বিষয়বস্তুতে চলুন

হারবার্ট সি. ব্রাউন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হারবার্ট চার্লস ব্রাউন
জন্ম
Herbert Brovarnik

(১৯১২-০৫-২২)২২ মে ১৯১২
মৃত্যু১৯ ডিসেম্বর ২০০৪(2004-12-19) (বয়স ৯২)
জাতীয়তামার্কিন যুক্তরাষ্ট্র
মাতৃশিক্ষায়তনশিকাগো বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণOrganoboranes
দাম্পত্য সঙ্গীSarah Baylen (1937–2004; his death; 1 child)
পুরস্কারন্যাশনাল মেডেল অব সায়েন্স ১৯৬৯

Elliott Cresson Medal 1978
রসায়নে নোবেল পুরস্কার ১৯৭৯
Priestley Medal 1981

Perkin Medal 1982
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্ররসায়ন
প্রতিষ্ঠানসমূহশিকাগো বিশ্ববিদ্যালয়,
পারডু বিশ্ববিদ্যালয়
ডক্টরাল উপদেষ্টাHermann Irving Schlesinger
যাদেরকে প্রভাবিত করেছেনAkira Suzuki
Ei-ichi Negishi
Subash Jonnalagadda

হারবার্ট চার্লস ব্রাউন একজন নোবেল বিজয়ী রসায়নবিদ। বিংশ শতাব্দীর প্রথম ২-৩ জন প্রধান জৈব রাসায়নবিদের মধ্যে তাকে গণ্য করা হতো। ১৯৭৯ খ্রিস্টাব্দে তিনি জর্জ্জ উইটিং এর সঙ্গে যৌথভাবে নোবল পুরস্কার লাভ করেন।[]

জীবনী

[সম্পাদনা]

ব্রাউন শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে ১৯৩৬ খ্রিস্টাব্দে বিএসসি এবং ১৯৩৮ খ্রিস্টাব্দে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি এখানে ইন্সট্রাক্টর হিসেবে যোগ দেন ১৯৩৯ খ্রিস্টাব্দে । পরে ওয়েন ইউনিভার্সিটিতে সহকারী অধ্যাপক হিসেবে যোগদন করেন। ১৯৪৬ খ্রিস্টাব্দে সহযোগী অধ্যাপক পদে উন্নীত হন। ১৯৪৭ খ্রিস্টাব্দে পারডু বিশ্ববিদ্যালয়ের অজৈব রসায়নের অধ্যাপক নিযুক্ত হন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]