প্রার্থনা ফারদিন দীঘি
প্রার্থনা ফারদিন দীঘি | |
---|---|
![]() | |
জন্ম | ৯ সেপ্টেম্বর,২০০০ |
পেশা | চলচ্চিত্র অভিনেত্রী |
কর্মজীবন | ২০০৬–বর্তমান |
পরিচিতির কারণ | কাবুলিওয়ালা |
পিতা-মাতা | সুব্রত (পিতা) দোয়েল (মাতা) |
অভিনয় জীবন[সম্পাদনা]
দিঘী কাজী হায়াত পরিচালিত কাবুলিওয়ালা চলচ্চিত্রের মাধ্যমে শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্রে প্রবেশ করেন । চলচ্চিত্রে অভিনয়ের আগে গ্রামীণফোনের বিজ্ঞাপনে অভিনয় করে সকলের নজরে আসেন দিঘী। কাজী হায়াৎ পরিচালিত কাবুলিওয়ালা দিঘী অভিনীত প্রথম চলচ্চিত্র। প্রথম চলচ্চিত্রে অভিনয় করেই ২০০৬ সালে শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে দিঘী। তারপরে আরও দুটি চলচ্চিত্রে অভিনয়ের কারণে শ্রেষ্ঠ শিশু চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করে সে।
উল্লেখযোগ্য চলচ্চিত্র[সম্পাদনা]
- লীলা মন্থন (২০১৫)
- দ্যা স্পিড (২০১২)
- চাচ্চু আমার চাচ্চু (২০১০)
- রিকসাওয়ালার ছেলে (২০১০)
- অবুঝ শিশু (২০০৮)
- ১ টাকার বউ (২০১০)
- বাবা আমার বাবা (২০০৮)
- সাজঘর (২০০৭)
- চাচ্চু (২০০৬)
- দাদীমা (২০০৬)
- কাবুলিওয়ালা (২০০৬)
- টুঙ্গিপাড়ার মিয়া ভাই (২০২১)
পুরস্কার[সম্পাদনা]
বছর | পুরস্কার | বিভাগ | চলচ্চিত্র | ফলাফল |
---|---|---|---|---|
২০০৬ | জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ শিশু শিল্পী | কাবুলিওয়ালা' | বিজয়ী |
২০০৮ | জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ শিশু শিল্পী | ১ টাকার বউ | বিজয়ী |
২০১০ | জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ শিশু শিল্পী | চাচ্চু আমার চাচ্চু | বিজয়ী[১] |
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)"। বাংলাদেশ সরকার। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৯।