সাইমন সাদিক
সাইমন সাদিক | |
---|---|
জন্ম | সাদিক মোহাম্মদ সাইমন ৩০ আগস্ট ১৯৮৫ কলাপাড়া, কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ জেলা, বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশি |
পেশা |
|
কর্মজীবন | ২০১২—বর্তমান |
উল্লেখযোগ্য কর্ম | জ্বি হুজুর পোড়ামন এর বেশি ভালোবাসা যায় না জান্নাত লাইভ |
দাম্পত্য সঙ্গী | দীপা সাদিক (বি. ২০১৪) |
সন্তান | ২ |
পুরস্কার | জাতীয় চলচ্চিত্র পুরস্কার (২০১৮) |
সাইমন সাদিক (জন্ম: ৩০ আগস্ট ১৯৮৫) একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা। ২০১২ সালে পরিচালক জাকির হোসেন রাজু পরিচালিত জ্বি হুজুর চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলাদেশী চলচ্চিত্রে তার আগমন ঘটে। এরপরের বছর জাকির হোসেন রাজু পরিচালিত পোড়ামন (২০১৩) চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন এবং বায়োস্কোপ বর্ষসেরা পুরস্কার লাভ করেন। ২০১৮ সালে তিনি মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত জান্নাত চলচ্চিত্রে অভিনয়ে করে শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।[২][৩][৪]
সাইমন অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে জ্বি হুজুর (২০১২), পোড়ামন (২০১৩), এর বেশি ভালোবাসা যায় না (২০১৩), তুই শুধু আমার (২০১৪), তোমার কাছে ঋণী (২০১৪), স্বপ্ন ছোঁয়া (২০১৪), অ্যাকশন জেসমিন (২০১৫), ব্ল্যাক মানি (২০১৫), চুপি চুপি প্রেম (২০১৫), মাটির পরী (২০১৬), পুড়ে যায় মন (২০১৬), অজান্তে ভালোবাসা (২০১৬), চোখের দেখা (২০১৬), মায়াবিনী (২০১৭), জল শ্যাওলা (২০১৭), তুই আমার (২০১৭), খাস জমিন (২০১৭), ১৬ আনা প্রেম (২০১৭), জান্নাত (২০১৮), মাতাল (২০১৮), লাইভ (২০২২), লাল শাড়ি (২০২৩), শেষ বাজি (২০২৪)।
প্রাথমিক জীবন
[সম্পাদনা]সায়মন ১৯৮৫ সালের ৩০ আগস্ট বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ সদর অবস্থিত কলাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশব কাটে কিশোরগঞ্জ সদরে। কিশোরগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন। তিনি স্যাটেলাইট চ্যানেল এনটিভি আয়োজিত "সুপার হিরো সুপার হিরোইন" অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বৈবাহিক জীবন
[সম্পাদনা]তিনি ৯ বছর প্রেমের পর ২০১৪ সালের ২৩ ডিসেম্বর বিয়ে করেন, তার স্ত্রীর নাম দীপা সাদিক। তাদের দু’সন্তান রয়েছে।[৫]
চলচ্চিত্র জীবন
[সম্পাদনা]সাইমন ২০১২ সালে পরিচালক জাকির হোসেন রাজুর জ্বী হুজুর চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ২০১৩ সালে পোড়ামন ছবিতে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পান।[৬] এর পরের বছর তিনি এর বেশি ভালবাসা যায় না চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১৪ সালে মুক্তি পায় রাজু চৌধুরী পরিচালিত তুই শুধু আমার, এবং শফিক হাসানের স্বপ্নছোঁয়া। পরের বছর অভিনয় করেন মোস্তাফিজুর রহমান মানিকের "ইটিশ পিটিশ প্রেম" চলচ্চিত্রে, কিন্তু সেন্সরবোর্ডের আপত্তি থাকায় নামটি পরিবর্তন করে চুপি চুপি প্রেম নামে মুক্তি দেওয়া হয়।