ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি
জাতীয় গণতান্ত্রিক দল | |
---|---|
চেয়ারম্যান | কে এম আবু তাহের |
মহাসচিব | আবদুল্লাহ-আল-হারুন (সোহেল) |
প্রতিষ্ঠাতা | সালাউদ্দিন কাদের চৌধুরী |
প্রতিষ্ঠা | ১০ সেপ্টেম্বর, ১৯৮৯ |
সদর দপ্তর | ঢাকা-১০০০ |
রাজনৈতিক অবস্থান | কেন্দ্র-ডান হতে ডানপন্থী (বিগ টেন্ট) |
আন্তর্জাতিক অধিভুক্তি | এশিয়া প্যাসিফিক ডেমোক্রেট ইউনিয়ন |
আনুষ্ঠানিক রঙ | লাল সবুজ সাদা (প্রচলিত) |
স্লোগান | "বাংলাদেশ জিন্দাবাদ" |
জাতীয় সংসদের আসন | ০ / ৩৫০ |
বাংলাদেশের রাজনীতি রাজনৈতিক দল নির্বাচন |
ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি বাংলাদেশের একটি ডানপন্থী রাজনৈতিক দল।[১][২] কে এম আবু তাহের ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান এবং আবদুল্লাহ-আল-হারুন (সোহেল) মহাসচিব।[৩]
ইতিহাস
[সম্পাদনা]সালাউদ্দিন কাদের চৌধুরী নব্বইয়ের দশকের গোড়ার দিকে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠা করেন ও এর নেতৃত্ব দেন।[৪] দলটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারের বিরুদ্ধে ও বাংলাদেশ আওয়ামী লীগের বিরোধী হিসেবেও কাজ করেছে।[৫] ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বাঘ প্রতীক নিয়ে পাবনা-২ আসনে দলের চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তুজা ও চট্টগ্রাম-৬ আসনে সেই সময়ে দলের মহাসচিব সালাহ উদ্দিন কাদের চৌধুরীসহ অনেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সালাহ উদ্দিন কাদের চৌধুরী ও শাহজাহান চৌধুরী[৬] সংসদ সদস্য নির্বাচিত হন।
২০১৪ সালের সেপ্টেম্বর মাসে জাতীয় গণতান্ত্রিক পার্টি ১০টি জাতীয়তাবাদী দলের একটি জোট তৈরি করে যার নামকরণ করা হয় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট।[৭] দলটি ২০১৪ সালের অক্টোবরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বাধীন মহাজোট যুক্ত হয়।[৮]
২০১৮ সালে অক্টোবরে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছাড়ে।[৯][১০]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "8 parties host Iftar"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৯ আগস্ট ২০১১। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২০।
- ↑ "Govt runs country on dictates of foreign powers"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২৯ আগস্ট ২০১০। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২০।
- ↑ "PM pledges free, fair election"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৩ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২০।
- ↑ চৌধুরী, মঈনুল হক (১০ অক্টোবর ২০১৩)। "নিবন্ধন পাচ্ছে সাকা প্রতিষ্ঠিত এনডিপি"। বিডিনিউজ টোয়েন্টিফোর। ২০ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৮।
- ↑ Riaz, Ali; Rahman, Mohammad Sajjadur (২০১৬)। Routledge Handbook of Contemporary Bangladesh (ইংরেজি ভাষায়)। Routledge। আইএসবিএন 978-1-317-30876-8।
- ↑ "শাহজাহান চৌধুরী"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২৮।
- ↑ "10 political parties form NDF alliance"। দৈনিক প্রথম আলো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২০।
- ↑ "BNP loses so-called allies"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২৬ সেপ্টেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২০।
- ↑ "Bangladesh NAP, NDP quit BNP-led alliance"। New Age (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২০।
- ↑ "BNP alliance faces waxing, wafting"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১৭ অক্টোবর ২০১৮। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২০।