চতুর্থ জাতীয় সংসদ
চতুর্থ জাতীয় সংসদ | |
---|---|
![]() জাতীয় সংসদের সিলমোহর | |
![]() জাতীয় সংসদের পতাকা | |
ধরন | |
ধরন | এককক্ষ বিশিষ্ট |
মেয়াদসীমা | ২ বছর ৭ মাস |
ইতিহাস | |
শুরু | ১৫ এপ্রিল ১৯৮৮ |
বিলুপ্তি | ৬ ডিসেম্বর ১৯৯০ |
পূর্বসূরী | তৃতীয় জাতীয় সংসদ |
উত্তরসূরী | পঞ্চম জাতীয় সংসদ |
নেতৃত্ব | |
গঠন | |
আসন | ৩৩০ |
রাজনৈতিক দল | সরকার(২৫১)
বিরোধী দল(২৪)
অন্যান্য
|
নির্বাচন | |
সর্বশেষ নির্বাচন | চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন |
পরবর্তী নির্বাচন | পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন |
সভাস্থল | |
![]() | |
জাতীয় সংসদ ভবন, শের-ই-বাংলা নগর, ঢাকা, বাংলাদেশ | |
ওয়েবসাইট | |
http://www.parliament.gov.bd/ |
চতুর্থ জাতীয় সংসদ (১৫ এপ্রিল ১৯৮৮ - ৬ ডিসেম্বর ১৯৯০) ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে গঠিত হয়।[১] প্রধান বিরোধীদলসহ অধিকাংশ দল নির্বাচন বর্জন করে। জাতীয় পার্টি ৩০০টি আসনের মধ্যে ২৫১টি আসন লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং মওদুদ আহমেদকে প্রধান করে সরকার গঠন করে। পরবর্তীতে মওদুদ উপরাষ্ট্রপতি হলে কাজী জাফর আহমেদ সংসদ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। ২৫ এপ্রিল সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত শুরু হয়। জনগণের সরাসরি ভোটে নির্বাচিত ৩০০ জন সংসদ সদস্য নিয়ে চতুর্থ সংসদ যাত্রা শুরু করে।[২] এ সংসদ ২ বছর ৭ মাস স্থায়ী ছিল।[৩] সংরক্ষিত ৩০ জন মহিলা আসনের কথা থাকলেও এ সংক্রান্ত আইনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এ সংসদে সংরক্ষিত মহিলা আসনে কোন সদস্য ছিলেন না।[২] শামসুল হুদা চৌধুরী সংসদের স্পিকার এবং মোহাম্মাদ রিয়াজ উদ্দীন আহমেদ ডেপুটি স্পিকার নির্বাচিত হন।[২]
উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ[সম্পাদনা]
নাম | আলোকচিত্র | পদবী | কার্যকাল | রাজনৈতিক দল |
---|---|---|---|---|
শামসুল হুদা চৌধুরী | স্পিকার | ২৫ এপ্রিল ১৯৮৮ - ৫ এপ্রিল ১৯৯১ | জাতীয় পার্টি | |
মোহাম্মাদ রিয়াজ উদ্দীন আহমেদ | ডেপুটি স্পিকার | ২৫ এপ্রিল ১৯৮৮ - ৫ এপ্রিল ১৯৯১ | জাতীয় পার্টি | |
মওদুদ আহমেদ | ![]() |
সংসদ নেতা | ২৭ মার্চ ১৯৮৮ - ১২ আগস্ট ১৯৮৯ | জাতীয় পার্টি |
কাজী জাফর আহমেদ | সংসদ নেতা | ১২ আগস্ট ১৯৮৯ – ৬ ডিসেম্বর ১৯৯০ | জাতীয় পার্টি | |
এম.এ. সাত্তার | চীফ হুইপ | ২৫ এপ্রিল ১৯৮৮ - ৬ ডিসেম্বর ১৯৯০ | জাতীয় পার্টি | |
আ. স. ম. আবদুর রব | ![]() |
বিরোধীদলীয় নেতা | ২৭ মার্চ ১৯৮৮ - ৬ ডিসেম্বর ১৯৯০ | জাতীয় সমাজতান্ত্রিক দল |
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Tenure of All Parliaments"। www.parliament.gov.bd। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২০।
- ↑ ক খ গ "প্রাক্তন সংসদসমূহ" (PDF)। জাতীয় সংসদ। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২০।
- ↑ "জাতীয় সংসদ"। বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২০।