হাওলি জমিদার বাড়ি

হাওলি জমিদার বাড়ি | |
---|---|
ধরন | প্রত্নতাত্ত্বিক নিদর্শন |
অবস্থান | তাহিরপুর, সুনামগঞ্জ |
অঞ্চল | সিলেট, বাংলাদেশ |
নির্মিত | ৯ম শতাব্দী |
হাওলি জমিদার বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জ জেলায় অবস্থিত একটি প্রাচীন স্থাপনা।[১][২] এটি ৯ম শতকে প্রাচীন লাউড় রাজ্যের রাজপ্রসাদ হিসাবে ব্যবহার করার জন্য রাজা বিজয় সিংহ কর্তৃক নির্মিত হয়।[১][৩]
ইতিহাস
[সম্পাদনা]সিলেটের সুনামগঞ্জ জেলার তাহিরপুুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের হলহলিয়া গ্রামটি এক কালে প্রাচীন লাউড় রাজ্যের রাজধানী ছিল।[২][৩] লাউড় রাজ্যের চতুসীমা ছিল পশ্চিমে ব্রহ্মপুত্র নদ, পূর্বে জৈন্তায়া, উত্তরে কামরুপ সীমান্ত ও দক্ষিণে বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত।[১][৪] বিলুপ্ত হয়ে যাওয়া এই লাউড় রাজ্যের প্রাচীন নিদর্শন হাওলি জমিদার বাড়িটি প্রকৃতপক্ষে ছিলো রাজবাড়ি।[১][৩] রাজা বিজয় সিংহ আজ থেকে প্রায় ১২’শ বছর পূর্বে এই বাড়িটি তৈরী করেন।[২][৩]
বিবরণ
[সম্পাদনা]এই রাজবাড়িটি ৩০ একর জমির ওপর প্রতিষ্ঠিত।[১][৩] তৎকালে নির্মিত এই রাজ বাড়িটিতে ছিল বন্দীশালা, সিংহদ্ধার, নাচঘর, দরবার হল, পুকুর ও সীমানা প্রাচীর যার কিয়দংশ আজ ১২শ বছর পরেও দৃশ্যমান রয়েছে।[২][৩][৪]
বর্তমান অবস্থা
[সম্পাদনা]প্রত্নতত্ত্ব অধিদপ্তর ২০১৮ হতে ২০২০ সাল অবধি হলহলিয়ারি হাওলী বা হাবেলী রাজবাড়িতে অনুসন্ধান ও উৎখনন পরিচালনা করে। ২০১৭ সালের ২০ নভেম্বর ও ২১ নভেম্বর পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্মতত্ত্ব বিভাগের দুজন শিক্ষক ও একদল শিক্ষার্থী গবেষক অধ্যাপক ডঃ অসিত বরণ পালের নেতৃত্বে এই হাওলি জমিদার বাড়ি সংরক্ষণ ও খননের লক্ষ্যে প্রাথমিক মাঠ জরিপ কার্য পরিচালনা করেন।[২][৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ ঘ ঙ "তাহিরপুরে বিলুপ্তির পথে লাউড় রাজ্যের প্রাচীন নিদর্শন"। দৈনিক জনতা অনলাইন। ১৬ জুন ২০১৭। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ গ ঘ ঙ "হাওলি জমিদার বাড়ি সংরক্ষণে মাঠ জরিপ"। সবুজ সিলেট অনলাইন। ২৩ নভেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ "হাওলি জমিদার বাড়ি সংরক্ষণে প্রাথমিক মাঠ জরিপ"। পরিবর্তন অনলাইন। ২২ নভেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ "প্রাচীন নিদর্শন সংরক্ষণে তাহিরপুরে প্রত্নতাত্ত্বিক দল"। দৈনিক সুনামগঞ্জের খবর অনলাইন। ২২ নভেম্বর ২০১৭। ২৬ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৭।