খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভা
খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভা | |
|---|---|
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের দ্বাদশ মন্ত্রিসভা | |
| ১৯ মার্চ ১৯৯৬ – ৩০ মার্চ ১৯৯৬ | |
| গঠনের তারিখ | ১৯ মার্চ ১৯৯৬ |
| বিলুপ্তির তারিখ | ৩০ মার্চ ১৯৯৬ |
| ব্যক্তি ও সংস্থা | |
| সরকারপ্রধান | খালেদা জিয়া |
| মোট সংখ্যা | ২৭ (প্রধানমন্ত্রী সহ) |
| সদস্য দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
| বিরোধী দল | - |
| ইতিহাস | |
| নির্বাচন | জুন ১৯৯৬ |
| আইনসভার মেয়াদ | ষষ্ঠ জাতীয় সংসদ |
| পূর্ববর্তী | খালেদা জিয়ার প্রথম মন্ত্রিসভা |
| পরবর্তী | হাবিবুর রহমানের মন্ত্রিসভা |
দ্বিতীয় খালেদা মন্ত্রিসভা ছিল বাংলাদেশের সরকার, যা ১৯৯৬ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর ষষ্ঠ জাতীয় সংসদের (জাতীয় সংসদ) অধিবেশনে গঠিত হয়। ঐ নির্বাচন অধিকাংশ বিরোধী দলের বর্জনের মধ্যেই অনুষ্ঠিত হয়েছিল। ১৯৯৬ সালের ১৯ মার্চ, বিরোধী দলগুলোর ডাকা হরতাল ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে চলমান আন্দোলনের মধ্যেই এই মন্ত্রিসভা তড়িঘড়ি করে শপথ গ্রহণ করে।
মন্ত্রিসভাটি বর্তমান সংসদে বাংলাদেশের জন্য একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান (সংশোধনী) বিল পাস করে। দ্বিতীয় খালেদা মন্ত্রিসভার মেয়াদ ছিল অল্পদিনের; মাত্র ১২ দিন স্থায়ী হয়েছিল। ১৯৯৬ সালের ৩০ মার্চ এই মন্ত্রিসভা ক্ষমতা হস্তান্তর করে মুহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের কাছে, এবং পরবর্তী নির্বাচন ১৯৯৬ সালের জুন মাসে অনুষ্ঠিত হওয়ার জন্য নির্ধারিত হয়।
মন্ত্রিসভার সদস্যগণ
[সম্পাদনা]প্রধানমন্ত্রী
[সম্পাদনা]| নাম | নির্বাচনী আসন | মন্ত্রণালয়/বিভাগ | দায়িত্ব গ্রহণ | অবমুক্তির তারিখ | রাজনৈতিক দল | |
|---|---|---|---|---|---|---|
| খালেদা জিয়া | ফেনী-১ | ১৯ মার্চ ১৯৯৬ | ৩০ মার্চ ১৯৯৬ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | ||
মন্ত্রীগণ
[সম্পাদনা]| ক্রম | নাম | নির্বাচনী আসন | মন্ত্রণালয়/বিভাগ | দায়িত্ব গ্রহণ | অবমুক্তির তারিখ | রাজনৈতিক দল | |
|---|---|---|---|---|---|---|---|
| ১ | আবু সালেহ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান | বাগেরহাট -২ | পররাষ্ট্র মন্ত্রণালয় | ১৯ মার্চ ১৯৯৬ | ৩০ মার্চ ১৯৯৬ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
| ২ | সাইফুর রহমান | সিলেট-৪ | অর্থ মন্ত্রণালয় | ||||
| ৩ | আব্দুস সালাম তালুকদার | টাঙ্গাইল-১ | স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় | ||||
| ৪ | অলি আহমেদ | চট্টগ্রাম-১৪ | বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় | ||||
| ৫ | চৌধুরী কামাল ইবনে ইউসুফ | ফরিদপুর-৩ | স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় | ||||
| ৬ | তরিকুল ইসলাম | যশোর-৩ | ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় | ||||
| ৭ | আব্দুল মতিন চৌধুরী | নারায়ণগঞ্জ-১ | যোগাযোগ মন্ত্রণালয় | ||||
| ৮ | খন্দকার মোশাররফ হোসেন | কুমিল্লা-২ | স্বরাষ্ট্র মন্ত্রণালয় | ||||
| ৯ | রফিকুল ইসলাম মিয়া | কুমিল্লা-৩ | |||||
| ১০ | আব্দুল মান্নান ভূঁইয়া | নরসিংদী-৩ | |||||
| ১১ | জমির উদ্দিন সরকার | টেকনোক্রেট | আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় মন্ত্রণালয় | ||||
| ১২ | আবদুল্লাহ আল নোমান | চট্টগ্রাম-৯ | |||||
| ১৩ | মির্জা আব্বাস | ঢাকা-৬ | |||||
প্রতিমন্ত্রীগণ
[সম্পাদনা]| ক্রম | নাম | নির্বাচনী আসন | মন্ত্রণালয়/বিভাগ | দায়িত্ব গ্রহণ | অবমুক্তির তারিখ | রাজনৈতিক দল | |
|---|---|---|---|---|---|---|---|
| ১ | সাদেক হোসেন খোকা | ঢাকা-৭ | যুব ও ক্রীড়া মন্ত্রণালয় | ১৯ মার্চ ১৯৯৬ | ৩০ মার্চ ১৯৯৬ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
| ২ | আব্দুল মান্নান | ঢাকা-১০ | বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় | ||||
| ৩ | লুৎফর রহমান খান আজাদ | টাঙ্গাইল-৩ | শিল্প মন্ত্রণালয় | ||||
| ৪ | জাহানারা বেগম | রাজবাড়ী-১ | সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় | ||||
| ৫ | সারওয়ারী রহমান | মহিলা আসন-১৯ | মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় | ||||
| ৬ | হারুন আল রশিদ | ব্রাহ্মণবাড়িয়া-৩ | |||||
| ৭ | ফজলুর রহমান পটল | নাটোর-১ | |||||
| ৮ | আমিনুল হক | রাজশাহী-১ | |||||
| ৯ | আব্দুল মঈন খান | নরসিংদী-২ | পরিকল্পনা মন্ত্রণালয় | ||||
| ১০ | শাহজাহান সিরাজ | টাঙ্গাইল-৪ | নৌপরিবহন মন্ত্রণালয় | ||||
| ১১ | রেদোয়ান আহমেদ | টেকনোক্রেট | |||||
| ১২ | হাফিজ উদ্দিন আহম্মদ | ভোলা-৩ | বাণিজ্য মন্ত্রণালয় | ||||
| ১৩ | আমানউল্লাহ আমান | ঢাকা-৩ | |||||