ডাডলি হের্শবাখ
এই নিবন্ধটির একটা বড়সড় অংশ কিংবা সম্পূর্ণ অংশই একটিমাত্র সূত্রের উপর নির্ভরশীল। (এপ্রিল ২০১৪) |
ডাডলি রবার্ট হের্শবাখ | |
---|---|
![]() ২০১২ সালে নোবেল বিজয়ীদের সম্মেলনে ডাডলি রবার্ট হের্শবাখ | |
জন্ম | ডাডলি রবার্ট হের্শবাখ ১৮ জুন ১৯৩২ সান জোসে, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র |
জাতীয়তা | মার্কিন যুক্তরাষ্ট্র |
কর্মক্ষেত্র | রসায়ন |
প্রতিষ্ঠান | ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় Freiburg University টেক্সাস এ অ্যান্ড এম ইউনিভার্সিটি |
প্রাক্তন ছাত্র | হার্ভার্ড বিশ্ববিদ্যালয় স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় |
পিএইচডি উপদেষ্টা | Edgar Bright Wilson |
পিএইচডি ছাত্ররা | Richard N. Zare Anita Goel |
পরিচিতির কারণ | আণবিক গতিবিদ্যা |
উল্লেখযোগ্য পুরস্কার | রসায়নে নোবেল পুরস্কার (১৯৮৬) Linus Pauling Medal (1978) Michael Polanyi Medal (1981) Irving Langmuir Award (1983) |
ডাডলি রবার্ট হের্শবাখ একজন মার্কিন রসায়নবিদ। তিনি ১৯৮৬ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।[১]
জীবনী[সম্পাদনা]
হের্শবাখ ক্যালিফোর্নিয়ার সান জোসেতে জন্মগ্রহণ করেন। ক্যাম্পবেল হাইস্কুল থেকে গ্র্যাজুয়েট হয়ে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৪ সালে গণিতে ব্যাচেলর অব সায়েন্স এবং ১৯৫৫ সালে রসায়নে মাস্টার অব সায়েন্স ডিগির অর্জন করেন। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৬ সালে পদার্থবিজ্ঞানে মাস্টার অব আর্টস এবং ১৯৫৮ সালে রাসায়নিক পদার্থবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৫৯ সালে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলের রসায়ন বিভাগে সহকারী অধ্যাপক পদে যোগ দেন এবং ১৯৬১ সালে সহযোগী অধ্যাপক পদে উন্নীত হন। তিনি ২০০৫ সালে টেক্সাস এ অ্যান্ড এম ইউনিভার্সিটিতে পদার্থবিজ্ঞানের অধ্যাপক পদে যোগ দেন।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ Herschbach, Dudley R.। "Autobiography"। Nobelprize.org। সংগ্রহের তারিখ ২০০৬-০৬-০১।
বহিঃসংযোগ[সম্পাদনা]
বিষয়শ্রেণীসমূহ:
- স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
- ১৯৩২-এ জন্ম
- নোবেল বিজয়ী রসায়নবিদ
- মার্কিন নোবেল বিজয়ী
- ভৌত রসায়নবিদ
- জীবিত ব্যক্তি
- টেক্সাস এ অ্যান্ড এম ইউনিভার্সিটির শিক্ষক
- ন্যাশনাল মেডেল অফ সাইন্স বিজয়ী
- আর্ভিং ল্যাংমিউয়র অ্যাওয়ার্ড বিজয়ী
- লিনাস পাউলিং অ্যাওয়ার্ড বিজয়ী
- জার্মান বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি