বিষয়বস্তুতে চলুন

অ্যালান হিগার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অ্যালান জে হিগার
হিগার, ২০১৩ সালে
জন্ম (1936-01-22) জানুয়ারি ২২, ১৯৩৬ (বয়স ৮৮)
আইওয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
জাতীয়তামার্কিন যুক্তরাষ্ট্র
মাতৃশিক্ষায়তনইউনিভার্সিটি অব নেব্রাস্কা
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে
পুরস্কাররসায়নে নোবেল পুরস্কার (২০০০)
Balzan Prize
ENI award
Oliver E. Buckley Condensed Matter Prize (১৯৮৩)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রপদার্থবিজ্ঞান, রসায়ন
প্রতিষ্ঠানসমূহপেন্সিল্‌ভেনিয়া বিশ্ববিদ্যালয়
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান্তা বারবারা
ডক্টরাল উপদেষ্টাAlan Portis

অ্যালান জে হিগার একজন মার্কিন পদার্থবিজ্ঞানী এবং শিক্ষাবিদ। তিনি ২০০০ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি ইউনিভার্সিটি অব নেব্রাস্কা থেকে ১৯৫৭ সালে পদার্থবিজ্ঞান ও গণিতে ব্যাচেলর্স ডিগ্রি অর্জন করেন। তিনি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে থেকে ১৯৬১ সালে পদার্থবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৬২ থেকে ১৯৮২ সাল পর্যন্ত পেন্সিল্‌ভেনিয়া বিশ্ববিদ্যালয় এ শিক্ষকতা করেন। ১৯৮২ সালে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান্তা বারবারাতে পদার্থবিজ্ঞান এবং ম্যাটেরিয়ালসের অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। তার ৫০ এর অধিক পেটেন্ট এবং ৮০০ এর অধিক গবেষণাপত্র রয়েছে। []

তথ্যসূত্র

[সম্পাদনা]