লাল সবুজ
অবয়ব
লাল সবুজ | |
---|---|
পরিচালক | শহীদুল ইসলাম খোকন |
রচয়িতা | শহীদুল ইসলাম খোকন |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | মিল্টন খন্দকার |
চিত্রগ্রাহক | হাসান আহমেদ |
সম্পাদক | চিশতী জামাল |
প্রযোজনা কোম্পানি | ইমপ্রেস টেলিফিল্ম ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল |
পরিবেশক | ইমপ্রেস টেলিফিল্ম |
মুক্তি |
|
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
লাল সবুজ শহীদুল ইসলাম খোকন রচিত ও পরিচালিত ২০০৫ সালের বাংলাদেশী থ্রিলারধর্মী নাট্য চলচ্চিত্র। চলচ্চিত্রটি প্রযোজনা করে ইমপ্রেস টেলিফিল্ম ও ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, সিমলা, সেলিম হায়দার, শামীমা ইসলাম তুষ্টি, ও সালাউদ্দিন লাভলু। মাহফুজ এই চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।[১]
অভিনয়শিল্পীদল
[সম্পাদনা]- মাহফুজ আহমেদ - তুহিন মাহমুদ সবুজ
- সিমলা - নীলা
- সেলিম হায়দার - সোহেল মাহমুদ লাল
- শামীমা ইসলাম তুষ্টি - সোনালী
- সালাউদ্দিন লাভলু - কামরান মির্জা / রাঙ্গা মামা
- প্রবীর মিত্র - লাল ও সবুজের বাবা
- খালেদা আক্তার কল্পনা - আয়েশা, লাল ও সবুজের মা
- সিরাজ হায়দার - ওসি নূর ইসলাম
- অলক মৈত্র - এমপি
- চ্যালেঞ্জার - সোহরাব হোসেন
- প্রাণ রায় - কিসমত
- জ্যাকি আলমগীর - নীলার মামা
- শিবা সানু - মাইঝ্যা ভাই
- ফকিরা
সঙ্গীত
[সম্পাদনা]চলচ্চিত্রটির সুর ও সঙ্গীতায়োজন এবং গীত রচনা করেছেন মিল্টন খন্দকার। গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর, সুবীর নন্দী, কুমার বিশ্বজিৎ, মনির খান, ও বেবী নাজনীন এবং আসিফ আকবর।
গানের তালিকা
[সম্পাদনা]সকল গানের গীতিকার মিল্টন খন্দকার; সকল গানের সুরকার মিল্টন খন্দকার।
নং. | শিরোনাম | কণ্ঠশিল্পী(গণ) | দৈর্ঘ্য |
---|---|---|---|
১. | "সবুজের বুকে লাল" | আসিফ আকবর | ৬:০১ |
২. | "দিয়াশলাই থেকে আলো জ্বেলে" | ||
৩. | "ফাগুন এতো রঙিন হয়" | মনির খান |
পুরস্কার ও মনোনয়ন
[সম্পাদনা]পুরস্কার | বিভাগ | মনোনীত | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|
৩০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ অভিনেতা | মাহফুজ আহমেদ | বিজয়ী | [২] |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ সারওয়াত, নাদিয়া (২৫ অক্টোবর ২০০৮)। "National Film Awards generate enthusiasm"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২১।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)" (পিডিএফ)। এফডিসি। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। পৃষ্ঠা ১৭।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে লাল সবুজ (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে লাল সবুজ