লাল সবুজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লাল সবুজ
পরিচালকশহীদুল ইসলাম খোকন
রচয়িতাশহীদুল ইসলাম খোকন
শ্রেষ্ঠাংশে
সুরকারমিল্টন খন্দকার
চিত্রগ্রাহকহাসান আহমেদ
সম্পাদকচিশতী জামাল
প্রযোজনা
কোম্পানি
ইমপ্রেস টেলিফিল্ম
ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল
পরিবেশকইমপ্রেস টেলিফিল্ম
মুক্তি
  • ২০০৫ (2005)
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

লাল সবুজ শহীদুল ইসলাম খোকন রচিত ও পরিচালিত ২০০৫ সালের বাংলাদেশী থ্রিলারধর্মী নাট্য চলচ্চিত্র। চলচ্চিত্রটি প্রযোজনা করে ইমপ্রেস টেলিফিল্ম ও ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, সিমলা, সেলিম হায়দার, শামীমা ইসলাম তুষ্টি, ও সালাউদ্দিন লাভলু। মাহফুজ এই চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।[১]

অভিনয়শিল্পীদল[সম্পাদনা]

সঙ্গীত[সম্পাদনা]

চলচ্চিত্রটির সুর ও সঙ্গীতায়োজন এবং গীত রচনা করেছেন মিল্টন খন্দকার। গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর, সুবীর নন্দী, কুমার বিশ্বজিৎ, মনির খান, ও বেবী নাজনীন

গানের তালিকা[সম্পাদনা]

সকল গানের গীতিকার মিল্টন খন্দকার; সকল গানের সুরকার মিল্টন খন্দকার

নং.শিরোনামকণ্ঠশিল্পী(গণ)দৈর্ঘ্য
১."সবুজের বুকে লাল"আসিফ আকবর৬:০১
২."দিয়াশলাই থেকে আলো জ্বেলে"  
৩."ফাগুন এতো রঙিন হয়"মনির খান 

পুরস্কার ও মনোনয়ন[সম্পাদনা]

পুরস্কার বিভাগ মনোনীত ফলাফল সূত্র
৩০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতা মাহফুজ আহমেদ বিজয়ী [২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. সারওয়াত, নাদিয়া (২৫ অক্টোবর ২০০৮)। "National Film Awards generate enthusiasm"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২১ 
  2. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)" (পিডিএফ)এফডিসিবাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। পৃষ্ঠা ১৭। 

বহিঃসংযোগ[সম্পাদনা]