ডেরেক হ্যারল্ড রিচার্ড বার্টন
ডেরেক হ্যারল্ড রিচার্ড বার্টন | |
---|---|
জন্ম | কেন্ট, ইংল্যান্ড | ৮ সেপ্টেম্বর ১৯১৮
মৃত্যু | ১৬ মার্চ ১৯৯৮ কলেজ স্টেশন, টেক্সাস, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স ৭৯)
জাতীয়তা | United Kingdom |
কর্মক্ষেত্র | রসায়ন |
প্রতিষ্ঠান | ইম্পেরিয়াল কলেজ লন্ডন, Institut de Chimie des Substances Naturelles, টেক্সাস এ অ্যান্ড এম ইউনিভার্সিটি Birkbeck, University of London |
প্রাক্তন ছাত্র | ইম্পেরিয়াল কলেজ লন্ডন |
পিএইচডি উপদেষ্টা | Ian Heilbron |
পরিচিতির কারণ | Barton reaction Barton decarboxylation Barton–McCombie deoxygenation Barton–Zard synthesis |
উল্লেখযোগ্য পুরস্কার | রসায়নে নোবেল পুরস্কার ১৯৬৯, কপলি মেডেল |
ডেরেক হ্যারল্ড রিচার্ড বার্টন একজন ব্রিটিশ জৈব রসায়নবিজ্ঞানী। তিনি ১৯৬৯ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।
জীবনী[সম্পাদনা]
বার্টন ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে ১৯৪০ সালে গ্র্যাজুয়েট হন এবং ১৯৪২ সালে জৈব রসায়নে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি এই বিশ্ববিদ্যালয়ে সহকারী প্রভাষক হিসেবে নিযুক্ত হন। তিনি ১৯৪৯ ও ১৯৫০ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এ ভিজিটিং প্রভাষক হিসেবে কাজ করেন। তিনি ১৯৫৫ সালে গ্লাসগো বিশ্ববিদ্যালয় এর রসায়নের অধ্যাপক নিযুক্ত হন। ১৯৫৭ সালে ইম্পেরিয়াল কলেজ লন্ডন এর জৈব রসায়নের অধ্যাপক নিযুক্ত হন। ১৯৫৮ সালে তিনি ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজিতে এবং ১৯৬০ সালে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলেতে ভিজিটিং অধ্যাপক হিসেবে কাজ করেন।
সম্মাননা[সম্পাদনা]
- ফেলো অব দ্য রয়েল সোসাইটি, ১৯৫৪
- ফেলো অব দ্য রয়েল সোসাইটি অব এডিনবরা, ১৯৫৬