সিলেট-১
অবয়ব
(সিলেট-১ (জাতীয় সংসদের নির্বাচনী এলাকা) থেকে পুনর্নির্দেশিত)
সিলেট-১ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | সিলেট জেলা |
বিভাগ | সিলেট বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
সিলেট-২ → |
সিলেট-১ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি সিলেট জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২২৯নং আসন; যা মূলত সিলেট শহর নিয়ে গঠিত।
সীমানা
[সম্পাদনা]সিলেট-১ আসনটি সিলেট জেলার সিলেট সিটি কর্পোরেশন ও সিলেট সদর উপজেলা নিয়ে গঠিত।[২]
ইতিহাস
[সম্পাদনা]সিলেট-১ আসনটি ১৯৭৩ সালে অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচনের সময় গঠিত হয়।
২০০৮ সাধারণ নির্বাচনের পূর্বে নির্বাচন কমিশন ২০০১ সালের আদমশুমারীর প্রতিবেদন অনুযায়ী জনসংখ্যার বৃদ্ধি প্রতিফলিত করার জন্য এ আসনের সীমানা পূর্ণনির্ধারন করে।
নির্বাচিত সাংসদ
[সম্পাদনা]নির্বাচন
[সম্পাদনা]২০১০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | আবুল কালাম আব্দুল মোমেন | ২,৯৮,৬৯৬ | প্র/না | ||
বিএনপি | আব্দুল মুক্তাদির | ১,২৩,৮৫১ | প্র/না | ||
ইসলামী আন্দোলন | মোঃ রেদোয়ানুল হক চৌধুরী | ২,০২৪ | প্র/না | ||
ভোটার উপস্থিতি | ৪,২৪,৫৭১ | ||||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
বিরোধীদলগুলি ২০১৪ সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে আবুল মাল আবদুল মুহিত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৮]
২০০০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | আবুল মাল আবদুল মুহিত | ১,৭৮,৬৩৬ | ৫৫.৫ | +১৭.৫ | ||
বিএনপি | সাইফুর রহমান | ১,৪০,৩৬৭ | ৪৩.৬ | -৯.৯ | ||
বিকেএ | নাসির উদ্দীন | ৮২২ | ০.৩ | -০.১ | ||
বাসদ | উজ্জ্বল রায় | ৬৬০ | ০.২ | প্র/না | ||
ইসলামী ফ্রন্ট | মো. জালালউদ্দীন | ৬০৫ | ০.২ | প্র/না | ||
বাংলাদেশ কল্যাণ পার্টি | মো. কাহির মাহমুদ | ৪৯৫ | ০.২ | প্র/না | ||
জাসদ (রব) | মো. সফিক | ২৭০ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৩৮,২৬৯ | ১১.৯ | −৩.৬ | |||
ভোটার উপস্থিতি | ৩,২১,৮৫৫ | ৭৬.০ | +৮.১ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | সাইফুর রহমান | ১,৩৩,৮২৭ | ৫৩.৫ | +২১.৩ | ||
আওয়ামী লীগ | আবুল মাল আব্দুল মুহিত | ৯৫,০৮৯ | ৩৮.০ | +৫.৪ | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | আ. মুকিত খান | ১৭,০৯০ | ৬.৮ | প্র/না | ||
স্বতন্ত্র | মো. ছয়ফুর রহমান | ১,২৪৬ | ০.৫ | প্র/না | ||
লিবারেল পার্টি | মো. কুতুব উদ্দীন আহমেদ | ১,১৫৯ | ০.৫ | প্র/না | ||
বিকেএ | মো. নাসির উদ্দীন | ৫৫৬ | ০.২ | প্র/না | ||
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ-খালেকুজ্জামান) | মো. হুমায়ূন খান | ৪০৩ | ০.২ | প্র/না | ||
স্বতন্ত্র | মো. ইসমাইল আলী | ২৯৮ | ০.১ | প্র/না | ||
জাতীয় জনতা পার্টি (নুরুল ইসলাম) | নুরুল ইসলাম খান | ১৯৭ | ০.১ | ০.০ | ||
স্বতন্ত্র | মোস্তফা আল্লামা | ১৯০ | ০.১ | প্র/না | ||
