কালুদুলাই
অবয়ব
কালুদুলাই গীত বাংলা সাহিত্যের লোকগাথা বাংলা একাডেমীর নিয়মিত সংগ্রাহক চৌধুরী গোলাম আকবর মৌলভীবাজার জেলার রামপাশা গ্রাম থেকে এটি সংগ্রহ করেছিলেন। রামপাশা গ্রামের বসিন্দা আলম উল্লা ছিলেন এই গীতিকার গায়েন। চৌধুরী গোলাম আকবর ১৯৬১ সালে এটি সংগ্রহ করেন। এ গীতিকাটিতে ৬৩৩ টি পঙ্ক্তি আছে বলে পাওয়া যায়।[১][২]