নৌপরিবহন মন্ত্রণালয় (বাংলাদেশ)
অবয়ব
সংস্থার রূপরেখা | |
---|---|
গঠিত | ২০ জানুয়ারি ১৯৭২ |
যার এখতিয়ারভুক্ত | বাংলাদেশ সরকার |
সদর দপ্তর | সচিবালয় , ঢাকা[১] |
দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা | |
সংস্থা নির্বাহী |
|
ওয়েবসাইট | mos |
নৌপরিবহন মন্ত্রণালয় হচ্ছে বাংলাদেশ সরকারের একটি মন্ত্রণালয়, যেটি নৌপরিবহন সংক্রান্ত যাবতীয় নিয়ম-নীতি, আইন প্রচলন, প্রশাসনিক কার্যবলী সম্পাদন করে থাকে।[২]
ইতিহাস
[সম্পাদনা]১৯৭১-এর বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে তৎকালীন রেল, নৌ ও সড়ক পরিবহন খাতের সমন্বয়ে যোগাযোগ মন্ত্রণালয় সৃষ্টি হয়। পরবর্তী সময়ে যোগাযোগ মন্ত্রণালয়ের কার্যপরিধি বৃদ্ধি পাওয়ায় জাতীয় স্বার্থে যোগাযোগ মন্ত্রণালয়কে পুনর্বিন্যাসপূর্বক বন্দর, জাহাজ চলাচল ও অভ্যন্তরীণ নৌ-পরিবহন মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা হয়। ১৯৮৮ সালের জানুয়ারি মাসে বন্দর, জাহাজ চলাচল ও অভ্যন্তরীণ নৌ-পরিবহন মন্ত্রণালয়কে ‘‘নৌ-পরিবহন মন্ত্রণালয়’’ হিসেবে নামকরণ করা হয়।
কার্যাবলী
[সম্পাদনা]- নদী বন্দর, সমুদ্র বন্দর ও স্থলবন্দর সমূহের ব্যবস্থাপনা, বাতিঘর ও বয়াবতি ব্যবস্থাপনা, উন্নয়ণ ও সংক্ষণ;
- নাব্যতা রক্ষাকল্পে নৌ-পথ ড্রেজিং, নিরাপদ নৌ-চলাচলের জন্য বয়া লাইটেড নির্দেশিকা ও পিসি পোল স্থাপন;
- নৌ বাণিজ্য সম্প্রসারণ ও সহযোগিতা;
- অভ্যন্তরীণ নৌ-পরিবহন ও জাহাজ চলাচল, মেরিন সার্ভিসেস এবং নিরাপদ নৌ-চলাচল নিশ্চিতকরণ;
- অভ্যন্তরীণ নৌ-পথের নাব্যতা উন্নয়ণ ও সংরক্ষণ;
- যান্ত্রিক নৌ-যান ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ, নৌ-যান জরিপ ও রেজিস্ট্রেশন;
- সামুদ্রিক জাহাজ চলাচল ও নেভিগেশন; নৌ-বাণিজ্য জাহাজ সম্পর্কিত প্রয়োজনীয় শিক্ষা ও প্রশিক্ষণ;
- মূল ভূখণ্ড ও দ্বীপসমূহের মধ্যে এবং অভ্যন্তরীণ নৌ-চলাচল ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ;
- মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়াদি সমন্বয় ও গবেষণা;
- জাহাজ চলাচল ও নেভিগেশন সম্পর্কিত আইন প্রণয়ন;
- আন্তর্জাতিক সংস্থাসমূহের সাথে যোগাযোগ এবং বিভিন্ন দেশ ও বিশ্ব সংস্থার সাথে চুক্তি ও স্মারক সম্পর্কিত বিষয়াদি;
- অদালতে গৃহীত ফি ব্যতীত মন্ত্রণালয়ের আওতাভুক্ত কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন চার্জ সম্পর্কিত বিষয়াদি।
দপ্তর ও সংস্থা
[সম্পাদনা]- চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ
- মোংলা বন্দর কর্তৃপক্ষ
- পায়রা বন্দর কর্তৃপক্ষ
- বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ
- নৌপরিবহন অধিদপ্তর
- বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ
- বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন
- জাতীয় নদী রক্ষা কমিশন
- বাংলাদেশ শিপিং কর্পোরেশন
- ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট
- নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর
- বাংলাদেশ মেরিন একাডেমী
আরও দেখুন
[সম্পাদনা]- এবিএম জাহিদুল হক, সাবেক নৌপরিবহন উপমন্ত্রী
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "List of Ministries and Divisions"। cabinet.gov.bd।
- ↑ "Ministry of Shipping"। mos.gov.bd।