ওসামু শিমোমুরা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ওসামু শিমোমুরা
Osamu Shimomura-press conference Dec 06th, 2008-2.jpg
জন্ম (1928-08-27) ২৭ আগস্ট ১৯২৮ (বয়স ৯৪)
জাতীয়তাজাপান[১]
মাতৃশিক্ষায়তননাগাসাকি বিশ্ববিদ্যালয়
নাগোয়া বিশ্ববিদ্যালয়
পুরস্কারAsahi Prize (2006)
রসায়নে নোবেল পুরস্কার (২০০৮)
বৈজ্ঞানিক কর্মজীবন
প্রতিষ্ঠানসমূহপ্রিন্সটন বিশ্ববিদ্যালয়
বোস্টন ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন
মেরিন বায়োলজিক্যাল ল্যাবরেটরী
স্টকহোমে সুইডিশ একাডেমি অব সায়েন্সে এক সংবাদ সম্মেলনে নোবেল পুরস্কার বিজয়ী পল ক্রুগম্যান, রজার সিয়েন, মার্টিন চালফি, ওসামু শিমোমুরা, মাকোটো কোবায়াশি এবং তোশিহিদ মাসুকওয়া, ২০০৮

ওসামু শিমোমুরা একজন জাপানি জৈব রসায়নবিজ্ঞানী এবং মেরিন জীববিজ্ঞানী। তিনি মেরিন বায়োলজিক্যাল ল্যাবরেটরী এবং বোস্টন ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন এর ইমেরিটাস অধ্যাপক। তিনি ২০০৮ সালে মার্টিন চেলফি এবং রজার ওয়াই. তিসিয়েন এর সাথে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।

জীবনী[সম্পাদনা]

শিমোমুরা ১৯২৮ সালের ২৭ অগাস্ট জন্মগ্রহণ করেন। তিনি নাগাসাকি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫১ সালে ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। তিনি নাগোয়া বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৮ সালে মাস্টার্স এবং ১৯৬০ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। [২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Osamu Shimomura"। Nndb.com। সংগ্রহের তারিখ ২০০৮-১০-১০ 
  2. http://www.nndb.com/people/626/000173107/