জাকের পার্টি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জাকের পার্টি
চেয়ারম্যানমোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী
ভারপ্রাপ্ত মহাসচিবশামীম হায়দার
প্রতিষ্ঠাতাআটরশির পীর সাহেব (নাম হযরত মাওলানা মোহাম্মদ হাসমত উল্লাহ (রঃ) )
প্রতিষ্ঠা১৪ অক্টোবর ১৯৮৯; ৩৩ বছর আগে (1989-10-14)
ছাত্র শাখাজাকের পার্টি ছাত্র ফ্রন্ট
যুব শাখাজাকের পার্টি যুব ফ্রন্ট
ছাত্রী শাখাজাকের পার্টি ছাত্রী ফ্রন্ট
মতাদর্শ সুফীবাদ ইসলাম
ধর্মইসলাম
জাতীয় অধিভুক্তিবাংলাদেশ
ঠিকানাসড়ক ১, বাড়ি ১৯, ব্লক ই, বনানী, ঢাকা ১২১৩
নির্বাচনী প্রতীক
জাকের পার্টি প্রতীক.jpgগোলাপ ফুল
ওয়েবসাইট
zakerpartybd.com/bn/

জাকের পার্টি বাংলাদেশের একটি ইসলামী দল। দলটির বর্তমান নেতা হলেন মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী।[১]

প্রতিষ্ঠা[সম্পাদনা]

জাকের পার্টি আনুষ্ঠানিকভাবে ১৯৮৯ সালে আত্মপ্রকাশ করে।  এর আগে ১৯৮৭ সালের ১০ সেপ্টেম্বর জাকের সংগঠন নামে যাত্রা শুরু হয়। আটরশির তৎকালীন পীর সাহেব ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে ১৯৮৯ সালে জাকের পার্টির ফলক উন্মোচন করেন।

নির্বাচনী ইতিহাস[সম্পাদনা]

নির্বাচন নেতা ভোট % +/-
১৯৯১ মোস্তফা আমীর ফয়সল ৪,১৭,৭৩৭ ১.২২%
১৯৯৬ ফেব্রু বয়কট করে হ্রাস ১.২২
১৯৯৬ জুন ১,৬৭,৫৯৭ ০.৪০ বৃদ্ধি ০.৪০
২০০১ ১,১৮১ ০.০০ হ্রাস০.৪০
২০০৮ ১,৩৪,৯৩৩ ০.১৯ বৃদ্ধি০.১৯
২০১৪ বয়কট করে হ্রাস০.১৯

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "'জাকের পার্টি আদর্শ কেন্দ্রিক দল'"যুগান্তর। ২ মে ২০১৯।