হাজিরপাড়া ইউনিয়ন
হাজিরপাড়া | |
---|---|
ইউনিয়ন | |
১১নং হাজিরপাড়া ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে হাজিরপাড়া ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৫৭′১৫″ উত্তর ৯০°৫৬′৫৬″ পূর্ব / ২২.৯৫৪১৭° উত্তর ৯০.৯৪৮৮৯° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | লক্ষ্মীপুর জেলা |
উপজেলা | লক্ষ্মীপুর সদর উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৭০৮ |
হাজিরপাড়া বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার অন্তর্গত লক্ষ্মীপুর সদর উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]হাজিরপাড়া ইউনিয়নের আয়তন প্রায় ৭ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা
[সম্পাদনা]২০১৭ সালের ৩১ অক্টোবর পর্যন্ত জন্ম নিবন্ধন অনুযায়ী হাজিরপাড়া ইউনিয়নের জনসংখ্যা ৪২,১০৫ জন। এর মধ্যে পুরুষ ২২,৪৬১ জন এবং নারী ১৯,৬৪৪ জন।
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]লক্ষ্মীপুর সদর উপজেলার পূর্বাংশে হাজিরপাড়া ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১৪ কিলোমিটার। এ ইউনিয়নের পশ্চিমে দত্তপাড়া ইউনিয়ন ও মান্দারী ইউনিয়ন, দক্ষিণে দিঘলী ইউনিয়ন ও চর শাহী ইউনিয়ন, পূর্বে চন্দ্রগঞ্জ ইউনিয়ন এবং উত্তরে উত্তর জয়পুর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]হাজিরপাড়া ইউনিয়ন লক্ষ্মীপুর সদর উপজেলার আওতাধীন ১১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চন্দ্রগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৬নং নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর-৩ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]হাজিরপাড়া ইউনিয়নের সাক্ষরতার হার প্রায় ৮০%। এ ইউনিয়নে ৪টি মাধ্যমিক বিদ্যালয়, ৪টি দাখিল মাদ্রাসা ২টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ১৫টি প্রাথমিক বিদ্যালয়, ৩টি কিন্ডারগার্টেন ও ২১টি এবতেদায়ী মাদ্রাসা সহ অন্যান্য মাদ্রাসা রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- মাধ্যমিক বিদ্যালয়
- অজিফা বালিকা উচ্চ বিদ্যালয়
- মিরপুর উচ্চ বিদ্যালয়
- মুসলিমাবাদ উচ্চ বিদ্যালয়
- হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয়
- দাখিল মাদ্রাসা
- জামিরতলী দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা
- পূর্ব আলাদাদপুর আসলামিয়া দাখিল মাদ্রাসা
- মোহাম্মদিয়া কমপ্লেক্স ও দাখিল মাদ্রাসা
- হাজিরপাড়া হামিদিয়া দাখিল মাদ্রাসা
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- ইউছুফপুর নিম্ম মাধ্যমিক বিদ্যালয়
- কালিদাসের বাগ নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- ইউছুফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কাজী কালায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কালিদাসের বাগ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চর চামিতা অজিফা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চর চামিতা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নাছিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব আলাদাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বরইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বড় বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রতনের খিল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হাজিরপাড়া কে বি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]ঢাকা - রায়পুর মহাসড়কটি হাজিরপাড়া ইউনিয়নকে পশ্চিমে লক্ষ্মীপুর জেলা সদরের সাথে যুুক্ত করেছে, আর পূর্বে চন্দ্রগন্জ হয়ে নোয়াখালীর সাথে যুক্ত করেছে।
খাল ও নদী
[সম্পাদনা]হাট-বাজার
[সম্পাদনা]হাজিরপাড়া ইউনিয়নের প্রধান ৩টি হাট-বাজার হল হাজিরপাড়া বাজার, চরচামিতা বাজার এবং আনন্দ বাজার।
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- বিখ্যাত জ্বিনের দীঘি (শিবপুর)
- মাজিল্লা দীঘি (শিবপুর)
- মুন্সির দীঘি (ইউছুুফপুর)
- ঝাউগাছতলা (শাহ্টোলা, ইউছুুফপুর থেকে জয়পুর সড়ক)
- মুন্সির হাতর (শিবপুর, ইউছুুফপুর)
- অলী মুন্সির দীঘি (বহরমপুর, চরচামিতা)
- শিবপুর কারামতিয়া জামে মসজিদ (শিবপুর)