মহানগর হাকিম আদালত (বাংলাদেশ)
মহানগর হাকিম আদালত বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট একটি বিশেষ ধরনের বিচারিক আদালত যা কেবলমাত্র বাংলাদেশের মহানগর অঞ্চলে পাওয়া যায়।[১] ১৯৭৬ সালে বাংলাদেশ সরকারকে শুধুমাত্র মহানগর অঞ্চলের জন্য পৃথক ধরনের আদালত প্রতিষ্ঠার নির্দেশ দেয়। মহানগর হাকিম আদালত আদালতের দ্বিতীয় স্তর যা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা পরিচালনা করেন।[২] এই আদালতগুলি মহানগর সেশন আদালতের অধীনে এবং নিয়ন্ত্রণাধীন।
শ্রেণিবিন্যাস
[সম্পাদনা]মহানগর হাকি। আদালতের তিন স্তরের কাঠামো রয়েছে-[৩][৪]
- চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত
- অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত
- মহানগর হাকিম আদালত (প্রথম শ্রেণি)
অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সমস্ত বা যে কোনও ক্ষমতা রয়েছে।[২] মহানগর হাকিম প্রথম শ্রেণির মহানগর হাকিম[৫] নামেও পরিচিত, তিনি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অধস্তন।[৬]
জরিমানার সুযোগ
[সম্পাদনা]মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ক্ষমতাগুলির মধ্যে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড, একাকী বন্দি আইনের দ্বারা অনুমোদিত, ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা এবং বেত্রাঘাতের আদেশ অন্তর্ভুক্ত রয়েছে । [৭]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Local limits of jurisdiction - The Code of Criminal Procedure"। bdlaws.minlaw.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-০৫।
- ↑ ক খ "Appointment of Metropolitan Magistrates - bdlaws.minlaw.gov.bd"। bdlaws.minlaw.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-০৪।
- ↑ "Hierarchy of Courts in Bangladesh"। lawhelpbd.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-০৫।
- ↑ "Jurisdiction of Court"। www.judiciary.org.bd (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৪-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-০৫।
- ↑ "Classes of Criminal Courts - The Code of Criminal Procedure"। bdlaws.minlaw.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-০৫।
- ↑ "Subordination of Executive,Judicial and Metropolitan Magistrates"। - The Code of Criminal Procedure (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-০৫।
- ↑ "Sentences which Magistrates may pass - bdlaws.minlaw.gov.bd"। bdlaws.minlaw.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-০৫।