অজান্তে
অবয়ব
অজান্তে | |
---|---|
পরিচালক | দিলীপ বিশ্বাস |
প্রযোজক | গায়ত্রী বিশ্লাস |
রচয়িতা | কমল সরকার |
শ্রেষ্ঠাংশে | আলমগীর শাবানা সোহেল রানা সুচরিতা রিয়াজ সোনিয়া ইমরান কাঞ্চি এটিএম শামসুজ্জামান অমল বোস |
সুরকার | সত্য সাহা |
চিত্রগ্রাহক | আবুল খায়ের |
সম্পাদক | আমিনুল ইসলাম মিন্টু |
পরিবেশক | গীতি চিত্রকথা |
মুক্তি | ১৯৯৬ |
স্থিতিকাল | ১৪৮ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা ভাষা |
অজান্তে এটি ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেছেন প্রখ্যাত চলচ্চিত্রকার দিলীপ বিশ্বাস।[১] কমল সরকারের লেখা পারিবারিক গল্পের এই ছবিটি প্রযোজনা করেছেন গায়ত্রী বিশ্লাস। ছবিটির উল্লেখযোগ্য ভুমিয়ায় অভিনয় করেছেন আলমগীর, শাবানা, সোহেল রানা, সুচরিতা, রিয়াজ,[১] সোনিয়া, ইমরান, কাঞ্চি, এটিএম শামসুজ্জামান, অমল বোস, আরিফুল হক ও দিলদার।
শ্রেষ্ঠাংশে
[সম্পাদনা]- আলমগীর - মির্জা শাহরিয়ার
- শাবানা - কাজল
- সোহেল রানা - আসাদ
- সুচরিতা - আশা
- রিয়াজ - মির্জা আশিক
- সোনিয়া - তিথি
- ইমরান - বর্ষণ (তানভির আহমেদ)
- কাঞ্চি - তিথি'র বোন
- দিলদার - সুন্দর আলী
- আরিফুল হক - তাহের আহমেদ
- এটিএম শামসুজ্জামান - মির্জা মোহর আলী
- অমল বোস - আকবর
সঙ্গীত
[সম্পাদনা]অজান্তে ছবির সঙ্গীত রচনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার এবং সঙ্গীত পরিচালনা করেন সত্য সাহা। কণ্ঠশিল্পীরা ছিলেন কুমার শানু, অণুরাধা পাড়োয়ান, অভিজিৎ, কবিতা কৃষ্ণমূর্তি, মোহাম্মদ আজিজ ও সাধনা সারগম।
সম্মাননা
[সম্পাদনা]জাতীয় চলচ্চিত্র পুরস্কার
[সম্পাদনা]- বিজয়ী শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা - সোহেল রানা[২]
- বিজয়ী শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা - দিলীপ বিশ্বাস
- বিজয়ী শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক - সত্য সাহা
- বিজয়ী শ্রেষ্ঠ গীতিকার - গাজী মাজহারুল আনোয়ার
- বিজয়ী শ্রেষ্ঠ চিত্র সম্পাদক - আমিনুল ইসলাম মিন্টু[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ বিনোদন প্রতিদিন (অক্টোবর ২১, ২০১০)। "রিয়াজ"। দৈনিক ইত্তেফাক। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৩, ২০১২।
- ↑ স্টাফ রিপোর্টার: (১০ অক্টোবর ২০১১)। "তারকার ডায়েরি"। দৈনিক মানবজমিন। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১২।
- ↑ glitz.bdnews24.comচার দশকে আমাদের সেরা চলচ্চিত্রগুলো ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৮ ডিসেম্বর ২০১২ তারিখেরাশেদ শাওন
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে অজান্তে (ইংরেজি) - এ