আর্নেস্ট রাদারফোর্ড, নেলসনের প্রথম ব্যারন রাদারফোর্ড, (ইংরেজি: Ernest Rutherford) ওএম, পিসি, এফআর এস (৩০শে আগস্ট, ১৮৭১ – ১৯শে অক্টোবর, ১৯৩৭), একজন নিউজিল্যান্ডীয় নিউক্লীয় পদার্থবিজ্ঞানী। তিনি নিউক্লীয় পদার্থবিজ্ঞানের "জনক" হিসেবে খ্যাত। তিনি তার বিখ্যাত স্বর্ণপাত পরীক্ষায় প্রমাণুর নিউক্লিয়াস বা কেন্দ্রীণ থেকে রাদার্ফোর্ড বিক্ষেপণ আবিষ্কার করেন, যা পরবর্তীতে বোরের পরমাণু মডেল নির্মাণে সহায়ক হয়। তিনিি বিিিংশ শতাব্দীর একজন খ্যাতিসম্পন্ন বিিজ্ঞানী ছিলেন।
- Radio-activity (১৯০৪), 2nd ed. (1905), আইএসবিএন ৯৭৮-১-৬০৩৫৫-০৫৮-১
- Radioactive Transformations (১৯০৬), আইএসবিএন ৯৭৮-১-৬০৩৫৫-০৫৪-৩
- Radiations from Radioactive Substances (১৯১৯)
- The Electrical Structure of Matter (১৯২৬)
- The Artificial Transmutation of the Elements (১৯৩৩)
- The Newer Alchemy (১৯৩৭)
|
---|
১৯০১–১৯২৫ | | |
---|
১৯২৬–১৯৫০ | |
---|
১৯৫১–১৯৭৫ | |
---|
১৯৭৬–২০০০ | |
---|
২০০১-বর্তমান | |
---|