পল ল্য ম্যাট
পল ল্য ম্যাট | |
---|---|
Paul Le Mat | |
জন্ম | রাওয়ে, নিউ জার্সি, মার্কিন যুক্তরাষ্ট্র | ২২ সেপ্টেম্বর ১৯৪৫
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ১৯৭৩-বর্তমান |
ওয়েবসাইট | paullemat |
পল ল্য ম্যাট (ইংরেজি: Paul Le Mat; জন্ম: ২২ সেপ্টেম্বর ১৯৪৫) হলেন একজন মার্কিন অভিনেতা। তিনি আমেরিকান গ্রাফিটি (১৯৭৩) চলচ্চিত্রে অভিনয় করে প্রথম খ্যাতি অর্জন করেন এবং তার এই কাজের জন্য তিনি সমাদৃত হন এবং বর্ষসেরা নবীন অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন।[১] আমেরিকান গ্রাফিটি চলচ্চিত্রে তার অনবদ্য অভিনয়ের পর তিনি আলোহা, ববি অ্যান্ড রোজ (১৯৭৫)-এ প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পান এবং ছবিটি বক্স অফিস হিট হয়।
তিনি পরবর্তীকালে জোনাথন ডেমের হ্যান্ডল উইথ কেয়ার ও মেলভিন অ্যান্ড হাওয়ার্ড চলচ্চিত্রে অভিনয় করেন। শেষোক্ত চলচ্চিত্রে অভিনয় করে তিনি সেরা সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তিনি দ্য বার্নিং বেড (১৯৮৪) টিভি চলচ্চিত্রে অভিনয় করে সেরা টিভি পার্শ্ব অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেন।[২]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ""American Graffiti" stars: Where are they now?"। সিবিএস নিউজ (ইংরেজি ভাষায়)। ১০ আগস্ট ২০১৩। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৮।
- ↑ "Paul Le Mat"। গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৮।
বহিঃসংযোগ[সম্পাদনা]

- ১৯৪৫-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ২০শ শতাব্দীর মার্কিন অভিনেতা
- ২১শ শতাব্দীর মার্কিন অভিনেতা
- আইরিশ বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- ইংরেজ বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- ফরাসি বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- স্কটিশ বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- হিস্পানিক ও লাতিন বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- ভিয়েতনাম যুদ্ধের মার্কিন সামরিক কর্মকর্তা
- মার্কিন চলচ্চিত্র অভিনেতা
- মার্কিন টেলিভিশন অভিনেতা
- গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা পার্শ্ব অভিনেতা - টেলিভিশন) বিজয়ী
- গোল্ডেন গ্লোব পুরস্কার (বর্ষসেরা নবীন তারকা - অভিনেতা) বিজয়ী
- নিউ জার্সির অভিনেতা