[৭] ২০১৬ সালে মুক্তি পায় মাটির পরী, পুড়ে যায় মন এবং অজান্তে ভালোবাসা। অপূর্ব-রানা পরিচালিত পুড়ে যায় মন সায়মন-পরীমনি জুটির প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র।[৮] তারা প্রথম একসঙ্গে অভিনয় করেন রানা প্লাজার দুর্ঘটনা নিয়ে নির্মিত রানা প্লাজা চলচ্চিত্রে, কিন্তু অনেক দৃশ্য বাদ দিয়ে সেন্সরবোর্ডের অনুমতি পেলেও হাইকোর্টের নিষেদাজ্ঞার কারণে ছায়াছবিটি এখনো মুক্তি পায় নি।[৯] এছাড়া অভিনয় করছেন ও মুক্তির অপেক্ষায় আছে এ জে রানার তোমার জন্য পরাণ কান্দে, মিজানুর রহমান শামীমের ধ্বংস মানব, এফ আই মানিকের সারপ্রাইজ, শাহীন সুমনের প্রবাসী ডন ও মিয়া বিবি রাজি,[১০] পি এ কাজলের মায়াময় ও চোখের দেখা,[১১][১২] মোস্তাফিজুর রহমান মানিকের প্রেম বলে কিছু নেই,[১৩] এবং দেবাশীষ বিশ্বাসের মন জ্বলে,[১৪] চলচ্চিত্রে। এছাড়া আকাশ আচার্য পরিচালিত ভৌতিক চলচ্চিত্র মায়াবিনী-এ অভিনয় করছেন।[১৫] ২০১৮ সালের ঈদুল আযহায় জান্নাত চলচ্চিত্রে তাকে মাহিয়া মাহীর বিপরীতে দেখা যায়।[১৬] "জান্নাত" চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য ২০১৮ সালে শ্রেষ্ট অভিনেতা ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
সমালোচনা
[সম্পাদনা]২০২৪ সালে সংঘটিত কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-জনতার উপর স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দমন-পীড়ন চলাকালে সরকারের পক্ষে অবস্থান নিয়েছিলেন সাইমন সাদিক। আন্দোলন চলাকালীন সময়ে সাইমন সাদিক সহ স্বৈরাচার আওয়ামী পন্থী শিল্পীদের একাংশ চিত্রনায়ক ফেরদৌসের নেতৃত্বে হোয়াটসঅ্যাপে 'আলো আসবেই' নামের একটি গ্রুপে আন্দোলনের বিরুদ্ধে সক্রিয় ছিলেন।[১৭][১৮] অসহযোগ আন্দোলন পরবর্তী সময়ে ৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঐ হোয়াটসঅ্যাপ গ্রুপ সংশ্লিষ্ট কিছু স্ক্রিনশট ছড়িয়ে পড়ে।[১৯][২০]
চলচ্চিত্রের তালিকা
[সম্পাদনা]যে চলচ্চিত্রগুলি এখনও মুক্তি পায়নি সেগুলো সম্বোধন করে |
বছর | চলচ্চিত্র | ভূমিকা | পরিচালক | টীকা |
---|---|---|---|---|
২০১২ | জ্বী হুজুর | আব্দুর রহমান | জাকির হোসেন রাজু | প্রথম চলচ্চিত্র |
২০১৩ | পোড়ামন | সুজন | জাকির হোসেন রাজু | মনোনীত — বায়োস্কোপ বর্ষসেরা শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা [২১] |
এর বেশি ভালবাসা যায় না | রবি | জাকির হোসেন রাজু | ||
২০১৪ | তোমার কাছে ঋণী | রাজু | শাহাদাত হোসেন লিটন | |
তুই শুধু আমার | শুভ | রাজু চৌধুরী | ||
স্বপ্ন ছোঁয়া | শক্তি | শফিক হাসান | ||
২০১৫ | অ্যাকশন জেসমিন | ইন্সপেক্টর আকাশ | ইফতেখার চৌধুরী | |
ব্ল্যাক মানি | শ্রাবণ | সাফি উদ্দিন সাফি | ||
চুপি চুপি প্রেম | রবি/রতন/রহমান "ত্রিপল আর" | মোস্তাফিজুর রহমান মানিক | ||
২০১৬ | মাটির পরী | শুভ | সায়মন তারিক | |
