নাসরীন জাহান রত্না
মাননীয় সংসদ সদস্য নাসরীন জাহান রত্না | |
|---|---|
| উত্তরসূরী | আবদুল হাফিজ মল্লিক |
| কাজের মেয়াদ ২০১৮ – ২০২৪ | |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | বরিশাল |
| নাগরিকত্ব | বাংলাদেশ |
| জাতীয়তা | বাংলাদেশী |
| রাজনৈতিক দল | জাতীয় পার্টি |
| দাম্পত্য সঙ্গী | এ বি এম রুহুল আমিন হাওলাদার |
| পেশা | রাজনীতি |
নাসরীন জাহান রত্না বাংলাদেশের রাজনৈতিক দল জাতীয় পার্টির একজন রাজনীতিক এবং বাংলাদেশের একাদশ জাতীয় সংসদের একজন সংসদ সদস্য।[১]
জীবনী
[সম্পাদনা]নাসরীন জাহান রত্না আনুষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হন নি বরং গৃহশিক্ষায় শিক্ষিত। তার জন্ম ঢাকা।[২] তিনি ২০০৩ খ্রিষ্টাব্দে বাকেরগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হন।[৩] ২০০৬ সালে অনুষ্ঠেয় বরিশাল-৬ আসন থেকে তার মনোনয়নপত্র বাতিল করে বাংলাদেশ নির্বাচন কমিশন। তিনি নির্বাচন কমিশনের ২০ ডিসেম্বর ২০০৬ এর সিদ্ধান্তের উপর আপীল করেন। [৪] হুসেইন মুহাম্মদ এরশাদ তাকে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান নির্বাচন করেন এবং তাকে সাধারণ নির্বাচনে জাতীয় পার্টির পক্ষ থেকে নির্বাচনে প্রার্থীতার জন্য সুযোগ দেন।[৫] তিনি জাতীয় পার্টির পক্ষ থেকে সংসদে ৪৫ সংরক্ষিত আসনের একটিতে নির্বাচিত হন ১৯ মার্চ ২০০৯ এ। [৬] তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। [৭] বর্তমানে পলাতক।
বিতর্ক
[সম্পাদনা]নাসরীন জাহান রত্না ২০০৯ খ্রিষ্টাব্দের ২৫ আগস্ট বদরগঞ্জ পৌরসভায় সাদেক আলী হাওলাদারের নামে একটি বাজারের নামকরণ করে বিতর্কের মুখে পড়েন। সাদেক আলী হাওলাদার ছিলেন পাকিস্তানীদের রাজাকার মিলিশিয়া এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ের যুদ্ধপরাধে অভিযুক্ত। তিনি হিন্দু সম্প্রদায়ের বিপক্ষেও অপরাধে অভিযুক্ত। আবার যে বাজারটি নির্মাণ করা হয়েছিল সেটি হিন্দু জনগণের জমি দখল করে তার উপর নির্মিত হয়েছিল।[৮]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]নাসরীন জাহান রত্না ব্যক্তিগত জীবনে রুহুল আমিন হাওলাদারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ। তার স্বামীও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবং সাবেক সংসদ সদস্য।[৯]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "List of 10th Parliament Members English"। parliament.gov.bd (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ২৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১৭।
- ↑ "Nasrin Jahan Ratna"। election.dhakatribune.com। ১৪ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১৭।
- ↑ "AL bags more seats than ruling alliance"। দ্য ডেইলি স্টার। দ্য ডেইলি স্টার। ১৪ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১৭।
- ↑ "Ershad appeals to confront rejection"। দ্য ডেইলি স্টার। দ্য ডেইলি স্টার। ৯ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১৭।
- ↑ "JP names its women"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১৭।
- ↑ "45 woman MPs elected"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০ মার্চ ২০০৯। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১৭।
- ↑ "JS body wants rural working women's dorms"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১৫ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১৭।
- ↑ ইসলাম, রফিকুল (২৬ আগস্ট ২০০৯)। "Lawmaker opens bazaar after Razakar's name"। ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১৭।
- ↑ "All but 35 MPs did it"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১২ ফেব্রুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১৭।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ১০ম জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যদের তালিকা ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৯ মে ২০২০ তারিখে