তুই আমার (চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তুই আমার
তুই আমার চলচ্চিত্রের পোস্টার.jpeg
পরিচালকসজল আহমেদ
প্রযোজকহ্যাভেন মাল্টিমিডিয়া
চিত্রনাট্যকারপ্রলয় ভট্টাচার্য্য (কলকাতা)
শ্রেষ্ঠাংশে
সুরকারশ্রী প্রীতম
প্রযোজনা
কোম্পানি
হ্যাভেন মাল্টিমিডিয়া
পরিবেশকহ্যাভেন মাল্টিমেডিয়া
মুক্তি
  • ২১ এপ্রিল ২০১৭ (2017-04-21)
দেশ বাংলাদেশ
ভাষাবাংলা

তুই আমার হচ্ছে ২০১৭ সালের মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী প্রণয় ঘরানার চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সজল আহমেদ ও প্রযোজনা করেছেন হ্যাভেন মাল্টিমিডিয়া লিমিটেড। চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক, মিষ্টি জান্নাত। ২১ এপ্রিল ২০১৭ সালে বাংলাদেশের ৭০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় চলচ্চিত্রটি।[১] এটির চিত্রনাট্য লিখেছেন কলকাতার প্রলয় ভট্টাচার্য।[২] নৃত্য পরিচালনা করেছেন কলকাতার শঙ্ক রায় ও বাংলাদেশের মাসুম বাবুল।[৩]

কাহিনী সংক্ষেপ[সম্পাদনা]

মিষ্টি অনেক বড়লোকের মেয়ে, সাইমন তার বন্ধু। পারিবারিকভাবে সাইমনের মায়ের সঙ্গে মিষ্টির মায়ের সম্পর্ক। সে কারণে একসাথে চলাফেরা মিষ্টি-সাইমনের। এর মধ্যে মিষ্টি সাইমনকে ভালোবেসে ফেলে। কিন্তু সে অনেক বড়লোকের মেয়ে হওয়ায় সাইমন তার প্রেমের প্রস্তাবে রাজি হয় না। তবে মনে মনে সাইমন তাকেও ভালোবাসে। সেটা তাকে বুঝতে দেয় না।

শ্রেষ্ঠাংশে[সম্পাদনা]

সঙ্গীত[সম্পাদনা]

তুই আমার চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন কলকাতার শ্রী প্রীতম[২]

তুই আমার
শ্রী প্রীতম কর্তৃক সঙ্গীত
মুক্তির তারিখ২০১৭ (2017)
শব্দধারণের সময়২০১৭
ঘরানাচলচ্চিত্রের সঙ্গীত
ভাষাবাংলা
সঙ্গীত প্রকাশনীহ্যাভেন মাল্টিমিডিয়া

সবগুলি গানের সুরকার শ্রী প্রীতম

তুই আমার সঙ্গীত
নং.শিরোনামশিল্পীদৈর্ঘ্য
১."মিষ্টিরে তুই"আসিফ আকবর 
২."ওরে প্রিয়ারে"অভিক ও ময়ুরী 
৩."প্রিয়া রে প্রিয়া রে (স্যাড ভার্সন)"শ্রী প্রীতম 
৪."হটি নটি"গোপিতা 

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "৭০ প্রেক্ষাগৃহে মিষ্টি ও সাইমনের 'তুই আমার'"মানবজমিন। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-২০ 
  2. "আসছে সাইমন-মিষ্টির 'তুই আমার'"NTV Online। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-২০ 
  3. "শিগগির আসছে মিষ্টি-সাইমনের 'তুই আমার' | বিনোদন | The Daily Ittefaq"। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]