পুড়ে যায় মন | সূর্য | অপূর্ব-রানা | ||
অজান্তে ভালোবাসা | প্রেম | এ. জে. রানা | এছাড়াও গীতিকার "অজান্তে ভালোবাসা" টাইটেল গানের[২২] | |
চোখের দেখা | সাদমান | পি. এ. কাজল | ||
২০১৭ | মায়াবিনী | প্রেম | আকাশ আচার্য্য | |
জল শ্যাওলা | আবির | জেসমিন আক্তার নদী | ||
তুই আমার | সাইমন | সজল আহমেদ | ||
১৬ আনা প্রেম | অমিত | আলী আজাদ | ||
খাস জমিন | রবি | সারোয়ার হোসেন | ||
২০১৮ | জান্নাত | আসলাম/ইফতেখার | মোস্তাফিজুর রহমান মানিক | বিজয়ী — জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে |
মাতাল | রানা | শাহীন-সুমন | ||
২০২২ | লাইভ | মিলন বিশ্বাস | শামীম আহমেদ রনি | |
২০২৩ | লাল শাড়ি | রাজু | বন্ধন বিশ্বাস | |
২০২৪ | শেষ বাজি | শাহেদ | মেহেদী হাসান | [২৩] |
মায়া : দ্য লাভ | জসিম উদ্দিন জাকির | |||
আসন্ন | আনন্দ অশ্রু | ফরহাদ | মোস্তাফিজুর রহমান মানিক | মুক্তির অপেক্ষায় |
নদীর বুকে চাঁদ | চাঁদ | শওকত হাসান | মুক্তির অপেক্ষায় | |
নরসুন্দরী | হাকিম | শামীম আহমেদ রনি | মুক্তির অপেক্ষায় | |
জল রঙ | আলাল | অপূর্ব-রানা | মুক্তির অপেক্ষায় | |
দায়মুক্তি | ঘোষিত হবে | বদিউল আলম খোকন | মুক্তির অপেক্ষায় | |
আমার মা আমার বেহেশত | ঘোষিত হবে | বদিউল আলম খোকন | নির্মাণ হচ্ছে | |
গ্যাংস্টার | ঘোষিত হবে | শাহীন-সুমন | নির্মাণ হচ্ছে | |
কাজের ছেলে | ঘোষিত হবে | মনতাজুর রহমান আকবর | নির্মাণ হচ্ছে | |
আর্তনাদ | ঘোষিত হবে | জাকির হোসেন রাজু | নির্মাণ হচ্ছে | |
হাহাকার | ঘোষিত হবে | মোস্তাফিজুর রহমান মানিক | নির্মাণ হচ্ছে | |
চাদর | ঘোষিত হবে | জাকির হোসেন রাজু | নির্মাণ হচ্ছে | |
প্রেমকাব্য | ঘোষিত হবে | রাজু আহাম্মেদ | নির্মিত হচ্ছে[২৪] | |
ডোডোর গল্প | ফটোগ্রাফার রায়হান | রেজা ঘটক | ঘোষিত হয়েছে[২৫] | |
ঘোষিত হবে | ফুল – দ্য ফ্লাওয়ার | ঘোষিত হবে | মোস্তাফিজুর রহমান মানিক | ঘোষিত হয়েছে[২৬] |
ঘোষিত হবে | নিতুর জন্য | ঘোষিত হবে | মোস্তাফিজুর রহমান মানিক | ঘোষিত হয়েছে |
ঘোষিত হবে | ফ্রিল্যান্সার | ঘোষিত হবে | মিজানুর রহমান মিজান | ঘোষিত হয়েছে[২৭] |
শর্ট ফিল্ম
[সম্পাদনা]বছর | চলচ্চিত্র | ভূমিকা | পরিচালক | টীকা |
---|---|---|---|---|
২০১৯ | জীবন থেকে পাওয়া | জয় | সাইদুর রহমান সজল | প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র |
গীতিকার
[সম্পাদনা]বছর | শিরোনাম | চলচ্চিত্র | টীকা | সূত্র |
---|---|---|---|---|
২০১৬ | "অজান্তে ভালোবাসা" | অজান্তে ভালোবাসা | [২৮] | |
২০২১ | "বায়া দে" | — | নির্বাচনের গান | [১] |
মুক্তি পায়নি যেসব চলচ্চিত্র
[সম্পাদনা]বছর | চলচ্চিত্র | চরিত্র | পরিচালক | টীকা |
---|---|---|---|---|
(মুক্তি পায়নি) | ধ্বংস মানব | মিজানুর রহমান শামীম | ||
মায়াময় | পি. এ. কাজল | |||
রানা প্লাজা | টিটু | নজরুল ইসলাম খান | ||
তোমার জন্য মন কাঁদে | এ. জে. রানা | |||
প্রবাসী ডন | শাহীন-সুমন | |||
ভুলতে পারিনা তারে | জাকির হোসেন রাজু | |||
প্রেম বলে কিছু নেই | মোস্তাফিজুর রহমান মানিক | |||
ফলো মি | রাজু চৌধুরী | |||
মন জ্বলে | দেবাশীষ বিশ্বাস | |||
বাহাদুরি | শফিক হাসান | |||
গোপন সংকেত | তাজুল ইসলাম | |||
এতো প্রেম এতো মায়া | মোস্তাফিজুর রহমান মানিক | |||
ওপারে চন্দ্রাবতী | রফিক শিকদার | |||
ভালোবাসি হয়নি বলা | মোস্তাফিজুর রহমান মানিক | |||
পাথরের মন | ছটকু আহমেদ |
টেলিভিশন
[সম্পাদনা]টেলিভিশন উপস্থিতি
[সম্পাদনা]সাল | শিরোনাম | চ্যানেল | পর্ব | উপস্থিতি | সূত্র |
---|---|---|---|---|---|
২০১৭ | সেলিব্রেটি টক শো "আলাপ" | বৈশাখী টিভি | একক পর্ব | অতিথি হিসেবে উপস্থিত | [২৯] |
২০১৮ | সেলিব্রেটি শো স্টার কুইজ | একুশে টিভি | একক পর্ব | অতিথি (তমা মির্জার সাথে) | [৩০] |
প্রিয় তমার প্রিয় মুখ | দেশ টিভি | একক পর্ব | অতিথি | [৩১] | |
২০১৯ | প্রিয়মুখ | বৈশাখী টিভি | ০৭ নং পর্ব | অতিথি | [৩২] |
আমার আমি | বাংলাভিশন | ৬১৮ নং পর্ব | অতিথি (তমা মির্জার সথে) | [৩৩] | |
কথাবার্তা সাইমন সাদিকের সাথে | ছায়াছন্দ টিভি | একক পর্ব | অতিথি | [৩৪] | |
জাগো তারকা | জাগো নিউজ | ৬ নং পর্ব | অতিথি | [৩৫] | |
২০২০ | তারকা কথন | চ্যানেল আই | একক পর্ব | অতিথি (মোস্তাফিজুর রহমান মানিকের সাথে) | [৩৬] |
২০২১ | রূপ কথা | মাছরাঙা টিভি | ৩৫০ নং পর্ব | অতিথি | [৩৭] |
পূর্ণিমার আলো | দেশ টিভি | একক পর্ব | অতিথি (তার স্ত্রী দীপা সাদিকের সাথে) | [৩৮] | |
২০২২ | প্রিয়ার প্রিয়জন | দেশ টিভি | ঈদ স্পেশাল | অতিথি (প্রার্থনা ফারদিন দীঘির সাথে) | [৩৯] |
বিনোদন সারাদিন | মাছরাঙা টিভি | লাইভ সিনেমার প্রোমোটিং | অতিথি | [৪০] | |
সালমান শাহ স্মরণে সাইমন সাদিক | সময় টিভি | একক পর্ব | অতিথি | [৪১] | |
২০২৩ | স্বল্পদৈর্ঘ্য গল্প | নিউজ ২৪ | একক পর্ব | অতিথি | [৪২] |
সেলিব্রেটি ব্যাটল | এসএ টিভি | একক পর্ব | অতিথি (আইরিন সুলতানা, রোশান এবং তমা মির্জার সাথে) | [৪৩] | |
১৩টি প্রশ্ন | চ্যানেল আই | ৪০ নং পর্ব | অতিথি | [৪৪] | |
কালারস্ ২৪ | চ্যানেল ২৪ | একক পর্ব | অতিথি (অপু বিশ্বাসের সাথে) | [৪৫] | |
স্টার টক | বিজয় টিভি | ঈদ স্পেশাল; লাল শাড়ি চলচ্চিত্রের প্রচারে | অতিথি (অপু বিশ্বাস এর সাথে) | [৪৬] | |
খেলায় আড্ডায় ঈদ আনন্দ | দেশ টিভি | একক পর্ব; লাল শাড়ি চলচ্চিত্রের প্রচারে | অতিথি (অপু বিশ্বাস এর সাথে) | [৪৭] | |
তারায় তারায় | নাগরিক টিভি | একক পর্ব | অতিথি (অপু বিশ্বাস এর সাথে) | [৪৮] | |
আমার আমি | বাংলাভিশন | ৭৪২ নং পর্ব | অতিথি | [৪৯] |
পুরস্কার ও মনোনয়ন
[সম্পাদনা]বছর | পুরস্কার | বিভাগ | চলচ্চিত্র | ফলাফল | টীকা |
---|---|---|---|---|---|
২০১৩ | বায়োস্কোপ বর্ষসেরা | শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা | পোড়ামন | মনোনীত | [৫০] |
বায়োস্কোপ বর্ষসেরা | শ্রেষ্ঠ জুটি (মাহিয়া মাহী-এর সাথে) | মনোনীত | |||
২০১৪ | ঢাকা এজেন্সী মডেল এ্যাওয়ার্ড- ২০১৪ | নতুন প্রজন্মের সেরা অভিনয় শিল্পী | — | মনোনীত | [৫১] |
