বিষয়বস্তুতে চলুন

২০২৩ পুরুষ অ্যাশেজ সিরিজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২৩ পুরুষ অ্যাশেজ সিরিজ
২০২৩–২০২৫ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ-এর অংশ
তারিখ১৬ জুন ২০২৩ – ৩১ জুলাই ২০২৩
স্থানইংল্যান্ড
ফলাফলসিরিজ ড্র
সিরিজ সেরা খেলোয়াড়ইংল্যান্ড ক্রিস ওকস
অস্ট্রেলিয়া মিচেল স্টার্ক
দলসমূহ
 ইংল্যান্ড  অস্ট্রেলিয়া
অধিনায়কবৃন্দ
বেন স্টোকস প্যাট কামিনস
সর্বাধিক রান
জ্যাক ক্রলি (৪৮০) উসমান খাওয়াজা (৪৯৬)
সর্বাধিক উইকেট
স্টুয়ার্ট ব্রড (২১) মিচেল স্টার্ক (২৩)

২০২৩ পুরুষ অ্যাশেজ সিরিজ ছিল একটি টেস্ট ক্রিকেট সিরিজ যেটি ২০২৩ সালের জুন ও জুলাই মাসে ইংল্যান্ডঅস্ট্রেলিয়ার মধ্যে ঐতিহাসিক অ্যাশেজ দ্বৈরথের অংশ হিসেবে ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়।[] সিরিজের পাঁচটি টেস্ট ম্যাচ এজবাস্টন ক্রিকেট মাঠ, লর্ড'স, হেডিংলি ক্রিকেট মাঠ, ওল্ড ট্র‍্যাফোর্ড ক্রিকেট মাঠদি ওভালে আয়োজিত হয়।[] ২০২১ ও ২০২২ সালে অনুষ্ঠিত সর্বশেষ অ্যাশেজ সিরিজে বিজয়ী হয়েছিল অস্ট্রেলিয়া।[] সিরিজটি ২০২৩–২০২৫ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের একটি অংশ হিসেবে খেলা হয়।[]

সিরিজে উভয় দল দুটি করে ম্যাচে জয়লাভ করে।[] সিরিজটি সমতায় শেষ হওয়ায় বিগত অ্যাশেজ সিরিজের বিজয়ী দল অস্ট্রেলিয়া অ্যাশেজ সিরিজে জয়ী দলের খেতাব ধরে রাখতে সমর্থ হয়।[]

এ সিরিজ শুরু হওয়ার পর ইংল্যান্ডে নারীদের অ্যাশেজ সিরিজও অনুষ্ঠিত হয়।[]

দলীয় সদস্য

[সম্পাদনা]
 ইংল্যান্ড[]  অস্ট্রেলিয়া[]

দ্বিতীয় টেস্ট ম্যাচের আগে জেমস পিয়ারসনকে অস্ট্রেলিয়া দলে যোগ করা হয়।[১০] সিরিজ শুরুর আগে চোটের কারণে জ্যাক লিচ ইংল্যান্ড দল থেকে ছিটকে যান।[১১] তাঁর পরিবর্তে মঈন আলিকে ইংল্যান্ড দলে যোগ করা হয়।[১২] সিরিজের প্রথম টেস্ট ম্যাচের পর ইংল্যান্ড দলে রেহান আহমেদকে যোগ করা হয়।[১৩] সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের পর ম্যাট রেনশকে অস্ট্রেলিয়ার মূল দল থেকে অব্যাহতি দিয়ে স্ট্যান্ডবাই খেলোয়াড়ে পরিণত করা হয় ও মাইকেল নেসারকে অস্ট্রেলিয়া দলে যোগ করা হয়।[১৪]

১ম টেস্ট

[সম্পাদনা]
১৬–২০ জুন ২০২৩
স্কোরকার্ড
৩৯৩/৮ঘো (৭৮ ওভার)
জো রুট ১১৮* (১৫২)
নাথান লায়ন ৪/১৪৯ (২৯ ওভার)
৩৮৬ (১১৬.১ ওভার)
উসমান খাওয়াজা ১৪১ (৩২১)
অলি রবিনসন ৩/৫৫ (২২.১ ওভার)
২৭৩ (৬৬.২ ওভার)
হ্যারি ব্রুক ৪৬ (৫২)
প্যাট কামিনস ৪/৬৩ (১৮.২ ওভার)
২৮২/৮ (৯২.৩ ওভার)
উসমান খাওয়াজা ৬৫ (১৯৭)
স্টুয়ার্ট ব্রড ৩/৬৪ (২১ ওভার)
অস্ট্রেলিয়া ২ উইকেটে জয়ী
এজবাস্টন ক্রিকেট মাঠ, বার্মিংহাম
আম্পায়ার: আহসান রাজা (পাকিস্তান) ও মারে এরাসমাস (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: উসমান খাওয়াজা (অস্ট্রেলিয়া)
  • ইংল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • প্রথম ও চতুর্থ দিনে আলোকস্বল্পতার কারণে যথাক্রমে ৬ ওভার ও ১০ ওভার খেলা সম্ভব হয়নি।
  • তৃতীয় দিনে বৃষ্টির কারণে ৫৪.৩ ওভার খেলা সম্ভব হয়নি।
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: অস্ট্রেলিয়া ১২, ইংল্যান্ড −২।[১৫]

২য় টেস্ট

[সম্পাদনা]
২৮ জুন–২ জুলাই ২০২৩
স্কোরকার্ড
৪১৬ (১০০.৪ ওভার)
স্টিভেন স্মিথ ১১০ (১৮৪)
জশুয়া টাং ৩/৯৮ (২২ ওভার)
৩২৫ (৭৬.২ ওভার)
বেন ডাকেট ৯৮ (১৩৪)
মিচেল স্টার্ক ৩/৮৮ (১৭ ওভার)
২৭৯ (১০১.৫ ওভার)
উসমান খাওয়াজা ৭৭ (১৮৭)
স্টুয়ার্ট ব্রড ৪/৬৫ (২৪.৫ ওভার)
৩২৭ (৮১.৩ ওভার)
বেন স্টোকস ১৫৫ (২১৪)
প্যাট কামিনস ৩/৬৯ (২৫ ওভার)
অস্ট্রেলিয়া ৪৩ রানে জয়ী
লর্ড'স, লন্ডন
আম্পায়ার: আহসান রাজা (পাকিস্তান) ও ক্রিস গ্যাফানি (নিউজিল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া)
  • ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • প্রথম ও দ্বিতীয় দিনে আলোকস্বল্পতার কারণে যথাক্রমে ৭ ওভার ও ৯ ওভার খেলা সম্ভব হয়নি।
  • তৃতীয় দিনে বৃষ্টির কারণে ২৬.৪ ওভার খেলা সম্ভব হয়নি।
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: অস্ট্রেলিয়া ১২, ইংল্যান্ড −৯।[১৫]

৩য় টেস্ট

[সম্পাদনা]
৬–১০ জুলাই ২০২৩
স্কোরকার্ড
২৬৩ (৬০.৪ ওভার)
মিচেল মার্শ ১১৮ (১১৮)
মার্ক উড ৫/৩৪ (১১.৪ ওভার)
২৩৭ (৫২.৩ ওভার)
বেন স্টোকস ৮০ (১০৮)
প্যাট কামিনস ৬/৯১ (১৮ ওভার)
২২৪ (৬৭.১ ওভার)
ট্র্যাভিস হেড ৭৭ (১১২)
স্টুয়ার্ট ব্রড ৩/৪৫ (১৪.১ ওভার)
২৫৪/৭ (৫০ ওভার)
হ্যারি ব্রুক ৭৫ (৯৩)
মিচেল স্টার্ক ৫/৭৮ (১৬ ওভার)
  • ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • প্রথম ও দ্বিতীয় দিনে আলোকস্বল্পতার কারণে যথাক্রমে ৮ ওভার ও ৭ ওভার খেলা সম্ভব হয়নি।
  • তৃতীয় দিনে বৃষ্টির কারণে ৬২ ওভার খেলা সম্ভব হয়নি।
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: ইংল্যান্ড ১২, অস্ট্রেলিয়া ০।

