ফ্রেডরিক স্যাঙ্গার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফ্রেডরিক স্যাঙ্গার
Frederick Sanger2.jpg
জন্ম(১৯১৮-০৮-১৩)১৩ আগস্ট ১৯১৮
Rendcomb, Gloucestershire, England
মৃত্যু১৯ নভেম্বর ২০১৩(2013-11-19) (বয়স ৯৫)
Cambridge, England
জাতীয়তাব্রিটিশ
মাতৃশিক্ষায়তনকেমব্রিজ বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণএমাইনো এসিড sequence of insulin, dideoxy method of sequencing DNA
পুরস্কাররসায়নে নোবেল পুরস্কার (১৯৫৮)
রসায়নে নোবেল পুরস্কার (১৯৮০)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রপ্রাণরসায়ন
প্রতিষ্ঠানসমূহকেমব্রিজ বিশ্ববিদ্যালয়,
Laboratory of Molecular Biology
ডক্টরাল উপদেষ্টাAlbert Neuberger
ডক্টরাল শিক্ষার্থীRodney Robert Porter,
এলিজাবেথ ব্ল্যাকবার্ন

ফ্রেডরিক স্যাঙ্গার (১৩ আগস্ট ১৯১৮ - ১৯ নভেম্বর ২০১৩) একজন ইংরেজ প্রাণরসায়নবিদ। তিনি রসায়নে দুইটি নোবেল পুরস্কারপ্রাপ্ত একমাত্র ব্যক্তি। পুষ্টি জগতের প্রোটিনের গঠনের ইতিবৃত্ত আসে ড. ফ্রেডিরিখের গবেষণা ও চিন্তার সূত্র ধরে। প্রোটিনের রাসায়নিক রূপ দাঁড় করানোর জন্য ১৯৫৮ সালে প্রথমবার নোবেল পান তিনি।পরবর্তীতে নিউক্লিক এসিডের বেস সিকোয়েন্স নিয়ে গবেষণার স্বীকৃতি স্বরূপ ১৯৮০ সালে রসায়নেই পুনরায় নোবেল পুরস্কার লাভ করেন।

জন্ম ও শিক্ষাজীবন[সম্পাদনা]

স্যাঙ্গার সেন্টার, জিনোম ক্যাম্পাস, কেমব্রিজশায়ার

১৯১৮ সালে ইংল্যান্ডের গ্লুচেস্টারশায়ার শহরে জন্ম ফ্রেডরিকের। বাবার পথ ধরে চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল তার ছোটবেলাতে। তবে শেষ পর‌্যন্ত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে প্রাণরসায়নবিদ্যার ওপরেই তিনি উচ্চ শিক্ষা নেন। স্যাঙ্গার ১৯৪৩ সালে ডক্টরেট ডিগ্রি লাভ করেন।

কর্মজীবন[সম্পাদনা]

সম্মাননা[সম্পাদনা]

  • ফেলো অব দ্য রয়েল সোসাইটি - ১৯৫৪
  • কমান্ডার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার - ১৯৫৩
  • অর্ডার অব দ্য কম্প্যানিয়ন্স অব অনার - ১৯৮১
  • অর্ডার অব মেরিট (কমনওয়েলথ) - ১৯৮৬
  • রয়েল মেডেল - ১৯৬৯
  • কপলি মেডেল - ১৯৭৭

তথ্যসূত্র[সম্পাদনা]


বহি:সংযোগ[সম্পাদনা]