ওয়াল্টার কোন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ওয়াল্টার কোন
Walter Kohn.jpg
জন্ম৯ মার্চ, ১৯২৩
মৃত্যু১৯ এপ্রিল ২০১৬(2016-04-19) (বয়স ৯৩)
জাতীয়তামার্কিন যুক্তরাষ্ট্র
মাতৃশিক্ষায়তনইউনিভার্সিটি অব টরোন্টো, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণDensity functional theory
পুরস্কারNobel prize medal.svg রসায়নে নোবেল পুরস্কার (১৯৯৮), Buckley Prize
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রপদার্থবিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান্তা বারবারা, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান ডিয়েগো
ডক্টরাল উপদেষ্টাজুলিয়ান শুইঙার
স্বাক্ষর
Walter Kohn Autograph.jpg
ওয়াল্টার কোহন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক ডক্টরেট পাচ্ছেন

ওয়াল্টার কোন (৯ মার্চ, ১৯২৩ - ১৯ এপ্রিল, ২০১৬) একজন অস্ট্রীয়-মার্কিন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী। তিনি ১৯৯৮ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।

জীবনী[সম্পাদনা]

কোন ১৯৪৬ সালে ইউনিভার্সিটি অব টরোন্টো থেকে ফলিত গণিতে এমএ ডিগ্রি লাভ করেন। ১৯৪৮ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তার পিএইচডি উপদেষ্টা ছিলেন জুলিয়ান শুইঙার। তিনি পরে কার্নেগী মেলন ইউনিভার্সিটিতে চলে যান। ১৯৬০ সালে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান ডিয়েগোতে পদার্থবিজ্ঞান বিভাগে চেয়ারম্যান হিসেবে যোগ দেন এবং ১৯৭৯ সাল পর্যন্ত এখানেই ছিলেন। ১৯৮৪ সালে যোগ দেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান্তা বারবারার পদার্থবিজ্ঞান বিভাগে।

পুরস্কার ও সম্মাননা[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. news.harvard.edu/gazette/story/2012/05/eight-receive-honorary-degrees/

বহি:সংযোগ[সম্পাদনা]