রজার কর্নবার্গ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রজার কর্নবার্গ
Roger.Kornberg.JPG
জন্ম
রজার ডেভিড কর্নবার্গ

(1947-04-24) ২৪ এপ্রিল ১৯৪৭ (বয়স ৭৫)
জাতীয়তামার্কিন যুক্তরাষ্ট্র
মাতৃশিক্ষায়তনহার্ভার্ড বিশ্ববিদ্যালয় (স্নাতক),
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় (পিএইচডি)
পরিচিতির কারণTransmission of genetic information from DNA to RNA
পুরস্কাররসায়নে নোবেল পুরস্কার (২০০৬),
Louisa Gross Horwitz Prize (2006),
Gairdner Foundation International Award (2000),
Harvey Prize (1997)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রStructural biology
প্রতিষ্ঠানসমূহস্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়,
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
স্বাক্ষর
Roger D. Kornberg Signeture.jpg

রজার কর্নবার্গ (ইংরেজি: Roger D. Kornberg) (জন্ম: এপ্রিল ২৪, ১৯৪৭) মার্কিন জীব-রসায়নবিদ এবং স্ট্যানফোর্ড ইউনিভারসিটির স্কুল অব মেডিসিন বিভাগের গাঠনিক জীববিজ্ঞানের অধ্যাপক, একজন নোবেল ল'রিয়েট।

জীবনবৃত্তান্ত[সম্পাদনা]

১৯৪৭ সালে রজার সেন্ট লুইস, মিসৌরিতে জন্ম গ্রহণ করেন। ১৯৬৭ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে ব্যাচেলার ডিগ্রি লাভ করেন। ১৯৭২ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল-ফিজিক্সে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ১৯৭৮ সাল থেকে তিনি ষ্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গাঠনিক জীববিজ্ঞানের অধ্যাপক।

নোবেল পুরস্কার[সম্পাদনা]

রজার জেনেটিক গবেষণার জন্য ২০০৬ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. [১] ২০০৬ সালের নোবেলজয়ী বিজ্ঞানী