২০১৬ | বাবিসাস অ্যাওয়ার্ড | বৈশিষ্ট্যযুক্ত অভিনেতা (পুরুষ) | — | মনোনীত | [৫২] |
২০১৭ | এজেএফবি স্টার পুরস্কার | সেরা চলচ্চিত্র অভিনেতা | — | মনোনীত | |
২০১৯ | বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার | সেরা চলচ্চিত্র অভিনেতা | জান্নাত | বিজয়ী | [৫৩] |
এজে এফ বি স্টার চলচ্চিত্র পুরস্কার | বিজয়ী | [৫৪] | |||
২০২২ | ঈদ বিউটি ফ্যাশন অ্যাওয়ার্ড & এক্সপো- ২০২২ | ফ্যাশন সো | — | মনোনীত | [৫৫] |
কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী পুরস্কার | সেরা চলচ্চিত্র অভিনেতা | — | বিজয়ী | [৫৬] | |
২০২৩ | গল্পওয়ালা অনারারি এ্যাওয়ার্ড & ফ্যাশন শো | সেরা চলচ্চিত্র অভিনেতা | — | বিজয়ী | [৫৭] |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ citynewsdhaka.com। "গান লিখলেন সাইমন সাদিক"। citynewsdhaka.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-০১।
- ↑ আনন্দনগর প্রতিবেদক (২৭ আগস্ট ২০১৩)। "মুখোমুখি আরজু-সায়মন"। দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৬।
- ↑ "'জান্নাত' ছবিতে সাইমন-মাহি"। এনটিভি। ২০১৮-০৮-২৩। সংগ্রহের তারিখ ২০২২-১১-০৪।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পর নতুন সিনেমা নিয়ে সাইমন সাদিক"। নয়া দিগন্ত। সংগ্রহের তারিখ ২০২২-১১-০৪।
- ↑ প্রতিবেদক, নিজস্ব। "বিয়ে ও সন্তানের কথা গোপন করেছিলেন সাইমন"। Prothomalo। সংগ্রহের তারিখ ২০২১-০৮-২৮।
- ↑ "গল্প গানে পোড়ামন..."। দৈনিক ইত্তেফাক। ২৩ মে ২০১৩। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৬।
- ↑ "সায়মন-প্রিয়ন্তীর চুপি চুপি প্রেম"। মিডিয়া খবর। ২৯ মার্চ ২০১৫। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "এই প্রথম দর্শক দেখবে সায়মন-পরী রসায়ন"। মিডিয়া কথা। ২১ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "'রানা প্লাজা' প্রদর্শনিতে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত স্থিতাবস্থা"। দৈনিক নয়া দিগন্ত। ১০ সেপ্টেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৬।
- ↑ তানজিল আহমেদ জনি (২১ নভেম্বর ২০১৪)। "ইন্ডাস্ট্রি বড় বেশি কমার্শিয়াল: সায়মন"। বিডিনিউজ। ২০ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৬।
- ↑ "সায়মন-অহনার 'চোখের দেখা'"। দৈনিক জনকণ্ঠ। ১৭ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৬।
- ↑ "ভাল ছবির অপেক্ষায় সায়মন সাদিক"। প্রিয় নিউজ। ১২ এপ্রিল ২০১৫। ৬ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৬।
- ↑ "সায়মনের 'প্রেম বলে কিছু নেই'"। বাংলানিউজ। ১৮ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় সাইমন-পরীর নতুন রসায়ন"। মিডিয়া কথা। ২৪ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ মাজহার বাবু (২৫ জানুয়ারি ২০১৬)। "ভূতের ছবি করছেন সায়মন"। এনটিভি অনলাইন। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৬।
