বিষয়বস্তুতে চলুন

অর্ডার অফ মেরিট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অর্ডার অফ মেরিট
লন্ডন রয়্যাল সোসাইটিতে রক্ষিত ডরোথি হডকিংকে প্রদত্ত অর্ডার অফ মেরিট।
প্রদানকারী the

যুক্তরাজ্যের রাজা
(foundation – ১৯৩১)
the

monarch of the United Kingdom and the Dominions
(1931–1952)
the

monarch of the Commonwealth realms
(since 1952)
ধরনব্রিটিশ রাজবংশীয় অর্ডার
প্রতিপাদ্যমেধার জন্য
যোগ্যতাব্রিটিশ কমনওয়েলথের যে কোন জীবিত নাগরিক।
যে জন্য পুরস্কৃত হয়রাজার পরিতোষপূর্বক
অবস্থাCurrently constituted
সার্বভৌমরানী দ্বিতীয় এলিজাবেথ
গ্রেড সমূহসদস্য (ও এম)
প্রাধান্য
পরবর্তী (উচ্চতর)Dependent on state
পরবর্তী (নিম্নতর)Dependent on state

অর্ডার অফ মেরিট এর রিবন

দ্য অর্ডার অফ মেরিট ব্রিটিশ রাজবংশ কর্তৃক প্রদত্ত একটি সম্মাননা। ১৯০২ সালে রাজা সপ্তম এডওয়ার্ড কর্তৃক প্রদত্ত এই সম্মাননা সামরিক, বিজ্ঞান, সাহিত্য ও শিল্পে বিশেষ অবদানের জন্য কমনওয়েলথভূক্ত দেশের নাগরিকদের প্রদান করা হয়। ২৪ জন জীবিত সদস্য, যারা ইতোমধ্যে এই পদক পেয়েছেন এবং কিছু সম্মানিত সদস্যদের সুপারিশের ভিত্তিতে এই সম্মাননা প্রদান করা হয়। [][] এটি একটি আজীবন সম্মাননা।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. The Royal Household। "The Queen and the UK > Queen and Honours > Order of Merit"। Queen's Printer। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০০৯ 
  2. Office of the Governor General of Canada। "It's an Honour > Orders > Order of Merit"। Queen's Printer for Canada।