৪র্থ টেস্ট

[সম্পাদনা]
১৯–২৩ জুলাই ২০২৩
স্কোরকার্ড
৩১৭ (৯০.২ ওভার)
মিচেল মার্শ ৫১ (৬০)
ক্রিস ওকস ৫/৬২ (২২.২ ওভার)
৫৯২ (১০৭.৪ ওভার)
জ্যাক ক্রলি ১৮৯ (১৮২)
জশ হ্যাজলউড ৫/১২৬ (২৭ ওভার)
২১৪/৫ (৭১ ওভার)
মার্নাস লাবাসকাখনি ১১১ (১৭৩)
মার্ক উড ৩/২৭ (১১ ওভার)
  • ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • প্রথম ও দ্বিতীয় দিনে আলোকস্বল্পতার কারণে যথাক্রমে ৭ ওভার ও ৮ ওভার খেলা সম্ভব হয়নি।
  • তৃতীয় ও চতু্র্থ দিনে বৃষ্টির কারণে যথাক্রমে ১১ ওভার ও ৬০ ওভার খেলা সম্ভব হয়নি।
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: ইংল্যান্ড ১, অস্ট্রেলিয়া −৬।[১৫]

৫ম টেস্ট

[সম্পাদনা]
২৭–৩১ জুলাই ২০২৩
স্কোরকার্ড
২৮৩ (৫৪.৪ ওভার)
হ্যারি ব্রুক ৮৫ (৯১)
মিচেল স্টার্ক ৪/৮২ (১৪.৪ ওভার)
২৯৫ (১০৩.৩ ওভার)
স্টিভেন স্মিথ ৭১ (১২৩)
ক্রিস ওকস ৩/৬১ (২৫ ওভার)
৩৯৫ (৮১.৫ ওভার)
জো রুট ৯১ (১০৬)
মিচেল স্টার্ক ৪/১০০ (২০ ওভার)
৩৩৪ (৯৪.৪ ওভার)
উসমান খাওয়াজা ৭২ (১৪৫)
ক্রিস ওকস ৪/৫০ (১৯ ওভার)
ইংল্যান্ড ৪৯ রানে জয়ী
দি ওভাল, লন্ডন
আম্পায়ার: কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা) ও জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: ক্রিস ওকস (ইংল্যান্ড)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দিনে আলোকস্বল্পতার কারণে যথাক্রমে ৮ ওভার, ১০.৫ ওভার ও ১০ ওভার খেলা সম্ভব হয়নি।
  • চতুর্থ দিনে বৃষ্টির কারণে ৪৮ ওভার খেলা সম্ভব হয়নি।
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: ইংল্যান্ড ৭, অস্ট্রেলিয়া ০।[১৫]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Ashes 2023 dates: Where and when the Men's and Women's Ashes will be played"ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২ 
  2. "Ashes 2023: England v Australia series dates, times and venues announced"ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২ 
  3. "The Ashes: England crushed by Australia in final Test"ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২২ 
  4. "World Test Championship 2023-25 cycle kicks off with clash between arch-rivals"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২৩ 
  5. "Stuart Broad conjures one last burst of magic as England win fifth Test by 49 runs"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২৩ 
  6. "The Ashes 2023: Stuart Broad bowls England to win over Australia"ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২৩ 
  7. "The Ashes 2023: England vs Australia fixtures confirmed as men's side face June and July Tests"স্কাই স্পোর্টস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২ 
  8. "Josh Tongue included in England Ashes squad"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ জুন ২০২৩ 
  9. "Trio recalled as Australia name WTC final, Ashes squad"ক্রিকেট অস্ট্রেলিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০২৩ 
  10. "Peirson to join Ashes squad after first Test"ক্রিকেট অস্ট্রেলিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ মে ২০২৩ 
  11. "Jack Leach ruled out of Ashes with stress fracture"ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২৩ 
  12. "Moeen replacing Leach makes England stronger, claims Swann"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ জুন ২০২৩ 
  13. "Rehan Ahmed added to England Ashes squad as cover for Moeen Ali"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২৩ 
  14. "Lyon formally ruled out of remainder of the Ashes"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৩ 
  15. "England and Australia hit with sanctions for Ashes Tests"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২৩ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]