- ↑ "'জান্নাত' ছবিতে সাইমন-মাহি"। এনটিভি অনলাইন (ইংরেজি ভাষায়)। ২৩ আগস্ট ২০১৮। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০১৮।
- ↑ "আন্দোলন নিয়ে আওয়ামীপন্থী শিল্পীদের কথোপকথন ভাইরাল"। প্রথম আলো। ৩ সেপ্টেম্বর ২০২৪। ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "আন্দোলনে ছাত্রদের ওপর গরম পানি ঢালতে বলেন অরুণা বিশ্বাস!"। ভোরের কাগজ। ৩ সেপ্টেম্বর ২০২৪। ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "ছাত্রদের ওপর গরম পানি ঢালতে বলেন অরুণা বিশ্বাস!"। বাংলা নিউজ ২৪। ৩ সেপ্টেম্বর ২০২৪। ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "ছাত্রদের ওপর 'গরম পানি' ঢেলে দিতে বলেন কয়েকজন শিল্পী"। দৈনিক ইত্তেফাক। ৩ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ আর হোসেন (১৪ জুন ২০১৩)। "মুক্তি পেয়েছে 'পোড়ামন'"। দৈনিক আমার দেশ। ২৮ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৬।
- ↑ "'অজান্তে ভালোবাসা' ছবির টাইটেল গান লিখলেন অভিনেতা সাইমন"। প্রিয়.কম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১১-০৩।
- ↑ Editor, Sub News (২০২৩-০৫-২০)। "দৈনিক ভোরের চেতনা"। দৈনিক ভোরের চেতনা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-২২।
- ↑ নিউজ, সময়। "সাইমন-মৌর 'প্রেমকাব্য' | বিনোদন"। Somoy News। সংগ্রহের তারিখ ২০২৩-০১-২৬।
- ↑ khabor, bangla (২০২৩-০৯-১৮)। "ডোডোর গল্প নিয়ে শুটিংয়ে নামছেন পরী মণি | বাংলা খবর বিডি"। বাংলা খবর (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২২।
- ↑ "মানিকের তিন ছবিতে সাইমন"। আজকের পত্রিকা। ২০২১-১০-১৮। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০১।
- ↑ Pratidin, Bangladesh (২০২৩-০৫-২৫)। "'ফ্রিল্যান্সার' ছবিতে দুই নায়ক এক নায়িকা"। বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-২৯।
- ↑ "এবার গান লিখলেন সাইমন"। banglanews24.com। ২০১৪-০২-০৪। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-০১।
- ↑ "Symon Sadik With Pariha | Celebrity Talk Show | Alap"।
- ↑ "Star Quiz Show || Toma Mirza and Symon Sadik || 22 June 2018 || ETV Entertainment"।
- ↑ "সায়মন সাদিক। প্রিয়তমার মুখ প্রিয় মুখ। দেশ টিভি"।
- ↑ "Priomukh - প্রিয়মুখ | Celebrity Interview - Actor Saimon Sadik | EP- 07 অতিথিঃ চিত্রনায়ক সায়মন সাদিক"।
- ↑ "Amar Ami | Symon Sadik | Toma Mirza | Mithila | Sajjad Hussain | BV Program | EP 618"।
- ↑ "In Conversation with Dhallywood Star Saymon Sadik | Interview | ছায়াছন্দ TV"।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে প্রশ্নের মুখে সাইমন | জাগো তারকা | EP-06 | Jagonews24.com"।
- ↑ "Taroka Kathon | Celebrity Show | Symon Sadik | Mostafizur Rahman Manik | Channel i Shows"।
- ↑ "অনেক যত্ন করেও চুল ধরে রাখতে পারছি না | Symon Sadik | Rup Kotha | Ep 350 | Maasranga Program"।
- ↑ "সাইমন সাদিক ও দীপা সাদিক এবং পূর্ণিমা। পূর্ণিমার আলো। Desh Tv"।
- ↑ "Symon Sadik- Dighi | Full episode | সায়মন-দিঘী | পিয়ার প্রিয়জন | Eid Special | Desh TV"।
- ↑ "৪ বছর পর মুক্তি পাচ্ছে নায়ক সাইমন এর ছবি | Symon Sadik | Live Movie | Binodon Saradin"।
- ↑ "সালমান শাহ স্মরণে সাইমন সাদিক | Symon Sadik | Salman Shah | Bangladeshi Film Actor | Somoy TV"।
- ↑ "কাজ করতে গিয়ে কেমন বাধায় পরতে হয় সায়মনকে? | Symon Sadik | Celebrity Talk Show | News24"।
- ↑ "সেলিব্রেটিদের প্রশ্ন উত্তরের লড়াই! | Symon Sadik | Toma Mirza | Airin Sultana | Ziaul Roshan | SATV"।
- ↑ "১৩টি প্রশ্ন | পর্ব ৪০ | Symon Sadik | Shahriar Nazim Joy | Channel i Shows"।
- ↑ "অপু | সাইমন | Colors 24 | 30 June 2023 | Channel 24 Entertainment"।
- ↑ "স্টার টক । Star Talk । Apu Biswas । Symon Sadik । Doyel Mash । Bijoy tv"।
- ↑ "ঈদ আনন্দ আড্ডায় সাইমন সাদিক ও অপু বিশ্বাস | Symon Sadik | Apu Biswas | Full Episode | Desh TV"।
- ↑ "নাগরিক টেলিভিশনের বিশেষ আয়োজন তারায় তারায় | Taray Taray | Nagorik Binodon | Nagorik TV"।
- ↑ "Amar Ami | আমার আমি | Symon Sadik | Sarika | Celebrity Talk Show | Ep 782 | Banglavision"।
- ↑ "'পোড়ামন' [২০১৩] চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান এবং বায়োস্কোপ বর্ষসেরা পুরস্কার লাভ করেন"। www.anandabhuban.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২২।
- ↑ "সেরা অভিনয় শিল্পীর পুরস্কার পেলেন সাইমন ও আঁচল"। www.risingbd.com। সংগ্রহের তারিখ ২০২২-১১-০৪।
- ↑ "ভক্তদের সাথে সাইমন সাদিক বাবিসাস অ্যাওয়ার্ড ২০১৫ | By হাডুডু। | Facebook"। www.facebook.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২২।
- ↑ দিগন্ত, Daily Nayadiganta-নয়া। "জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পর নতুন সিনেমা নিয়ে সাইমন সাদিক"। Daily Nayadiganta (নয়া দিগন্ত) : Most Popular Bangla Newspaper। সংগ্রহের তারিখ ২০২২-১১-০৪।
- ↑ "চিত্রনায়ক সাইমন সাদিক ( জান্নাত ) সিনেমার জন্য পুরস্কার পেলেন ভিডিও দেখুন | Symon Sadik | Award"।
- ↑ "Mirror Group - Mirror Presents EID Beauty Fashion Awards... | By Mirror Group | Mirror Presents EID Beauty Fashion Awards & Expo-2022 Thanks to Jamuna TV & Showbiz Tonight for featuring our Event. Nirab Hossain Symon Sadik Parthona..."। www.facebook.com। সংগ্রহের তারিখ ২০২২-১১-০৪।
- ↑ "'কলিজার কিশোরগঞ্জে' সংবর্ধিত নায়ক সাইমন"। SAMAKAL (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২২।
- ↑ "Golpowala Honorary Awards & Fashion Show 2023"। www.facebook.com। সংগ্রহের তারিখ ২০২৩-১২-০৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- বাংলা মুভি ডেটাবেজে সাইমন সাদিক