জাসদ | সিদ্দীকুর রহমান | ১৮৬ | ০.১ | -০.৪ | ||
জাতীয় পার্টি | ইফতেখার আহমেদ লিমন | ৮৩ | ০.০ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৩৮,৭৩৮ | ১৫.৫ | +১৫.১ | |||
ভোটার উপস্থিতি | ২,৫০,৩২৪ | ৬৭.৯ | +১.৩ | |||
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে |
১৯৯০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | হুমায়ূন রশীদ চৌধুরী | ৫৯,৭১০ | ৩২.৬ | +২.৩ | ||
বিএনপি | সাইফুর রহমান | ৫৮,৯৯০ | ৩২.২ | +০.৫ | ||
জাতীয় পার্টি | বাবরুল হোসেন বাবুল | ৪০,১৭৫ | ২১.৯ | প্র/না | ||
জামায়াতে ইসলামী | শফিকুর রহমান | ১৮,০২৯ | ৯.৮ | -৫.২ | ||
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ | রেজাউল করিম কাসেমী | ১,২৯৩ | ০.৭ | প্র/না | ||
জাসদ (রব) | মোহাম্মদ সফিক | ১,১২২ | ০.৬ | প্র/না | ||
জাসদ | শামীমা আক্তার | ১,০০৫ | ০.৫ | -৬.২ | ||
ইসলামী ঐক্য জোট | আব্দুর রকিব | ৭৮৫ | ০.৪ | -৬.২ | ||
স্বতন্ত্র | মো. হাবিবুর রহমান মঈন | ৪৫৯ | ০.৩ | প্র/না | ||
জাকের পার্টি | এম. এ. করিম | ৩৩৭ | ০.২ | -০.২ | ||
স্বতন্ত্র | রুহেলা হোসেন রিনা | ৩২৭ | ০.২ | প্র/না | ||
বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী লীগ (মোস্তফা আল্লামা) | মোস্তফা আল্লামা | ২৭৬ | ০.২ | প্র/না | ||
স্বতন্ত্র | মো. মাসুক মুরাদ | ২৪৮ | ০.১ | প্র/না | ||
ইসলামী দল বাংলাদেশ (সাইফুর) | মো. সয়ফুর রহমান | ২২১ | ০.১ | প্র/না | ||
বিকেএ | নাসির উদ্দীন | ১৫৯ | ০.১ | প্র/না | ||
জাতীয় জনতা পার্টি (নুরুল ইসলাম) | মো. আব্দুল মতিন চৌধুরী | ১৪৪ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৭২০ | ০.৪ | −১.০ | |||
ভোটার উপস্থিতি | ১,৮৩,২৮০ | ৬৬.৬ | +২৬.৩ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | খন্দকার আব্দুল মালিক | ৩৭,০৯০ | ৩১.৭ | |||
আওয়ামী লীগ | ইফতেখার হোসেন শামীম | ৩৫,৪৭০ | ৩০.৩ | |||
জামায়াতে ইসলামী | শফিকুর রহমান | ১৭,৫১৭ | ১৫.০ | |||
জাসদ | সদর উদ্দীন আহমদ | ৭,৮৬৫ | ৬.৭ | |||
ইসলামী ঐক্য জোট | মো. মাসুদ খান | ৭,৭৩৬ | ৬.৬ | |||
স্বতন্ত্র | মো. নওশেরান চৌধুরী | ৭,২২৪ | ৬.২ | |||
জাতীয় জনতা পার্টি (আশরাফ) | সফিকুর রহমান | ২,০৪৮ | ১.৭ | |||
ইসলামী সমাজতান্ত্রিক দল | লিয়াকত আলী খান | ৮৬৭ | ০.৭ | |||
জাকের পার্টি | মো. আব্দুল করিম | ৪৪৯ | ০.৪ | |||
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি | আ. রকিব | ৪৪৫ | ০.৪ | |||
বাংলাদেশ ইসলামী বিপ্লবী পরিষদ | শেখ মো. ওবাইদুল্লাহ বিন সাঈদ জালালাবাদী | ২০২ | ০.২ | |||
কমিউনিস্ট পার্টি | মো. আব্দুল মালেক | ১৪১ | ০.১ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ১,৬২০ | ১.৪ | ||||
ভোটার উপস্থিতি | ১,১৭,০৫৪ | ৪০.৩ | ||||
স্বতন্ত্র থেকে বিএনপি অর্জন করে |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "সিলেট-১ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "Sylhet-1"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- প্রথম আলোতে সিলেট-১