গেরহার্ড হার্জবার্গ
অবয়ব
গেরহার্ড হাইনরিখ ফ্রেডরিখ অটো জুলিয়াস হার্জবার্গ | |
---|---|
![]() | |
জন্ম | |
মৃত্যু | ৩ মার্চ ১৯৯৯ | (বয়স ৯৪)
জাতীয়তা | জার্মান |
পুরস্কার | রসায়নে নোবেল পুরস্কার ১৯৭১ |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | ভৌত রসায়ন |
প্রতিষ্ঠানসমূহ | কার্লটন বিশ্ববিদ্যালয়, সাসকেচওয়ান বিশ্ববিদ্যালয় |

গেরহার্ড হাইনরিখ ফ্রেডরিখ অটো জুলিয়াস হার্জবার্গ একজন জার্মান-কানাডীয় পদার্থবিজ্ঞানী এবং ভৌত রসায়নবিজ্ঞানী। তিনি ১৯৭১ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।
জীবনী
[সম্পাদনা]হার্জবার্গ ১৯০৪ সালের ২৫ ডিসেম্বর জার্মানির হামবুর্গে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৩৬ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত সাসকেচওয়ান বিশ্ববিদ্যালয় এ পদার্থবিজ্ঞানের অধ্যাপক হিসেবে কাজ করেন। তিনি ১৯৩৯ সালে রয়েল সোসাইটি অব কানাডার ফেলো হন। তিনি ১৯৪৫ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত শিকাগো বিশ্ববিদ্যালয় এর অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৫১ সালে রয়েল সোসাইটির ফেলো হন। তিনি ১৯৬৬ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত রয়েল সোসাইটি অব কানাডার প্রেসিডেন্ট ছিলেন। ১৯৭১ সালে রয়েল মেডেল লাভ করেন। ১৯৭৩ থেলে ১৯৮০ সাল পর্যন্ত কার্লটন বিশ্ববিদ্যালয় এর চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন।
সম্মাননা
[সম্পাদনা]কম্প্যানিয়ন অব দ্য অর্ডার অব কানাডা, ১৯৬৮
তথ্যসূত্র
[সম্পাদনা]বিষয়শ্রেণীসমূহ:
- ১৯০৪-এ জন্ম
- ১৯৯৯-এ মৃত্যু
- নোবেল বিজয়ী রসায়নবিদ
- জার্মান নোবেল বিজয়ী
- শিকাগো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
- উইলার্ড গিবস অ্যাওয়ার্ড বিজয়ী
- লিনাস পাউলিং অ্যাওয়ার্ড বিজয়ী
- কানাডীয় নোবেল বিজয়ী
- কর্নেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
- আমেরিকান ফিজিক্যাল সোসাইটির বিশিষ্ট সভ্য
- ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
- মার্কিন ফিলোসফিক্যাল সোসাইটির সদস্য
- রয়েল সুয়েডীয় বিজ্ঞান অ্যাকাডেমির সদস্য