লালু ভুলু
অবয়ব
লালু ভুলু | |
---|---|
পরিচালক | কামাল আহমেদ |
রচয়িতা | ইসমাইল মোহাম্মদ (সংলাপ) |
চিত্রনাট্যকার | ইসমাইল মোহাম্মদ |
কাহিনিকার | নীহাররঞ্জন গুপ্ত |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | সুবল দাস |
চিত্রগ্রাহক | অরুণ রায় |
প্রযোজনা কোম্পানি | অনুরাগ বাণীচিত্র |
পরিবেশক | অনুরাগ বাণীচিত্র |
মুক্তি | ২৫ ফেব্রুয়ারি ১৯৮৩[১] |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
লালু ভুলু ১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী বাংলা ভাষার নাট্য চলচ্চিত্র। ছায়াছবিটি পরিচালনা করেছেন কামাল আহমেদ।[২] এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাজ্জাক, শাবানা, গোলাম মুস্তাফা, আনোয়ার হোসেন, দিলারা ও দারাশিকো।[৩] চলচ্চিত্রটি ১৯৮৩ সালে দুইটি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।
কাহিনী সংক্ষেপ
[সম্পাদনা]শ্রেষ্ঠাংশে
[সম্পাদনা]- রাজ্জাক
- শাবানা
- গোলাম মুস্তাফা
- আনোয়ার হোসেন
- দিলারা
- দারাশিকো
- কায়েস
- ওয়াহিদা
- ফজলুর রহমান
- মতি
- মাস্টার শামীম
- মাস্টার ফরহাদ
- মাস্টার সোহেল
সঙ্গীত
[সম্পাদনা]লালু ভুলু চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন সুবল দাস। গীত রচনা করেছেন মাসুদ করিম।[৪] গানে এককভাবে কণ্ঠ দিয়েছেন খুরশিদ আলম।
গানের তালিকা
[সম্পাদনা]নং | গানের শিরোনাম | কণ্ঠশিল্পী | গানের দৈর্ঘ্য |
---|---|---|---|
১ | তোমরা যারা আজ আমাদের ভাবছ মানুষ কিনা | খুরশিদ আলম | ৩:১৯ |
২ | দোস্তি যদি চাও | খুরশিদ আলম | ৩:১৫ |
পুরস্কার
[সম্পাদনা]- শ্রেষ্ঠ পরিচালক - কামাল আহমেদ
- শ্রেষ্ঠ অভিনেতা - সোহেল
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Movie List 1983"। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "History of Bangladeshi Film [বাংলাদেশী চলচ্চিত্রের ইতিহাস]"। চলচ্চিত্র.কম। ৫ অক্টোবর ২০০৭। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৬।
- ↑ "রাজ্জাকের উল্লেখযোগ্য কিছু ছবি"। দৈনিক প্রথম আলো। ঢাকা, বাংলাদেশ। ২৬ জানুয়ারি ২০১২। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ রওশন আরা বিউটি (১২ জুন ২০১৪)। "অমর গানের অসামান্য স্রষ্টা মাসুদ করিম"। দৈনিক আজাদী। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]