এডউইন মাটিসন ম্যাকমিলান
এডউইন মাটিসন ম্যাকমিলান | |
---|---|
![]() | |
জন্ম | ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র | ১৮ সেপ্টেম্বর ১৯০৭
মৃত্যু | সেপ্টেম্বর ৭, ১৯৯১ ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স ৮৩)
জাতীয়তা | মার্কিন |
মাতৃশিক্ষায়তন | ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রিন্সটন বিশ্ববিদ্যালয় |
পরিচিতির কারণ | the first transuranium element |
পুরস্কার | রসায়নে নোবেল পুরস্কার (১৯৫১) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | রসায়ন |
প্রতিষ্ঠানসমূহ | ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে বার্কলে রেডিয়েশন ল্যাবরেটরী |
ডক্টরাল উপদেষ্টা | Edward Condon আর্নেস্ট লরেন্স |
এডউইন মাটিসন ম্যাকমিলান (ইংরেজি: Edwin McMillan) (১৮ সেপ্টেম্বর ১৯০৭ - ৭ সেপ্টেম্বর ১৯৯১) একজন মার্কিন পদার্থবিজ্ঞানী। তিনি ১৯৫১ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।
জীবনী[সম্পাদনা]
ম্যাকমিলান ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ১৯২৮ সালে ব্যাচেলর অব সায়েন্স এবং ১৯২৯ সালে মাস্টার অব সায়েন্স ডিগ্রি লাভ করেন। ১৯৩২ সালে প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে লাভ করেন ডক্টর অব ফিলোসফি।