হারবার্ট সি. ব্রাউন
অবয়ব
হারবার্ট চার্লস ব্রাউন | |
---|---|
জন্ম | Herbert Brovarnik ২২ মে ১৯১২ |
মৃত্যু | ১৯ ডিসেম্বর ২০০৪ | (বয়স ৯২)
জাতীয়তা | মার্কিন যুক্তরাষ্ট্র |
মাতৃশিক্ষায়তন | শিকাগো বিশ্ববিদ্যালয় |
পরিচিতির কারণ | Organoboranes |
দাম্পত্য সঙ্গী | Sarah Baylen (1937–2004; his death; 1 child) |
পুরস্কার | ন্যাশনাল মেডেল অব সায়েন্স ১৯৬৯ Elliott Cresson Medal 1978 |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | রসায়ন |
প্রতিষ্ঠানসমূহ | শিকাগো বিশ্ববিদ্যালয়, পারডু বিশ্ববিদ্যালয় |
ডক্টরাল উপদেষ্টা | Hermann Irving Schlesinger |
যাদেরকে প্রভাবিত করেছেন | Akira Suzuki Ei-ichi Negishi Subash Jonnalagadda |
হারবার্ট চার্লস ব্রাউন একজন নোবেল বিজয়ী রসায়নবিদ। বিংশ শতাব্দীর প্রথম ২-৩ জন প্রধান জৈব রাসায়নবিদের মধ্যে তাকে গণ্য করা হতো। ১৯৭৯ খ্রিস্টাব্দে তিনি জর্জ্জ উইটিং এর সঙ্গে যৌথভাবে নোবল পুরস্কার লাভ করেন।[১]
জীবনী
[সম্পাদনা]ব্রাউন শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে ১৯৩৬ খ্রিস্টাব্দে বিএসসি এবং ১৯৩৮ খ্রিস্টাব্দে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি এখানে ইন্সট্রাক্টর হিসেবে যোগ দেন ১৯৩৯ খ্রিস্টাব্দে । পরে ওয়েন ইউনিভার্সিটিতে সহকারী অধ্যাপক হিসেবে যোগদন করেন। ১৯৪৬ খ্রিস্টাব্দে সহযোগী অধ্যাপক পদে উন্নীত হন। ১৯৪৭ খ্রিস্টাব্দে পারডু বিশ্ববিদ্যালয়ের অজৈব রসায়নের অধ্যাপক নিযুক্ত হন।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]বিষয়শ্রেণীসমূহ:
- ১৯১২-এ জন্ম
- ২০০৪-এ মৃত্যু
- ন্যাশনাল মেডেল অফ সাইন্স বিজয়ী
- নোবেল বিজয়ী রসায়নবিদ
- ব্রিটিশ বংশোদ্ভূত মার্কিনী
- মার্কিন রসায়নবিদ
- মার্কিন নোবেল বিজয়ী
- শিকাগো বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- পারডু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
- প্রিস্টলি পদক বিজয়ী
- লিনাস পাউলিং অ্যাওয়ার্ড বিজয়ী
- এলিয়ট ক্রেসন পদক বিজয়ী
- পার্কিন মেডেল বিজয়ী
- মার্কিন যুক্তরাষ্ট্রে ইংরেজ অভিবাসী
- ইউক্রেনীয় ইহুদি বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- ব্রিটিশ নোবেল বিজয়ী
- ইংরেজ ইহুদি
- ইহুদি মার্কিন বিজ্ঞানী
- ইহুদি রসায়নবিদ
- অজৈব রসায়নবিদ