২৬, ২০০৬।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |