মোশতাক আহমেদের মন্ত্রিসভা
মোশতাক আহমেদের মন্ত্রিসভা | |
---|---|
![]() বাংলাদেশ-এর পঞ্চম মন্ত্রিসভা | |
১৫ আগস্ট ১৯৭৫ | |
![]() খন্দকার মোশতাক আহমেদ | |
গঠনের তারিখ | ১৫ আগস্ট ১৯৭৫ |
বিলুপ্তির তারিখ | ৬ নভেম্বর ১৯৭৫ |
ব্যক্তি ও সংস্থা | |
রাষ্ট্রপ্রধান | খন্দকার মোশতাক আহমেদ |
সরকারপ্রধান | খন্দকার মোশতাক আহমেদ |
মন্ত্রী সংখ্যা | ২ জন উপদেষ্টা ১ জন উপ-রাষ্ট্রপতি ১১ জন মন্ত্রী ১০ জন প্রতিমন্ত্রী |
মোট মন্ত্রী সংখ্যা | ২৫ (রাষ্ট্রপতিসহ) |
সদস্য দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
ইতিহাস | |
নির্বাচন | প্রথম জাতীয় সংসদ নির্বাচন |
সর্বশেষ নির্বাচন | প্রথম জাতীয় সংসদ নির্বাচন |
আইনসভার মেয়াদ | প্রথম জাতীয় সংসদ |
পূর্বতন | শেখ মুজিবুর রহমানের চতুর্থ মন্ত্রিসভা |
পরবর্তী | আবু সাদাত মোহাম্মদ সায়েমের মন্ত্রিসভা |
১৫ আগস্ট ১৯৭৫ রাতেই খন্দকার মোশতাক আহমদ তার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বেতার ভাষণ দেন। মোশতাক মন্ত্রিসভায় কোন প্রধানমন্ত্রী ছিলেন না। ৬ নভেম্বর ১৯৭৫ পর্যন্ত বাংলাদেশ সরকার মোশতাক আহমেদের নেতৃত্বে মোশতাক আহমেদ মন্ত্রিসভাটি কার্যকর ছিল।[১][২]
উপদেষ্টা[সম্পাদনা]
- জেনারেল এম. এ. জি. ওসমানী -প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা। (২৯ আগস্ট ১৯৭৫ সালে পদত্যাগ)
- মির্জা নূরুল হুদা -কৃষি, বাণিজ্য, অর্থ, শিল্প ও পরিকল্পনা মন্ত্রণালয়।[৩]
মন্ত্রিসভার তালিকা[সম্পাদনা]
ক্রম | প্রতিকৃতি | নাম | পদবী | মন্ত্রণালয় ও নির্বাহি অফিস | মেয়াদকাল |
---|---|---|---|---|---|
১ | ![]() |
খন্দকার মোশতাক আহমেদ | রাষ্ট্রপতি | রাষ্ট্রপতির সচিবালয়ঃ রাষ্ট্রপতির বিভাগ, মন্ত্রিপরিষদ বিভাগ, সংস্থাপন বিভাগ। | ১৫ আগস্ট ১৯৭৫ - ৬ নভেম্বর ১৯৭৫ |
প্রতিরক্ষা মন্ত্রণালয় | |||||
স্বরাষ্ট্র মন্ত্রণালয় | |||||
২ | ![]() |
মোহাম্মদউল্লাহ | উপরাষ্ট্রপতি | ২০ আগস্ট ১৯৭৫ - ৬ নভেম্বর ১৯৭৫ | |
৩ | ![]() |
আবু সাঈদ চৌধুরী | মন্ত্রী | পররাষ্ট্র মন্ত্রণালয় | ২০ আগস্ট ১৯৭৫ - ৬ নভেম্বর ১৯৭৫ |
৪ | ![]() |
এম. ইউসুফ আলী | মন্ত্রী | পরিকল্পনা মন্ত্রণালয় | ২০ আগস্ট ১৯৭৫ - ৬ নভেম্বর ১৯৭৫ |
৫ | ![]() |
ফনী ভূষণ মজুমদার | মন্ত্রী | স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় | ২০ আগস্ট ১৯৭৫ - ৬ নভেম্বর ১৯৭৫ |
৬ | ![]() |
সোহরাব হোসেন | মন্ত্রী | গণপূর্ত ও নগর উন্নয়ন মন্ত্রণালয় | ২০ আগস্ট ১৯৭৫ - ৬ নভেম্বর ১৯৭৫ |
৭ | ![]() |
আব্দুল মান্নান | মন্ত্রী | স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ঃ (ক) স্বাস্থ্য বিভাগ, (খ) পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা নিয়ন্ত্রণ বিভাগ। | ২০ আগস্ট ১৯৭৫ - ৬ নভেম্বর ১৯৭৫ |
৮ | ![]() |
মনোরঞ্জন ধর | মন্ত্রী | আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় | ২০ আগস্ট ১৯৭৫ - ৬ নভেম্বর ১৯৭৫ |
৯ | ![]() |
আব্দুল মোমিন | মন্ত্রী | কৃষি মন্ত্রণালয় | ২০ আগস্ট ১৯৭৫ - ৬ নভেম্বর ১৯৭৫ |
খাদ্য মন্ত্রণালয় | |||||
সাহায্য ও পুনর্বাসন মন্ত্রণালয় | |||||
১০ | ![]() |
আসাদুজ্জামান খান | মন্ত্রী | বন্দর, জাহাজ এবং আভ্যন্তরীণ নৌপরিবহন মন্ত্রণালয় | ২০ আগস্ট ১৯৭৫ - ৬ নভেম্বর ১৯৭৫ |
১১ | ![]() |
এ আর মল্লিক | মন্ত্রী | অর্থ মন্ত্রণালয় | ২০ আগস্ট ১৯৭৫ - ৬ নভেম্বর ১৯৭৫ |
১২ | ![]() |
মোজাফফর আহমেদ চৌধুরী | মন্ত্রী | শিক্ষা, বিজ্ঞান এবং প্রযুক্তিগত গবেষণা ও আনবিক শক্তি মন্ত্রণালয় | ২০ আগস্ট ১৯৭৫ - ৬ নভেম্বর ১৯৭৫ |
প্রতিমন্ত্রী [সম্পাদনা]
ক্রম | প্রতিকৃতি | নাম | মন্ত্রণালয় ও নির্বাহি অফিস | মেয়াদকাল |
---|---|---|---|---|
১ | শাহ মোয়াজ্জেম হোসেন | বিমান এবং পর্যটন মন্ত্রণালয় | ২০ আগস্ট ১৯৭৫ - ৫ নভেম্বর ১৯৭৫ | |
২০ আগস্ট ১৯৭৫ - ৫ নভেম্বর ১৯৭৫ | ||||
২ | ![]() |
দেওয়ান ফরিদ গাজী | বাণিজ্য মন্ত্রণালয়ঃ বাণিজ্য বিভাগ, বৈদেশিক বাণিজ্য বিভাগ | ২০ আগস্ট ১৯৭৫ - ৬ নভেম্বর ১৯৭৫ |
পেট্রোলিয়াম ও খনিজ সম্পদ মন্ত্রনালয় | ||||
৩ | ![]() |
তাহেরউদ্দিন ঠাকুর | তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় | ২০ আগস্ট ১৯৭৫ - ৫ নভেম্বর ১৯৭৫ |
শ্রম, সমাজকল্যাণ, সংস্কৃতি বিষয়ক এবং ক্রীড়া মন্ত্রনালয় | ২০ আগস্ট ১৯৭৫ - ৩০ আগস্ট ১৯৭৫ | |||
সংস্কৃতি বিষয়ক এবং ক্রীড়া বিভাগ | ৩০ আগস্ট ১৯৭৫ - ৫ নভেম্বর ১৯৭৫ | |||
৪ | ![]() |
নুরুল ইসলাম চৌধুরী | শিল্প মন্ত্রণালয়ঃ (ক) শিল্প বিভাগ, (জ) জাতীয়করণকৃত শিল্প বিভাগ | ২০ আগস্ট ১৯৭৫ - ৬ নভেম্বর ১৯৭৫ |
৫ | ![]() |
নূরুল ইসলাম মঞ্জুর | যোগাযোগ মন্ত্রণালয়ঃ (ক) রেলওয়ে বিভাগ | ২০ আগস্ট ১৯৭৫ - ৬ নভেম্বর ১৯৭৫ |
৬ | ![]() |
কেএম ওবায়দুল রহমান | ডাক, টেলিফোন এবং টেলিগ্রাফ মন্ত্রণালয় | ৩০ আগস্ট ১৯৭৫ - ৫ নভেম্বর ১৯৭৫ |
৭ | মোমেন উদ্দিন আহমেদ | বন্যা নিয়ন্ত্রণ, পানি সম্পদ এবং বিদ্যুৎ মন্ত্রণালয় | ২০ আগস্ট ১৯৭৫ - ৬ নভেম্বর ১৯৭৫ | |
৮ | ![]() |
মোসলেমউদ্দিন খান হাবু মিয়া | পাট মন্ত্রণালয় | ২০ আগস্ট ১৯৭৫ - ৬ নভেম্বর ১৯৭৫ |
৯ | ![]() |
ক্ষিতীশচন্দ্র মণ্ডল | ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় | ২০ আগস্ট ১৯৭৫ - ৬ নভেম্বর ১৯৭৫ |
শ্রম ও সমাজকল্যাণ বিভাগ | ৩০ আগস্ট ১৯৭৫ - ৬ নভেম্বর ১৯৭৫ | |||
১০ | মোহাম্মাদ রিয়াজ উদ্দীন আহমেদ | বন, মৎস্য ও পশুপালন মন্ত্রণালয় | ৩০ আগস্ট ১৯৭৫ - ৬ নভেম্বর ১৯৭৫ | |
১১ | ![]() |
সৈয়দ আলতাফ হোসেন | যোগাযোগ মন্ত্রণালয়ঃ (ক) সড়ক, জনপথ এবং সড়ক পরিবহন বিভাগ। | ২০ আগস্ট ১৯৭৫ - ৬ নভেম্বর ১৯৭৫ |
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ মুজাহিদুল ইসলাম সেলিম (২০ সেপ্টেম্বর ২০১৮)। "খন্দকার মোশতাকের মন্ত্রিসভা"। দৈনিক আমাদের নতুন সময়। ১১ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২০।
- ↑ http://www.majordalimbu.com/Ar07.htm[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "হুদা, মির্জা নূরুল - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২০-০৪-১৫।