পরিকুণ্ড ঝর্ণা
অবয়ব
পরিকুণ্ড জলপ্রপাত (পরিকুণ্ড ঝর্ণা) | |
---|---|
অবস্থান | বড়লেখা, মৌলভীবাজার, বাংলাদেশ |
মোট উচ্চতা | প্রায় ১৫০ ফুট |
পরিকুণ্ড জলপ্রপাত, বা পরিকুণ্ড ঝর্ণা হলো বাংলাদেশের মৌলভীবাজার জেলার একটি প্রাকৃতিক জলধারা যেটি স্থানীয় পাহাড় থেকে প্রায় ১৫০ ফুট নিচে পতিত হচ্ছে। এর সন্নিকটেই সুপরিচিত “মাধবকুণ্ড জলপ্রপাত” অবস্থিত। [১][২]
অবস্থান
[সম্পাদনা]এটি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার কাঠালিয়া ইউনিয়নের “পাথারিয়া পাহাড়” (পূর্বনাম: আদম আইল পাহাড়) এ অবস্থিত। [১][২]
বর্ণনা
[সম্পাদনা]পরিকুন্ড জলপ্রপাত কিছুটা কম পরিচিত। মাধবকুন্ড ঝর্ণার চেয়ে পরিকুণ্ড কিছুটা নির্জন। শিবমন্দিরের বিপরীত দিকের ছড়া ধরে গেলে এই জলপ্রপাতের দেখা পাওয়া যায়। প্রায় ১৫০ ফুট উঁচু থেকে পাথরের খাড়া পাহাড় বেয়ে নেমে এসেছে ঝর্ণাটি। বর্ষামৌসুমে পরিকুন্ড ঝর্ণা পানিতে পূর্ণ থাকে।[১][২][৩]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ "পরিকুণ্ড জলপ্রপাত"। www.prothom-alo.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২১।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ গ "পরীকুন্ড জলপ্রপাত :: দৈনিক ইত্তেফাক"। archive.ittefaq.com.bd (Bengali ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২১।
- ↑ বেড়ানো: বর্ষায় মৌলভীবাজার, মুস্তাফিজ মামুন, কড়চা, দৈনিক ইত্তেফাক, ২৭ সেপ্টেম্বর ২০১১; সংগ্রহের তারিখ: ১১ অক্টোবর ২০১২।