সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড
গঠিত৮ মে ১৯৮২
সদরদপ্তরহরিপুর, সিলেট, বাংলাদেশ
যে অঞ্চলে কাজ করে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলা
ওয়েবসাইটhttp://www.sgfl.org.bd/

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড হচ্ছে বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণাধীন একটি গ্যাস কোম্পানি। এটি পেট্রোবাংলার অধীনে রয়েছে এবং এর সদরদপ্তর সিলেট জেলার, হরিপুরে অবস্থিত।

ইতিহাস[সম্পাদনা]

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ইতিহাস ১৯৫৫ সালে পাকিস্তান পেট্রোলিয়াম কর্তৃক সিলেট জেলার হরিপুরে গ্যাস ক্ষেত্র অবিস্কারের সাথে শুরু হয়। ১৯৬০ সালে সিলেট গ্যাস ক্ষেত্র ছাতক সিমেন্ট কারখানার গ্যাস সরবরাহের জন্য উৎপাদন শুরু করে। ৮ মে ১৯৮২ সালে কোম্পানি আইন ১৯১৩-এর আওতায় "সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড" কোম্পানি হিসেবে নিবন্ধিত হয় ও যাত্রা শুরু করে।[১] ১৯৮৬ সালের ২৩ ডিসেম্বর, কোম্পানিটি হরিপুরের ৭ নং কূপে বাংলাদেশের প্রথম তেল ক্ষেত্রটি আবিষ্কার করে। কোম্পানিটি সিলেট বিভাগের ৫ টি গ্যাসক্ষেত্রের জন্য দায়িত্বপ্রাপ্ত। ১ আগস্ট ২০০৯ সালে, কোম্পানিটি একটি কনডেনসেট প্লান্ট চালু করে।[২]

কোম্পানিটি আগস্ট ২০১৭ সালে এর কনডেনসেট প্ল্যান্টটি আরও বিকাশের জন্য ইন্দোনেশিয়ার পিটি ইস্তানা করং লাউট এবং এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের সাথে একটি চুক্তি স্বাক্ষর করে।

১১ এপ্রিল ২০১৯ সালে, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ লুৎফর রহমান সিলেটে তার সরকারী বাসভবনে আত্মহত্যা করেন।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড-এর পথ-পরিক্রমার ৩৫তম বর্ষে পদার্পনে কোম্পানি পরিচালনা পর্ষদের শুভকামনা"mpemr.gov.bd। ১৬ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২০ 
  2. "সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড"sgfl (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৯ 
  3. "সিলেট গ্যাস ফিল্ডের এমডির ঝুলন্ত লাশ"যুগান্তর। ১১ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২০