কালা পাহাড়
কালা পাহাড় | |
---|---|
![]() কালা পাহাড় | |
সর্বোচ্চ বিন্দু | |
উচ্চতা | ৩৩৪.৬৭ মিটার (১,০৯৮.০ ফুট) [১] |
স্থানাঙ্ক | ২৪°২৪′৩৫″ উত্তর ৯২°৪′৪৭″ পূর্ব / ২৪.৪০৯৭২° উত্তর ৯২.০৭৯৭২° পূর্ব [১] |
ভূগোল | |
অবস্থান | কুলাউড়া, মৌলভীবাজার, সিলেট বিভাগ |
মূল পরিসীমা | লংলা/ হারারগঞ্জ পাহাড় |
ভূতত্ত্ব | |
পর্বতের ধরন | পাহাড় |
কালা পাহাড় হচ্ছে বৃহত্তর সিলেটের সর্বোচ্চ বিন্দু বা চূড়া।[২][৩] এমনকি এটি বাংলাদেশের উত্তর অংশেরও সর্বোচ্চ বিন্দু। আজগরাবাদ চা বাগান থেকে এটি মাত্র ৪ কিলোমিটার দূরে অবস্থিত। এমনকি মৌলভীবাজারের জুরী উপজেলার রাজকি চা বাগান থেকেও এটি দেখা যায়।
অবস্থান
[সম্পাদনা]মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার রবির বাজারের নিকটে অবস্থিত এই স্থানটি আজগরাবাদ টি স্টেট থেকে মাত্র ৩-৪ ঘণ্টা হেঁটে যাওয়ার পথ। জুড়ী উপজেলার ফুলতলা বাজারের কাছে অবস্থিত রাজকি টি স্টেট থেকেও কালা পাহাড়ের চূড়ায় আরোহণ কর যায়। সমুদ্র পৃষ্ঠ থেকে কালা পাহাড়ের উচ্চতা ১,১০০ ফুট।[৪]
পরিচিতি
[সম্পাদনা]কালা পাহাড়ের পর্বতশ্রেণীকে স্থানীয় ভাষায় লংলা পাহাড়শ্রেণী নামে ডাকা হয়।[৫][৬] 'কালা পাহাড়' হচ্ছে সর্বোচ্চ চূড়ার স্থানীয় নাম। বাংলাদেশ জিওগ্রাফিক সোসাইটির মতে, এই পাহাড়টি 'হারারগঞ্জ পাহাড়' নামেও পরিচিত।[৫] দেশের উত্তর পূর্বাঞ্চলীয় এলাকায় অবস্থান করা এই পাহাড়ের ৬০% বাংলাদেশে পড়েছে এবং বাকি অংশ ভারতের উত্তর ত্রিপুরায় অবস্থিত। ত্রিপুরায় এই পাহাড়টির বাকি অংশ রঘুনন্দন পাহাড় নামে পরিচিত। ভারতের বিখ্যাত প্রাচীন প্রত্নতাত্ত্বিক ধর্মীয় স্থান, ঊনকোটি এই পাহাড়টির পাদদেশে অবস্থিত।[৫] শরৎকালে আকাশ পরিষ্কার হলে, কালা পাহাড়ের সর্বোচ্চ বিন্দু থেকে হাকালুকি হাওরয়ের (বাংলাদেশের বৃহত্তম হাওর) নীল পানি দেখা যায়। এই পাহাড় সংলগ্ন কিছু খাসিয়া স্থাপনা রয়েছে, যেমন- নুনছরা পুঞ্জি,পানাইছরা পুঞ্জি,পুটিছরা পুঞ্জি এবং বাইগঞ্ছরা পুঞ্জি। খাসিয়া ভাষায় 'গ্রামকে' 'পুঞ্জি' বলা হয়।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ http://www.wikiloc.com/wikiloc/imgServer.do?id=6999341
- ↑ "রোমাঞ্চকর কালা পাহাড়"। এনটিভি। জুলাই ৬, ২০১৯। সংগ্রহের তারিখ অক্টোবর ১৭, ২০২১।
- ↑ "সিলেটের সর্বোচ্চ বিন্দু কালা পাহাড়ের গল্প"। porjotonlipi। জুলাই ৩১, ২০১৭। এপ্রিল ১৫, ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১৯, ২০১৭।
- ↑ "কালাপাহাড়ের পথে"। সমকাল। মে ১১, ২০১৬। ডিসেম্বর ২৯, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ২০, ২০১৭।
- ↑ ক খ গ "সিলেটের কালাপাহাড়"। সমকাল। সেপ্টেম্বর ২৭, ২০১৮। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৪, ২০১৯।
- ↑ "রোমাঞ্চকর কালা পাহাড় ভ্রমণ"। জাগো নিউজ। এপ্রিল ৮, ২০১৯। সংগ্রহের তারিখ অক্টোবর ১৭, ২০২১।