ডিবির হাওর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডিবির হাওর (শাপলা হ্রদ)
ডিবির হাওর , সিলেট
ডিবির হাওর , সিলেট
ডিবির হাওর , সিলেট
দেশ বাংলাদেশ
অঞ্চল সিলেট বিভাগ
উৎস জৈন্তাপুর
 - অবস্থান ভারত সীমান্ত ঘেঁষা পাহাড়ের পাদদেশ

ডিবির হাওর বা শাপলার লেক জৈন্তাপুর উপজেলায় অবস্থিত একটি হাওর। এটি “লাল শাপলার বিল” নামে ও পরিচিত। এখানে রয়েছে ডিবি বিল, ইয়াম বিল, হরফকাট বিল ও কেন্দ্রীবিল। এই চারটি বিলকে একত্রে লাল শাপলার বিল বলা হয়ে থাকে, চারটি সংযুক্ত বিলের আয়তন ৯০০ একর বা ৩.৬৪ বর্গকিমিঃ। প্রাকৃতিক ভাবে এইখানে লাল শাপলার জন্ম।[১]

বিবরণ[সম্পাদনা]

ডিবির হাওর, ইয়াম, হরফকাটা কেন্দ্রী বিলসহ রয়েছে চারটি বিল। বিলগুলোকে কেন্দ্র করেই নাম করা হয়েছে ডিবির হাওর। চারটি বিলের অবস্থান বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী মেঘালয় পাহাড়ের পাদদেশে। বিলগুলো রূপ নিয়েছে শাপলার রাজ্যে[২] বিলে ফুটে থাকে অজস্র লাল শাপলা। ডিবির হাওরের আকর্ষণ হলো হাওরের পারেই পাহাড়ের সারি।[৩]

ইতিহাস[সম্পাদনা]

এই বিলে আগে কোনো ধরনের শাপলা ছিল না। ৩০ বছর আগে সীমান্তের ওপারে খাসিয়া সম্প্রদায় লাল শাপলা দিয়ে পূজা-অর্চনা করত। খাসিয়া পরিবার ডিবি বিলে লাল শাপলার চারা রোপণ করেন পূজা-অর্চনায় ফুলের চাহিদা মেটাতে। সেই থেকে একে একে ডিবি বিল, কেন্দ্রি বিল, হরফকাটা বিল, ইয়ামবিলসহ পার্শ্ববর্তী জনসাধারণের পুকুর-নালা পরিপূর্ণ হয়ে পড়ে লাল শাপলায়। চারটি বিলের অন্তত ৭০০ একর জায়গা লাল শাপলা দখল করে আছে। জৈন্তা রাজ্যের রাজা রাম সিংহকে এ হাওরে ডুবিয়ে মারা হয়েছিলো। সেই স্মৃতিতেই নির্মিত দুইশত বছরের পুরাতন একটি মন্দির ও আছে সেখানে। [৪]

অতিথি পাখি[সম্পাদনা]

প্রতিবছর অসংখ্য পরিযায়ী পাখি আসে এই ডিবির হাওরে। যার মধ্যে রয়েছে বালিহাঁস পাতিসরালি, পানকৌড়ি, সাদাবক ও জল ময়ুরী।[২]

পবিবেশ বিপর্যয়[সম্পাদনা]

ডিবির হাওরে চেড়াপুঞ্জি থেকে নেমে সাদা পাথর। একে ঘিরে পাথর ভাঙ্গার অঞ্চল করতে প্রশাসন হাওর এলাকার ৯০০ একর জায়গার মধ্যে ৬২৫ একর জায়গার শ্রেণি পরিবর্তন করেছে।[৫] পবিবেশ বিপর্যয়ের আশঙ্কায় ডিবির হাওরে পাথর ভাঙার কল স্থাপনের পরিকল্পনা বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন ওয়াটারকিপারস বাংলাদেশ।[৬][৭]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "সিলেটে শাপলার রাজ্যে"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১১ 
  2. BanglaNews24.com। "পাখির রাজ্য ডিবির হাওর"banglanews24.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১১ 
  3. "ডিবির বিলে একদিন"NTV Online। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১১ 
  4. "এই সময়ে শাপলা বিল? চলে যান ডিবির হাওর!"প্রিয়.কম। ২০১৭-১২-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১১ 
  5. "ডিবির হাওর রক্ষায় সরব পরিবেশবাদীরা"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১১ 
  6. sylhetview24.com। "ডিবির হাওর রক্ষায় সিলেটে মানববন্ধন আজ"www.sylhetview24.net। ২০১৯-০৬-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১১ 
  7. "ডিবির হাওর রক্ষায় রাস্তায় হাওরবাসী–পরিবেশবাদীরা"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]