লাহারকান্দি ইউনিয়ন
লাহারকান্দি | |
---|---|
ইউনিয়ন | |
১৫নং লাহারকান্দি ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে লাহারকান্দি ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৫৫′১০″ উত্তর ৯০°৫০′৫৫″ পূর্ব / ২২.৯১৯৪৪° উত্তর ৯০.৮৪৮৬১° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | লক্ষ্মীপুর জেলা |
উপজেলা | লক্ষ্মীপুর সদর উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৭০০ |
লাহারকান্দি বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার অন্তর্গত লক্ষ্মীপুর সদর উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]লাহারকান্দি ইউনিয়নের আয়তন ৪৮৫৮.৭২ একর।
জনসংখ্যা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারী অনুযায়ী,
লাহারকান্দি ইউনিয়নের মধ্যে পরিবার সংখ্যা আছে ৬২২২ টি।
জনসংখ্যা ৪২,২৫৭ জন। এর মধ্যে পুরুষ ২১,১০৫ জন ও মহিলা ২১,১৫২ জন।
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]লক্ষ্মীপুর সদর উপজেলার মধ্যাংশে লাহারকান্দি ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে বাঙ্গাখাঁ ইউনিয়ন, পশ্চিমে লক্ষ্মীপুর পৌরসভা ও টুমচর ইউনিয়ন, দক্ষিণে ভবানীগঞ্জ ইউনিয়ন এবং পূর্বে মান্দারী ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]লাহারকান্দি ইউনিয়ন লক্ষ্মীপুর সদর উপজেলার আওতাধীন ১৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম লক্ষ্মীপুর সদর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৬নং নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর-৩ এর অংশ। এটি ১৩টি মৌজায় বিভক্ত যা পরবর্তীতে গ্রামে রুপান্তর হয়। গ্রামগুলো হল:
- আটিয়াতলী
- সফিপুর
- লাহারকান্দি
- হাবিবপুর (এনায়েতপুর)
- তালহাটি
- কুমিদপুর
- আবিরনগর
- পশ্চিম সৈয়দপুর
- চাঁদখালী
- রামানন্দী
- কুতুবপুর
- ইদিলপুর
- খাজুরতলী
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- মাধ্যমিক বিদ্যালয়
- চাঁদখালী এরব বহুমুখী উচ্চ বিদ্যালয়
- বাইশমারা মডেল একাডেমি
- মাদ্রাসা
- আবিরনগর মাহমুদিয়া দাখিল মাদ্রাসা
- খাজুরতলী সুলতানিয়া দাখিল মাদ্রাসা
- চাঁদখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসা
- প্রাথমিক বিদ্যালয়
- আটিয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- আবিরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর চাঁদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- খাজুরতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চাঁদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- তালহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ চাঁদখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]লাহারকান্দি ইউনিয়নে ১২ কিলোমিটার পাকা রাস্তা, ৩৫ কিলোমিটার কাঁচা রাস্তা, ৮ কিলোমিটার ইটের সলিং রাস্তা রয়েছে।
খাল ও নদী
[সম্পাদনা]লাহারকান্দি ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পিয়ারাপুর খাল (ওয়াপদা খাল)।
জকসিন বাজার থেকে (১৪নং মান্দারি এবং ১৫নং লাহারকান্দি) ইউনিয়ন এর সীমানা দিয়ে প্রবাহিত হচ্ছে ভুলুয়ার খাল।
হাট-বাজার
[সম্পাদনা]লাহারকান্দি ইউনিয়নের প্রধান ৩টি হাট-বাজার হল জকসিন দক্ষিণ পশ্চিম বাজার, চাঁদখালী বাজার (জুগির হাট) এবং কুমিদপুর বাজার।
== দর্শনীয় স্থান == বান্দেরপাড়
উল্লেখযোগ্য ব্যক্তি
[সম্পাদনা]জনপ্রতিনিধি
[সম্পাদনা]- বর্তমান চেয়ারম্যান: আবদুস সহিদ(ভারপ্রাপ্ত)
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |