দত্তপাড়া ইউনিয়ন, লক্ষ্মীপুর সদর
দত্তপাড়া | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে দত্তপাড়া ইউনিয়ন, লক্ষ্মীপুর সদরের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৫৮′৪৬″ উত্তর ৯০°৫৪′৪৬″ পূর্ব / ২২.৯৭৯৪৪° উত্তর ৯০.৯১২৭৮° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | লক্ষ্মীপুর জেলা |
উপজেলা | লক্ষ্মীপুর সদর উপজেলা ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৭০৬ |
ওয়েবসাইট | dattaparaup.lakshmipur.gov.bd |
দত্তপাড়া বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার অন্তর্গত লক্ষ্মীপুর সদর উপজেলার একটি ঐতিহ্যবাহী বৃহত্তর ইউনিয়ন।
বিভিন্ন প্রাচীন ও ঐতিহ্যবাহী স্কুল-কলেজ, মাদরাসা, মন্দির নিয়ে সগর্বে আজও সুনামের সাথে অত্র ইউনিয়নটি ডিজিটাল বাংলাদেশ উন্নয়নের লক্ষ্যে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
আয়তন[সম্পাদনা]
অত্র ইউনিয়নের আয়তন ১৮.৫ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা[সম্পাদনা]
এই ইউনিয়নের জনসংখ্যা প্রায় ৫৬ হাজারেরও বেশি, যেখানে পুরুষ রয়েছে ৩০৪০০ জন এবং মহিলা রয়েছে ২৫৬০০ জন। এর মধ্যে গড় শিক্ষার হার প্রতি ১০০ জনে প্রায় ৭০ জন এবং স্যানিটেশন হার ৯৮ জন। এখানে প্রতি বর্গকিলোমিটারে বাস করেন গড়ে প্রায় ৩ হাজার ৫০ জন।
এই ইউনিয়নের অধিকাংশ লোক কৃষি, গৃহপালিত কাজের সাথে জড়িত। এছাড়াও রয়েছে চাকরিজীবী, প্রবাসী, ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার লোকজন।
অবস্থান ও সীমানা[সম্পাদনা]
লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তরাংশে দত্তপাড়া ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে বশিকপুর ইউনিয়ন, পশ্চিমে বাঙ্গাখাঁ ইউনিয়ন, দক্ষিণে মান্দারী ইউনিয়ন, পূর্বে হাজিরপাড়া ইউনিয়ন ও উত্তর জয়পুর ইউনিয়ন এবং উত্তর-পূর্বে নোয়াখালী জেলার চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]
দত্তপাড়া ইউনিয়ন লক্ষ্মীপুর সদর উপজেলার আওতাধীন ৮নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চন্দ্রগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৬নং নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর-৩ এর অংশ।
শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]
দত্তপাড়া ইউনিয়ন পরিষদের জরিপ তথ্যানুযায়ী অত্র এলাকায় বেশ কয়েকটি ক্রমবর্ধমান সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তবে এখানে গড় স্বাক্ষরতার হার প্রায় ৭০ শতাংশ।
কলেজ | ১টি |
মাধ্যমিক স্কুল | ৫ টি |
প্রাথমিক স্কুল | ১৫টি |
মাদ্রাসা | ৪ টি |
কিন্ডার গার্টেন | ৯ টি |
ক্যাডেট মাদ্রাসা | ৪ টি |
নুরানী মাদ্রাসা | ১১টি |
হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা | ১৬ টি |
যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]
দত্তপাড়া ইউনিয়ন জুড়ে প্রায় ১২৫ কিলোমিটার পাকা রাস্তা রয়েছে।
খাল ও নদী[সম্পাদনা]
দত্তপারা ইউনিয়নে কোনো ধরনের নদীর সাথে সংযোগ এবং সংযোগকৃত খাল নেই।
হাট-বাজার[সম্পাদনা]
এতে প্রধানত দুইটি হাট-বাজার রয়েছেঃ দত্তপাড়া চৌধুরী বাজার এবং মোল্লার হাট বাজার।
দর্শনীয় স্থান[সম্পাদনা]
দত্তপাড়ায় দর্শনীয় স্থান হিসেবে বাজারের পাশে দুটি বিশাল আকৃতির বড় দিঘী রয়েছে। এছাড়া উল্লেখযোগ্য তেমন কোনো দর্শনীয় স্থান নেই।
উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]
জনপ্রতিনিধি[সম্পাদনা]
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
বহিঃসংযোগ[সম্পাদনা]
![]() |
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |